ETV Bharat / state

কাজ নেই, স্ত্রী ও তিন কন্যাকে পুড়িয়ে আত্মঘাতী ব্যক্তি - কোভিড-19

করোনার সংক্রমণ আটকাতে রাজ্যে ফের জারি হয়েছে আংশিক লকডাউন ৷ এই পরিস্থিতিতে কাজ হারিয়ে সংসার নির্বাহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷ তাই অসহায় গৃহকর্তা স্ত্রী ও তিন কন্যার গায়ে আগুন দিয়ে নিজেও আত্মঘাতী হলেন ৷ রায়গঞ্জে শুক্রবার রাতের এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল একই পরিবারের মোট পাঁচ সদস্যের ৷

স্ত্রী ও তিন কন্যাকে পুড়িয়ে আত্মঘাতী স্বামী
স্ত্রী ও তিন কন্যাকে পুড়িয়ে আত্মঘাতী স্বামী
author img

By

Published : May 15, 2021, 9:48 AM IST

Updated : May 15, 2021, 3:59 PM IST

রায়গঞ্জ, 15 মে : রাজ্যে আংশিক লকডাউন, নেই কোনও কাজকর্ম ৷ এই অবস্থায় চরম আর্থিক সঙ্কটে পড়ায় সংসার টানা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল ৷ অভাব ও আর্থিক অনটন সহ্য করতে না পেরে স্ত্রী ও তিন কন্যাকে আগুনে পুড়িয়ে নিজেও আত্মঘাতী হলেন এক ব্যক্তি ৷ মৃত্যু হল একই পরিবারের পাঁচ সদস্যের ৷ শুক্রবার মধ্যরাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামে ।

শুক্রবার রাতে খাওয়ার পর সকলে ঘুমিয়ে পড়লে বন্ধ ঘরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন রাম ভৌমিক । আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে মৃত্যু হয় গৃহকর্তা রাম ভৌমিক (40), তাঁর স্ত্রী শঙ্করী ভৌমিক (32) এবং তাঁদের দুই মেয়ে পর্ণা (7) ও সরস্বতীর (4) । তাঁদের আরেক মেয়ে 12 বছরের রানি সম্পূর্ণ দগ্ধ হয়েও শনিবার সকাল অবধি জীবিত ছিল ৷ তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতালে নিয়ে আসার সময় রানি বলে, তার বাবাই সবার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছিল ৷ হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তারও মৃত্যু হয় ৷

স্ত্রী ও তিন কন্যাকে পুড়িয়ে আত্মঘাতী স্বামী
আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে রাম ভৌমিকের বাড়ি ৷

শুক্রবার মধ্যরাতে ঘটনা ঘটার পর শনিবার সকালে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে ৷ তাঁরাই তৎক্ষণাৎ খবর দেন থানায় ৷ ঘটনাস্থলে আসে হেমতাবাদ থানার পুলিশ । কর্তা-গিন্নি এবং দুই মেয়ের মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠায় ৷ পাশাপাশি আর এক মেয়েকে হাসপাতালে ভর্তি করে ৷ কিছুক্ষণ পর হাসপাতালেই মৃত্যু হয় তার ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্ত্রী ও তিন কন্যাকে পুড়িয়ে আত্মঘাতী স্বামী
শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও ৷

হেমতাবাদের ভরতপুরের কিসমত মালভুসা গ্রামে তিন কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার ছিল রাম ভৌমিকের । ভুটভুটি গাড়ি চালিয়ে কোনওরকমে দিন গুজরান হচ্ছিল ৷ কিন্তু দিন পনেরো আগেই করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ সামাল দিতে রাজ্য সরকার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নেয় । তারপর থেকেই রামের রোজগার বন্ধ হয়ে যায় ৷ লকডাউনের জেরে কাজ না মেলায় প্রায় দিনই খালি হাতে ঘরে ফিরতে হচ্ছিল ৷ দেশে-রাজ্যে করোনা সংক্রমণের মতোই সংসারের অভাব-অনটনও প্রকট হচ্ছিল ৷ আর জুঝতে না পেরে নিলেন চরম সিদ্ধান্ত ৷

লকডাউন আংশিক হলেও উপার্জন গোটাটাই বন্ধ, তাই স্ত্রী-কন্যাদের নিয়ে আত্মঘাতী হলেন রায়গঞ্জের ভুটভুটি চালক ৷

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু মমতার ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের

প্রতিবেশীরা যখন টের পেয়ে ছুটে আসেন ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে ৷ কার দেহ কোনটা চেনার উপায় ছিল না ৷ কিন্তু এরই মধ্যে রাম ও শঙ্করীর বড় মেয়ে 12 বছরের রানিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন তাঁরা ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে তাঁরও মৃত্যু হয় । স্থানীয়রা জানান, খুব ভাল মানুষ হিসাবে পরিচিত রাম যে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা ৷ গত কয়েকদিন ধরে আংশিক লকডাউনের কারণে তাঁর যে রোজগার বন্ধ হয়ে গিয়েছে তার কথা স্বীকার করলেন প্রতিবেশীরা ৷ তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে পাঁচজনের সংসার প্রতিপালন করা দুঃসাধ্য হয়ে ওঠে ৷

আরও পড়ুন: চিত্তরঞ্জনে রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

রায়গঞ্জ, 15 মে : রাজ্যে আংশিক লকডাউন, নেই কোনও কাজকর্ম ৷ এই অবস্থায় চরম আর্থিক সঙ্কটে পড়ায় সংসার টানা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল ৷ অভাব ও আর্থিক অনটন সহ্য করতে না পেরে স্ত্রী ও তিন কন্যাকে আগুনে পুড়িয়ে নিজেও আত্মঘাতী হলেন এক ব্যক্তি ৷ মৃত্যু হল একই পরিবারের পাঁচ সদস্যের ৷ শুক্রবার মধ্যরাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামে ।

শুক্রবার রাতে খাওয়ার পর সকলে ঘুমিয়ে পড়লে বন্ধ ঘরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন রাম ভৌমিক । আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে মৃত্যু হয় গৃহকর্তা রাম ভৌমিক (40), তাঁর স্ত্রী শঙ্করী ভৌমিক (32) এবং তাঁদের দুই মেয়ে পর্ণা (7) ও সরস্বতীর (4) । তাঁদের আরেক মেয়ে 12 বছরের রানি সম্পূর্ণ দগ্ধ হয়েও শনিবার সকাল অবধি জীবিত ছিল ৷ তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতালে নিয়ে আসার সময় রানি বলে, তার বাবাই সবার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছিল ৷ হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তারও মৃত্যু হয় ৷

স্ত্রী ও তিন কন্যাকে পুড়িয়ে আত্মঘাতী স্বামী
আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে রাম ভৌমিকের বাড়ি ৷

শুক্রবার মধ্যরাতে ঘটনা ঘটার পর শনিবার সকালে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে ৷ তাঁরাই তৎক্ষণাৎ খবর দেন থানায় ৷ ঘটনাস্থলে আসে হেমতাবাদ থানার পুলিশ । কর্তা-গিন্নি এবং দুই মেয়ের মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠায় ৷ পাশাপাশি আর এক মেয়েকে হাসপাতালে ভর্তি করে ৷ কিছুক্ষণ পর হাসপাতালেই মৃত্যু হয় তার ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্ত্রী ও তিন কন্যাকে পুড়িয়ে আত্মঘাতী স্বামী
শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও ৷

হেমতাবাদের ভরতপুরের কিসমত মালভুসা গ্রামে তিন কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার ছিল রাম ভৌমিকের । ভুটভুটি গাড়ি চালিয়ে কোনওরকমে দিন গুজরান হচ্ছিল ৷ কিন্তু দিন পনেরো আগেই করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ সামাল দিতে রাজ্য সরকার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নেয় । তারপর থেকেই রামের রোজগার বন্ধ হয়ে যায় ৷ লকডাউনের জেরে কাজ না মেলায় প্রায় দিনই খালি হাতে ঘরে ফিরতে হচ্ছিল ৷ দেশে-রাজ্যে করোনা সংক্রমণের মতোই সংসারের অভাব-অনটনও প্রকট হচ্ছিল ৷ আর জুঝতে না পেরে নিলেন চরম সিদ্ধান্ত ৷

লকডাউন আংশিক হলেও উপার্জন গোটাটাই বন্ধ, তাই স্ত্রী-কন্যাদের নিয়ে আত্মঘাতী হলেন রায়গঞ্জের ভুটভুটি চালক ৷

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু মমতার ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের

প্রতিবেশীরা যখন টের পেয়ে ছুটে আসেন ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে ৷ কার দেহ কোনটা চেনার উপায় ছিল না ৷ কিন্তু এরই মধ্যে রাম ও শঙ্করীর বড় মেয়ে 12 বছরের রানিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন তাঁরা ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে তাঁরও মৃত্যু হয় । স্থানীয়রা জানান, খুব ভাল মানুষ হিসাবে পরিচিত রাম যে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা ৷ গত কয়েকদিন ধরে আংশিক লকডাউনের কারণে তাঁর যে রোজগার বন্ধ হয়ে গিয়েছে তার কথা স্বীকার করলেন প্রতিবেশীরা ৷ তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে পাঁচজনের সংসার প্রতিপালন করা দুঃসাধ্য হয়ে ওঠে ৷

আরও পড়ুন: চিত্তরঞ্জনে রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

Last Updated : May 15, 2021, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.