ETV Bharat / state

রায়গঞ্জের ভূমিপুত্রই কানাডার প্রবাসী, অর্থদান আমফান বিধ্বস্তদের - food distribution

থাকেন সুদূর কানাডায় । তবুও ভোলেননি গ্রামবাসীর কথা । লকডাউনের কারণে গ্রামের অধিকাংশ মানুষ 'ভালো' নেই । অর্থাভাব । খবর পেয়েই গ্রামবাসীদের সাহায্যার্থে টাকা পাঠালেন উত্তর দিনাজপুরের বাসিন্দা সঞ্জয় দাস ।

aa
অর্থ
author img

By

Published : Jun 8, 2020, 6:16 PM IST

রায়গঞ্জ, 8 জুন: কর্মসূত্রে থাকেন সুদূর কানাডায় । তবুও ভোলেননি নিজের গ্রামের কথা । গ্রামবাসীদের কথা । লকডাউন এবং আমফানের জেরে 'ভালো' নেই তাঁর গৌরি গ্রামের বাসিন্দারা । হাতে অর্থ নেই অধিকাংশের । দু'বেলা দু'মুঠো ভাত জোটাতেও হিমশিম খেতে হচ্ছে গ্রামের গরিব মানুষদের । খবর পাওয়ার পর মন মানেনি সঞ্জয় দাসের । সিদ্ধান্ত নেন গ্রামবাসীদের জন্য অর্থ পাঠাবেন । আর তাঁর সেই পাঠানো অর্থে কেনা খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল দুস্থ গ্রামবাসীদের হাতে ।

বিজ্ঞানী সঞ্জয় কুমার দাস বর্তমানে কানাডায় থাকেন । জন্ম উত্তর দিনাজপুর জেলার গৌরি গ্রামে । লকডাউন এবং আমফানের কারণে গ্রামবাসীদের অধিকাংশের অবস্থাই বর্তমানে আর্থিকভাবে খারাপ সেকথা কানে গেছিল সঞ্জয়ের । গ্রামবাসীদের সাহায্য করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন । সিদ্ধান্ত নেন এই কঠিন সময়ে দুস্থদের দিকে সাহায্যের হাত বাড়াবেন । ভাবনা মতোই কাজ । গরিব মানুষদের সাহায্যার্থে বউদির অ্যাকাউন্টে টাকা পাঠান । সেই টাকা দিয়ে সকলের হাতে খাদ্য় সামগ্রী তুলে দিতে বলেন ।

সঞ্জয়ের দাদা অজয় দাস ছিলেন গৌরি গ্রামপঞ্চায়েত কর্মী । 20 বছর আগে মৃত্যু হয় তাঁর । দাদার স্মৃতি রক্ষার্থে তৈরি হয়েছে অজয় স্মৃতি রক্ষা কমিটি । সঞ্জয়ের দেওয়া টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে কমিটির তরফে তা তুলে দেওয়া হয় গ্রামের দুস্থদের হাতে । অজয়বাবুর স্ত্রী গৌরী রানি দাস দুস্থদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন ।

রায়গঞ্জ, 8 জুন: কর্মসূত্রে থাকেন সুদূর কানাডায় । তবুও ভোলেননি নিজের গ্রামের কথা । গ্রামবাসীদের কথা । লকডাউন এবং আমফানের জেরে 'ভালো' নেই তাঁর গৌরি গ্রামের বাসিন্দারা । হাতে অর্থ নেই অধিকাংশের । দু'বেলা দু'মুঠো ভাত জোটাতেও হিমশিম খেতে হচ্ছে গ্রামের গরিব মানুষদের । খবর পাওয়ার পর মন মানেনি সঞ্জয় দাসের । সিদ্ধান্ত নেন গ্রামবাসীদের জন্য অর্থ পাঠাবেন । আর তাঁর সেই পাঠানো অর্থে কেনা খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল দুস্থ গ্রামবাসীদের হাতে ।

বিজ্ঞানী সঞ্জয় কুমার দাস বর্তমানে কানাডায় থাকেন । জন্ম উত্তর দিনাজপুর জেলার গৌরি গ্রামে । লকডাউন এবং আমফানের কারণে গ্রামবাসীদের অধিকাংশের অবস্থাই বর্তমানে আর্থিকভাবে খারাপ সেকথা কানে গেছিল সঞ্জয়ের । গ্রামবাসীদের সাহায্য করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন । সিদ্ধান্ত নেন এই কঠিন সময়ে দুস্থদের দিকে সাহায্যের হাত বাড়াবেন । ভাবনা মতোই কাজ । গরিব মানুষদের সাহায্যার্থে বউদির অ্যাকাউন্টে টাকা পাঠান । সেই টাকা দিয়ে সকলের হাতে খাদ্য় সামগ্রী তুলে দিতে বলেন ।

সঞ্জয়ের দাদা অজয় দাস ছিলেন গৌরি গ্রামপঞ্চায়েত কর্মী । 20 বছর আগে মৃত্যু হয় তাঁর । দাদার স্মৃতি রক্ষার্থে তৈরি হয়েছে অজয় স্মৃতি রক্ষা কমিটি । সঞ্জয়ের দেওয়া টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে কমিটির তরফে তা তুলে দেওয়া হয় গ্রামের দুস্থদের হাতে । অজয়বাবুর স্ত্রী গৌরী রানি দাস দুস্থদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.