রায়গঞ্জ, 28 সেপ্টেম্বর : ভোট নিতে গিয়ে ভোটকর্মী রাজকুমার রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ এবং ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে বিক্ষোভ কর্মসূচি । আজ উত্তর দিনাজপুর জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল 'রাজকুমার হত্যার বিচার চাই মঞ্চ ' । মঞ্চের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয় ।
2018 সালের 14 মে পঞ্চায়েত ভোট নিতে ইটাহার থানার সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটকর্মী হিসেবে গিয়েছিলেন রহৎপুর হাইমাদ্রাসার শিক্ষক রাজকুমার রায় । এরপর নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাজকুমারবাবু । 15 মে রায়গঞ্জের বামুনগাঁ রেল লাইনের ধার থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল তাঁর । এরপরেই শিক্ষক তথা ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে উত্তাল হয়েছিল সারা রাজ্য । রায়গঞ্জ ঘড়িমোড়ে ভোটকর্মীদের আন্দোলনে গিয়ে নিগৃহীত হতে হয়েছিল তৎকালীন রায়গঞ্জ মহকুমা শাসককে । এরপরেই রাজ্য সরকার 16 জুলাই প্রয়াত রাজকুমারের স্ত্রী অর্পিতা বর্মণ রায়কে উত্তর দিনাজপুর জেলা শাসক দপ্তরে চাকরি দেয় । ভোট নিতে গিয়ে কোনও ভোটকর্মীর মৃত্যু হলে নির্বাচন দপ্তর 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করা হয় ।
রাজকুমারবাবুর মৃত্যুর দুইবছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত সেই ক্ষতিপূরণ পায়নি পরিবার। অবিলম্বে সেই ক্ষতিপূরণ পরিবারের হাতে তুলে দেওয়া এবং মৃত্যুর প্রকৃত ঘটনা প্রকাশ করার দাবিতে 'রাজকুমার হত্যার বিচার চাই মঞ্চ'-এর পক্ষ থেকে আজ অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।