ETV Bharat / state

সাড়ে 4 ঘণ্টা জয়েন্ট BDO-কে ঘিরে অবস্থান বিক্ষোভ BJP-র - রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানষ ঘোষ

BJP-র জন প্রতিনিধিদের অভিযোগ, উন্নয়নমূলক কাজে তাঁদের এলাকায় বরাত দেওয়া হয় না । পঞ্চায়েত অফিসের সরকারি গুরত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয় না । এমনকী তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসে বসারও ব্যাবস্থা নেই BJP-র নির্বাচিত সদস্যদের । এরই প্রতিবাদে আজ টানা সাড়ে চারঘণ্টা ধরে রায়গঞ্জ BDO অফিসে জয়েন্ট BDO-কে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল উত্তর দিনাজপুর জেলা BJP ।

raiganj news
author img

By

Published : Sep 30, 2020, 6:54 AM IST

রায়গঞ্জ, 30 সেপ্টেম্বর : বিমাতৃসুলভ আচরণ করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং BDO দপ্তরের শীর্ষ আধিকারিকেরা । এই অভিযোগে রায়গঞ্জের জয়েন্ট BDO তনয় লাহাকে ঘিরে ধরে ধরনা ও অবস্থান বিক্ষোভ করেন BJP-র নির্বাচিত জন প্রতিনিধিরা । অবশেষে তাঁদের বিষয়গুলি গুরুত্ত্বের সঙ্গে বিচার করা হবে এই আশ্বাস পাওয়ার পর গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ অবস্থান বিক্ষোভ তুলে নেয় BJP ।

BJP-র জন প্রতিনিধিদের অভিযোগ, উন্নয়নমূলক কাজে তাঁদের এলাকায় বরাত দেওয়া হয় না । পঞ্চায়েত অফিসের সরকারি গুরত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয় না । এমনকী তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসে বসারও ব্যাবস্থা নেই BJP-র নির্বাচিত সদস্যদের । এরই প্রতিবাদে গতকাল সাড়ে চার ঘণ্টা ধরে রায়গঞ্জ BDO অফিসে জয়েন্ট BDO-কে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল উত্তর দিনাজপুর জেলা BJP । তাদের দাবি, অবিলম্বে BJP-র নির্বাচিত প্রতিনিধিদের পঞ্চায়েত সমিতির অফিসে বসার ব্যবস্থা এবং সরকারি সমস্ত উন্নয়নমূলক বা ক্ষতিপূরণের জন্য বরাদ্দকৃত কাজ সমভাবে বণ্টন করতে হবে । নইলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে স্তব্ধ করে দেওয়া হবে রায়গঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির কাজ ।

পঞ্চায়েত সমিতির BJP-র দলনেতা দ্বারিকনাথ বর্মণ বলেন, "আমাদের সঙ্গে অত্যন্ত বিমাতৃসুলভ আচারণ করা হয় । BDO দপ্তরের পাশাপাশি তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি আমাদের কোনও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে দেয় না । এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছিলাম । জয়েন্ট BDO-র আশ্বাসে অবশেষে আন্দোলন তুলে দিয়েছি । আগামীতে প্রয়োজন হলে বড়সড় আন্দোলনে নামব ।"

যদিও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানষ ঘোষ বলেন, "BJP-র নির্বাচিত সদস্যরা কোনও নিয়ম-কানুন জানেন না । ওদের সঙ্গে কোনওরকম খারাপ আচরণ করা হয় না ।" এ বিষয়ে সংশ্লিষ্ট জয়েন্ট BDO-র কোন বক্তব্য পাওয়া যায়নি ।

রায়গঞ্জ, 30 সেপ্টেম্বর : বিমাতৃসুলভ আচরণ করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং BDO দপ্তরের শীর্ষ আধিকারিকেরা । এই অভিযোগে রায়গঞ্জের জয়েন্ট BDO তনয় লাহাকে ঘিরে ধরে ধরনা ও অবস্থান বিক্ষোভ করেন BJP-র নির্বাচিত জন প্রতিনিধিরা । অবশেষে তাঁদের বিষয়গুলি গুরুত্ত্বের সঙ্গে বিচার করা হবে এই আশ্বাস পাওয়ার পর গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ অবস্থান বিক্ষোভ তুলে নেয় BJP ।

BJP-র জন প্রতিনিধিদের অভিযোগ, উন্নয়নমূলক কাজে তাঁদের এলাকায় বরাত দেওয়া হয় না । পঞ্চায়েত অফিসের সরকারি গুরত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয় না । এমনকী তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসে বসারও ব্যাবস্থা নেই BJP-র নির্বাচিত সদস্যদের । এরই প্রতিবাদে গতকাল সাড়ে চার ঘণ্টা ধরে রায়গঞ্জ BDO অফিসে জয়েন্ট BDO-কে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল উত্তর দিনাজপুর জেলা BJP । তাদের দাবি, অবিলম্বে BJP-র নির্বাচিত প্রতিনিধিদের পঞ্চায়েত সমিতির অফিসে বসার ব্যবস্থা এবং সরকারি সমস্ত উন্নয়নমূলক বা ক্ষতিপূরণের জন্য বরাদ্দকৃত কাজ সমভাবে বণ্টন করতে হবে । নইলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে স্তব্ধ করে দেওয়া হবে রায়গঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির কাজ ।

পঞ্চায়েত সমিতির BJP-র দলনেতা দ্বারিকনাথ বর্মণ বলেন, "আমাদের সঙ্গে অত্যন্ত বিমাতৃসুলভ আচারণ করা হয় । BDO দপ্তরের পাশাপাশি তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি আমাদের কোনও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে দেয় না । এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছিলাম । জয়েন্ট BDO-র আশ্বাসে অবশেষে আন্দোলন তুলে দিয়েছি । আগামীতে প্রয়োজন হলে বড়সড় আন্দোলনে নামব ।"

যদিও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানষ ঘোষ বলেন, "BJP-র নির্বাচিত সদস্যরা কোনও নিয়ম-কানুন জানেন না । ওদের সঙ্গে কোনওরকম খারাপ আচরণ করা হয় না ।" এ বিষয়ে সংশ্লিষ্ট জয়েন্ট BDO-র কোন বক্তব্য পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.