ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে পড়ে মৃত তৃণমূল নেতা - উত্তর দিনাজপুর

তৃণমূলের রামপুরের অঞ্চল সভাপতি স্কাইলার বর্মণ বেশ রাত করেই একটি শ্রাদ্ধবাড়ি থেকে কেশুড়ায় বাড়িতে ফিরছিলেন ৷ পুলিশের তরফে মনে করা হচ্ছে, বাইকের গতি বেশি থাকায় এবং অন্ধকারে বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত পুকুরে পড়ে যান তিনি ৷ ঘটনার বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে এলে, তারা ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে ৷

a tmc leader lost control of his bike and fell into the pond cause of death in north dinajpur
নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে পড়ে মৃত তৃণমূল নেতা
author img

By

Published : Dec 6, 2020, 3:33 PM IST

রায়গঞ্জ, 6 ডিসেম্বর : পথদুর্ঘটনায় মৃত্য়ু হল তৃণমূলের অঞ্চল সভাপতির ৷ নিহত তৃণমূলের ওই নেতার নাম স্কাইলার বর্মণ ৷ শনিবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বোস্তরে একটি শ্রাদ্ধবাড়ি থেকে ফিরছিলেন তিনি ৷ সেই সময় নাজিমপুর পালপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে পড়ে যান স্কাইলার বর্মন ৷

আরও পড়ুন : লিলুয়ায় বাস দুর্ঘটনায় আহত 14

জানা গেছে, তৃণমূলের রামপুরের অঞ্চল সভাপতি স্কাইলার বর্মণ বেশ রাত করেই একটি শ্রাদ্ধবাড়ি থেকে কেশুড়ায় বাড়িতে ফিরছিলেন ৷ পুলিশের তরফে মনে করা হচ্ছে, বাইকের গতি বেশি থাকায় এবং অন্ধকারে বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত পুকুরে পড়ে যান তিনি ৷ ঘটনার বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে এলে, তারা ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে ৷ পরে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ দেহ ময়নাতদন্তের জন্য় রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ নিছকই দুর্ঘটনা না কি অন্য় কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷

নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে পড়ে মৃত তৃণমূল নেতা

রায়গঞ্জ, 6 ডিসেম্বর : পথদুর্ঘটনায় মৃত্য়ু হল তৃণমূলের অঞ্চল সভাপতির ৷ নিহত তৃণমূলের ওই নেতার নাম স্কাইলার বর্মণ ৷ শনিবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বোস্তরে একটি শ্রাদ্ধবাড়ি থেকে ফিরছিলেন তিনি ৷ সেই সময় নাজিমপুর পালপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে পড়ে যান স্কাইলার বর্মন ৷

আরও পড়ুন : লিলুয়ায় বাস দুর্ঘটনায় আহত 14

জানা গেছে, তৃণমূলের রামপুরের অঞ্চল সভাপতি স্কাইলার বর্মণ বেশ রাত করেই একটি শ্রাদ্ধবাড়ি থেকে কেশুড়ায় বাড়িতে ফিরছিলেন ৷ পুলিশের তরফে মনে করা হচ্ছে, বাইকের গতি বেশি থাকায় এবং অন্ধকারে বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত পুকুরে পড়ে যান তিনি ৷ ঘটনার বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে এলে, তারা ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে ৷ পরে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ দেহ ময়নাতদন্তের জন্য় রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ নিছকই দুর্ঘটনা না কি অন্য় কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷

নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে পড়ে মৃত তৃণমূল নেতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.