ETV Bharat / state

উত্তরপ্রদেশের নিখোঁজ ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল বিএসএফ

উত্তরপ্রদেশের ভাগরু জেলার বারিয়ারপুর থানা এলাকার বাসিন্দা 65 বছরের রামজিৎ গিরি নিখোঁজ হয়ে গিয়েছিলেন । বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে ওই ব্যক্তি নিখোঁজ হন ।

author img

By

Published : May 27, 2021, 3:56 PM IST

a missing person from uttar pradesh goes back to his family help of bsf in north dinajpur
উত্তর প্রদেশের নিখোঁজ ব্যক্তিকে পরিবারের কাছে পৌঁছে দিল বিএসএফ

রায়গঞ্জ, 27 মে : পাঁচ মাস নিখোঁজ থাকার পর সীমান্তরক্ষী বাহিনী ও চোপড়া পুলিশের যৌথ উদ্যোগে উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ফিরলেন রামজিৎ গিরি নামের এক ব্যক্তি । এদিন তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেন চোপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ আধিকারিক এবং চোপড়া থানার পুলিশ । কয়েকমাস আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা রামজিৎগিরি ৷ তাঁকে ফিরে পেয়ে খুশি রামজিতের পরিজনেরা ৷

উত্তর প্রদেশের ভাগরু জেলার বারিয়ারপুর থানা এলাকার বাসিন্দা 65 বছরের রামজিৎ গিরি নিখোঁজ হয়ে গিয়েছিলেন । বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে ওই ব্যক্তি নিখোঁজ হন । তারপর তাঁর পরিবারের তরফে স্থানীয় থানায় একটি মিসিং ডায়েরি করা হয় ৷ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট থানার পুলিশ ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় সন্ধান করেও তাঁর কোনও খোঁজ পাননি ।

উত্তর প্রদেশের নিখোঁজ ব্যক্তিকে পরিবারের কাছে পৌঁছে দিল বিএসএফ

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান বিএসএফের, বাজেয়াপ্ত 14 লাখ টাকার বেআইনি জিনিস

দীর্ঘ কয়েকমাস পর উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনিরহাট সীমান্ত এলাকায় বিএসএফ ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে । জিজ্ঞাসাবাদ করে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে বিএসএফ ৷ এর পর বিএসএফ-এর তরফে তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয় । এর পর চোপড়া থানার সহযোগিতায় বিএসএফ বুধবার রামজিৎ গিরিকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ।

রায়গঞ্জ, 27 মে : পাঁচ মাস নিখোঁজ থাকার পর সীমান্তরক্ষী বাহিনী ও চোপড়া পুলিশের যৌথ উদ্যোগে উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ফিরলেন রামজিৎ গিরি নামের এক ব্যক্তি । এদিন তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেন চোপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ আধিকারিক এবং চোপড়া থানার পুলিশ । কয়েকমাস আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা রামজিৎগিরি ৷ তাঁকে ফিরে পেয়ে খুশি রামজিতের পরিজনেরা ৷

উত্তর প্রদেশের ভাগরু জেলার বারিয়ারপুর থানা এলাকার বাসিন্দা 65 বছরের রামজিৎ গিরি নিখোঁজ হয়ে গিয়েছিলেন । বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে ওই ব্যক্তি নিখোঁজ হন । তারপর তাঁর পরিবারের তরফে স্থানীয় থানায় একটি মিসিং ডায়েরি করা হয় ৷ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট থানার পুলিশ ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় সন্ধান করেও তাঁর কোনও খোঁজ পাননি ।

উত্তর প্রদেশের নিখোঁজ ব্যক্তিকে পরিবারের কাছে পৌঁছে দিল বিএসএফ

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান বিএসএফের, বাজেয়াপ্ত 14 লাখ টাকার বেআইনি জিনিস

দীর্ঘ কয়েকমাস পর উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনিরহাট সীমান্ত এলাকায় বিএসএফ ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে । জিজ্ঞাসাবাদ করে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে বিএসএফ ৷ এর পর বিএসএফ-এর তরফে তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয় । এর পর চোপড়া থানার সহযোগিতায় বিএসএফ বুধবার রামজিৎ গিরিকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.