ETV Bharat / state

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাত্রিযাপন করে আন্দোলন অতিথি অধ্যাপকদের - রায়গঞ্জ কলেজ

যতদিন না পর্যন্ত তাঁদের দাবি-দাওয়া মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত একইভাবে দিনরাত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থেকে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অতিথি অধ্যাপক সংগঠনের সদস্যরা ।

Raiganj
Raiganj
author img

By

Published : Dec 22, 2020, 10:50 PM IST

রায়গঞ্জ, 22 ডিসেম্বর : রায়গঞ্জ কলেজের অতিথি অধ্যাপকদের আন্দোলন দ্বিতীয় দিনে পড়ল। রাতেও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবল শীতে খোলা আকাশের নিচে থেকে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সংগঠনের সদস্যরা । অভিযোগ, মঙ্গলবার দিনভর অবস্থান-বিক্ষোভে বসেও শেষ পর্যন্ত তাঁদের দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের তরফে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি । সেই কারণেই রাতে খোলা আকাশের নিচে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । শুধুমাত্র মঙ্গলবার নয়, যতদিন না পর্যন্ত তাঁদের দাবি-দাওয়া মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত একইভাবে দিনরাত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থেকে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অতিথি অধ্যাপক সংগঠনের সদস্যরা ।

প্রসঙ্গত,অতিথি অধ্যাপক সংগঠনের তরফ থেকে সোমবার থেকে শুরু হয় অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভ । সংগঠনের দাবি, মূলত তাঁদের সরকারি সুযোগ-সুবিধা নির্দেশিকা মাফিক না দেওয়ার কারণেই বাধ্য হয়ে এই আন্দোলনে বসতে বাধ্য হয়েছে । অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আংশিক শিক্ষকেরা সমস্ত সরকারি সুযোগ সুবিধা পেলেও রায়গঞ্জ কলেজের অতিথি অধ্যাপকরা সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন । তাঁরা বারবার করে কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আলাপ-আলোচনা করলেও এখনও পর্যন্ত কোনও সঠিক সিদ্ধান্ত তাঁদের জন্য নেওয়া হয়নি । এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আংশিক এবং অতিথি শিক্ষকদের এক ছাতার তলায় নিয়ে এসে সুযোগ-সুবিধা দেওয়ার কথা বললেও সে সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন না তাঁরা । দীর্ঘদিন এই দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও ফল মেলেনি । শেষ পর্যন্ত বাধ্য হয়েই এই রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছেন তাঁরা । যতদিন পর্যন্ত না তাঁদের দাবি-দাওয়া মানা হবে একইভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা । মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লেপ-তোষক চাদর নিয়ে এসে 24 জন অতিথি অধ্যাপক থাকার বন্দোবস্ত করেন ।

অতিথি অধ্যাপকদের তরফে রাজীব আলি মিনাজ বলেন, “রাজ্য সরকার সমস্ত পার্শ্ব শিক্ষক অতিথি অধ্যাপদের জন্য বন্দোবস্ত করার কথা বলেছেন । কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই ধরনের কোনও সুযোগ-সুবিধা পাইনি । সেই কারণেই আমরা আন্দোলন চালাচ্ছি । আমাদের কোনভাবেই শান্তি নষ্ট করে কাজ করার ইচ্ছে নেই । কিন্তু বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি । আমরা সারারাত শীতের মধ্যে থেকেও এই আন্দোলন চালিয়ে যাব ।”

রায়গঞ্জ, 22 ডিসেম্বর : রায়গঞ্জ কলেজের অতিথি অধ্যাপকদের আন্দোলন দ্বিতীয় দিনে পড়ল। রাতেও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবল শীতে খোলা আকাশের নিচে থেকে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সংগঠনের সদস্যরা । অভিযোগ, মঙ্গলবার দিনভর অবস্থান-বিক্ষোভে বসেও শেষ পর্যন্ত তাঁদের দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের তরফে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি । সেই কারণেই রাতে খোলা আকাশের নিচে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । শুধুমাত্র মঙ্গলবার নয়, যতদিন না পর্যন্ত তাঁদের দাবি-দাওয়া মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত একইভাবে দিনরাত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থেকে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অতিথি অধ্যাপক সংগঠনের সদস্যরা ।

প্রসঙ্গত,অতিথি অধ্যাপক সংগঠনের তরফ থেকে সোমবার থেকে শুরু হয় অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভ । সংগঠনের দাবি, মূলত তাঁদের সরকারি সুযোগ-সুবিধা নির্দেশিকা মাফিক না দেওয়ার কারণেই বাধ্য হয়ে এই আন্দোলনে বসতে বাধ্য হয়েছে । অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আংশিক শিক্ষকেরা সমস্ত সরকারি সুযোগ সুবিধা পেলেও রায়গঞ্জ কলেজের অতিথি অধ্যাপকরা সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন । তাঁরা বারবার করে কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আলাপ-আলোচনা করলেও এখনও পর্যন্ত কোনও সঠিক সিদ্ধান্ত তাঁদের জন্য নেওয়া হয়নি । এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আংশিক এবং অতিথি শিক্ষকদের এক ছাতার তলায় নিয়ে এসে সুযোগ-সুবিধা দেওয়ার কথা বললেও সে সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন না তাঁরা । দীর্ঘদিন এই দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও ফল মেলেনি । শেষ পর্যন্ত বাধ্য হয়েই এই রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছেন তাঁরা । যতদিন পর্যন্ত না তাঁদের দাবি-দাওয়া মানা হবে একইভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা । মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লেপ-তোষক চাদর নিয়ে এসে 24 জন অতিথি অধ্যাপক থাকার বন্দোবস্ত করেন ।

অতিথি অধ্যাপকদের তরফে রাজীব আলি মিনাজ বলেন, “রাজ্য সরকার সমস্ত পার্শ্ব শিক্ষক অতিথি অধ্যাপদের জন্য বন্দোবস্ত করার কথা বলেছেন । কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই ধরনের কোনও সুযোগ-সুবিধা পাইনি । সেই কারণেই আমরা আন্দোলন চালাচ্ছি । আমাদের কোনভাবেই শান্তি নষ্ট করে কাজ করার ইচ্ছে নেই । কিন্তু বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি । আমরা সারারাত শীতের মধ্যে থেকেও এই আন্দোলন চালিয়ে যাব ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.