রায়গঞ্জ, 17 মে : নারদকাণ্ডে দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র সহ প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের গ্রেফতারের প্রতিবাদে এবার হেমতাবাদে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস ।
সোমবার দুপুরে হেমতাবাদ থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা। রাজ্যজুড়ে কার্যত লকডাউনের মধ্যে নারদকাণ্ড মামলার এক নয়া মোড়। সোমবার সকালে নারদকাণ্ডে দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র সহ প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। এর পর থেকে ক্ষোভে ফুঁসছে বাংলা ৷ দিকে দিকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। চরম উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। এই পরিস্থিতিতে হেমতাবাদ থানার সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস।
পরিস্থিতি সামাল দিতে থানার সামনে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷
আরও পড়ুন : নারদ কাণ্ডে গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় স্বপন দেবনাথ