ETV Bharat / state

পাওনা না পেয়ে অপহরণের চেষ্টা !

author img

By

Published : Aug 22, 2019, 1:22 PM IST

Updated : Aug 22, 2019, 3:28 PM IST

পাওনা টাকা না দেওয়ায় ব্যক্তিকে অপহরণের চেষ্টা । রায়গঞ্জ GRP-র তৎপরতায় উদ্ধার ।

আবেদুর রহমান

রায়গঞ্জ, 22 অগাস্ট : পাওনা টাকা না দেওয়ায় ব্যক্তিকে অপহরণের চেষ্টা । ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেশনের । রায়গঞ্জ GRP ও রায়গঞ্জ থানার পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে । আটক করা হয়েছে অপহরণকারীদের মধ্যে একজনকে । বাকিরা পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জানা গেছে, ইটাহারের বারিজোল গ্রামের বাসিন্দা আবেদুর রহমান গতকাল বিবি আসমিরা ও সন্তান নিয়ে সীমাঞ্জল এক্সপ্রেসে দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে ঠিক করেছিলেন । ট্রেনে ওঠার আগেই কয়েকজন দুষ্কৃতী আবেদুরকে স্টেশন থেকে অপহরণ করে । আসমিরার চিৎকারে চলে আসে GRP । ততক্ষণে অবশ্য আবেদুরকে টোটোয় চাপিয়ে এলাকা ছাড়ার উদ্যোগ নিয়েছে দুষ্কৃতীরা । ধরে ফেলে GRP । দুষ্কৃতীদের মধ্যে একজনকে আটক করা হয় ।

কেন বা কী কারণে অপহরণ এনিয়ে পুলিশ কিছু না বললেও পরে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা আলতাফ হোসেনের থেকে জানা যায়, এলাকার এক মহিলার কাছ থেকে না কি 10 লাখ টাকা ধার নেন আবেদুর । সেই টাকা কোনওভাবেই শোধ দিতে পারেননি । টাকা না দিতে পারায় গতকাল বিবিকে নিয়ে এলাকা ছাড়ার পরিকল্পনা ছিল তাঁর । যেতেন দিল্লি । আটকাতেই তাঁকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা । যে মহিলার কাছ থেকে আবেদুর টাকা ধার নিয়েছিলেন তিনি ওই দুষ্কৃতীদের পাঠিয়েছিলেন বলে জানা গেছে ।

পুলিশ আবেদুরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । অন্যদিকে, অপহরণকারীকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে ।

দেখুন ভিডিয়ো

রায়গঞ্জ, 22 অগাস্ট : পাওনা টাকা না দেওয়ায় ব্যক্তিকে অপহরণের চেষ্টা । ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেশনের । রায়গঞ্জ GRP ও রায়গঞ্জ থানার পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে । আটক করা হয়েছে অপহরণকারীদের মধ্যে একজনকে । বাকিরা পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জানা গেছে, ইটাহারের বারিজোল গ্রামের বাসিন্দা আবেদুর রহমান গতকাল বিবি আসমিরা ও সন্তান নিয়ে সীমাঞ্জল এক্সপ্রেসে দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে ঠিক করেছিলেন । ট্রেনে ওঠার আগেই কয়েকজন দুষ্কৃতী আবেদুরকে স্টেশন থেকে অপহরণ করে । আসমিরার চিৎকারে চলে আসে GRP । ততক্ষণে অবশ্য আবেদুরকে টোটোয় চাপিয়ে এলাকা ছাড়ার উদ্যোগ নিয়েছে দুষ্কৃতীরা । ধরে ফেলে GRP । দুষ্কৃতীদের মধ্যে একজনকে আটক করা হয় ।

কেন বা কী কারণে অপহরণ এনিয়ে পুলিশ কিছু না বললেও পরে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা আলতাফ হোসেনের থেকে জানা যায়, এলাকার এক মহিলার কাছ থেকে না কি 10 লাখ টাকা ধার নেন আবেদুর । সেই টাকা কোনওভাবেই শোধ দিতে পারেননি । টাকা না দিতে পারায় গতকাল বিবিকে নিয়ে এলাকা ছাড়ার পরিকল্পনা ছিল তাঁর । যেতেন দিল্লি । আটকাতেই তাঁকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা । যে মহিলার কাছ থেকে আবেদুর টাকা ধার নিয়েছিলেন তিনি ওই দুষ্কৃতীদের পাঠিয়েছিলেন বলে জানা গেছে ।

পুলিশ আবেদুরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । অন্যদিকে, অপহরণকারীকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে ।

দেখুন ভিডিয়ো
Intro:রায়গঞ্জ, ২২ আগষ্ট, প্রসুন মৈত্র: পাওনা টাকা আদায়ের জন্য স্টেশন থেকে এক ব্যাক্তিকে অপহরণের চেষ্টা, পরে জিআরপি পুলিশ ও রায়গঞ্জ থানার পুলিশের তৎপরতায় উদ্ধার অপহৃত ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রায়গঞ্জ স্টেশনে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ স্টেশন চত্বরে। পুলিশ একজন অপহরনকারীকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহারের বারিজোল গ্রামের বাসিন্দা আবেদুর রহমান তার স্ত্রী আসমিরা খাতুনকে সাথে নিয়ে বুধবার রাত নটায় সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেন ধরে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রায়গঞ্জ স্টেশনে এসেছিলেন। ট্রেনে ওঠার মুহূর্তে একদল যুবক আবেদুর রহমানকে অপহরন করার জন্য তুলে নিয়ে চলে যায়। আবেদুর রহমানের স্ত্রী আসমিরা খাতুন চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসে স্থানীয় লোকজন ও রায়গঞ্জ স্টেশনের জিআরপি পুলিশ। এদিকে অপহরনকারীরা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেড়িয়ে বাইরে গিয়ে টোটোতে চেপে আবেদুরকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জিআরপি পুলিশ ও রায়গঞ্জ থানার পুলিশ আবেদুর ও একজন অপহরনকারীকে ধরে ফেলে। বাকি অপহরনকারীরা পালিয়ে যেতে সমর্থ হয়। এরপর আবেদুর সহ একজন অপহরনকারীকে রায়গঞ্জ থানায় নিয়ে আসে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃনমূল নেতা আলতাফ হোসেন জানিয়েছেন, তিনি স্থানীয় সূত্রে জানতে পেরেছেন আবেদুর রহমানের কাছে বারিজোল গ্রামের এক মহিলা ১০ লক্ষ টাকা পায়। সেই টাকা না দিয়েই সপরিবারে দিল্লি চলে যাচ্ছিল আবেদুর। আবেদুরকে আটকাতেই ওই মহিলা রায়গঞ্জ স্টেশনে লোকজন পাঠিয়েছিল। পুলিশের কাছে সমস্ত বিষয়টি জানানো হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ আবেদুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে একজন অপহরনকারীকেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাইট ১) আসমিরা খাতুন ( আবেদুরের স্ত্রী)
২) আলতাফ হোসেন ( তৃনমূল নেতা)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Aug 22, 2019, 3:28 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.