ETV Bharat / state

ছোবল খেয়ে সাপ নিয়ে হাসপাতালে ইসলামপুরের ব্যক্তি

author img

By

Published : Nov 17, 2020, 10:58 AM IST

গতকাল দুপুরে এলাকায় একটি বিষধর কোবরাকে দেখতে পান গ্রামের কয়েকজন । সেই সাপটি ধরার জন্য ডাকা পান রামবাবু ।

কোবরার ছোবল খাওয়ার পরেও সাপ নিয়ে হাজির হাসপাতালে
কোবরার ছোবল খাওয়ার পরেও সাপ নিয়ে হাজির হাসপাতালে

রায়গঞ্জ, 17 নভেম্বর : ছোবল মেরেছিল কোবরা । আর তারপর সেই সাপটিকে নিয়েই ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি হলেন রাম ভরত দাস নামে এক ব্যক্তি । বাড়ি ইসলামপুর থানার ওলিগঞ্জে ।

গতকাল দুপুরে এলাকায় একটি বিষধর কোবরাকে দেখতে পান গ্রামের কয়েকজন । সেই সাপ ধরার ডাকা পান রামবাবু । তিনি গর্ত থেকে সাপটিকে বের করেন । আর গর্ত থেকে বেরোনোর পর সাপটি তাঁর আঙুলে ছোবল মারে । তারপরও ঘাবড়ে না গিয়ে সেটিকে একটি নেটের ঝোলায় বন্দী করেন তিনি ।

বন্দী সাপটিকে হাসপাতালে নিয়ে আসেন । বনকর্মীদের খবর দেওয়া হয় । তাঁরা এলে তাঁদের হাতে সাপটিকে তুলে দেওয়া হয় । রামবাবু বলেন, "অসতর্কতার জন্য কোবরাটি ছোবল মারার সুযোগ পেয়েছে । চিকিৎসকদের সুবিধার জন্যই সাপটিকে হাসপাতালে এনেছিলাম ।"

রায়গঞ্জ, 17 নভেম্বর : ছোবল মেরেছিল কোবরা । আর তারপর সেই সাপটিকে নিয়েই ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি হলেন রাম ভরত দাস নামে এক ব্যক্তি । বাড়ি ইসলামপুর থানার ওলিগঞ্জে ।

গতকাল দুপুরে এলাকায় একটি বিষধর কোবরাকে দেখতে পান গ্রামের কয়েকজন । সেই সাপ ধরার ডাকা পান রামবাবু । তিনি গর্ত থেকে সাপটিকে বের করেন । আর গর্ত থেকে বেরোনোর পর সাপটি তাঁর আঙুলে ছোবল মারে । তারপরও ঘাবড়ে না গিয়ে সেটিকে একটি নেটের ঝোলায় বন্দী করেন তিনি ।

বন্দী সাপটিকে হাসপাতালে নিয়ে আসেন । বনকর্মীদের খবর দেওয়া হয় । তাঁরা এলে তাঁদের হাতে সাপটিকে তুলে দেওয়া হয় । রামবাবু বলেন, "অসতর্কতার জন্য কোবরাটি ছোবল মারার সুযোগ পেয়েছে । চিকিৎসকদের সুবিধার জন্যই সাপটিকে হাসপাতালে এনেছিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.