ETV Bharat / state

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি

author img

By

Published : Mar 1, 2020, 7:40 PM IST

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা নেওয়ার অভিযোগ৷ ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা ৷ ধৃতের নাম বাবলু মাহাত ৷

fraud_arrested
গ্রেপ্তার অভিযুক্ত বাবলু মাহাতো

রায়গঞ্জ, 1 মার্চ : সরকারি চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি৷ ধৃতের নাম বাবলু মাহাত ৷ প্রতারিতদের অভিযোগ, বাবুল মাহাত এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ ও সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন যুবক-যুবতিদের চাকরি দেওয়ার নামে মোটা টাকা নেয় বাবলু৷ বেশ কিছুদিন ধরেই এই কারবার চালাচ্ছিল অভিযুক্ত ওই ব্যক্তি৷ অপু দত্ত নামে এক ব্যক্তির অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে তাঁর কাছ থেকে 14 লাখ টাকা চায় বাবলু মাহাত ৷ চাকরির আগে 4 লাখ টাকা বাবলুকে দেন অপু ৷ চাকরি পাওয়ার পর বাকি টাকা দেওয়ার কথা জানায় বাবলু৷ চাকরি না মেলায় টাকা ফেরত চান ওই ব্যক্তি ৷ অভিযোগ, তাঁকে টাকা দিতে অস্বীকার করে বাবলু ৷ এরপরেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান অপু দত্ত ৷

রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "এক ব্যক্তিকে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷" পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র এই জেলায় নয়, পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলার যুবক-যুবতিদের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার একটি চক্র সক্রিয় চক্র রয়েছে৷ বাবলু মাহাতকে জেরা করে সেই চক্রের হদিশ করতে চাইছে পুলিশ৷

অপরদিকে, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানহাইয়ালাল আগারওয়াল বলেন, "বাবলু মাহাত নামে কোনও ব্যক্তির সঙ্গে দলের কোনও সম্পর্ক বা যোগাযোগ ছিল না কোনওদিনই৷"

রায়গঞ্জ, 1 মার্চ : সরকারি চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি৷ ধৃতের নাম বাবলু মাহাত ৷ প্রতারিতদের অভিযোগ, বাবুল মাহাত এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ ও সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন যুবক-যুবতিদের চাকরি দেওয়ার নামে মোটা টাকা নেয় বাবলু৷ বেশ কিছুদিন ধরেই এই কারবার চালাচ্ছিল অভিযুক্ত ওই ব্যক্তি৷ অপু দত্ত নামে এক ব্যক্তির অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে তাঁর কাছ থেকে 14 লাখ টাকা চায় বাবলু মাহাত ৷ চাকরির আগে 4 লাখ টাকা বাবলুকে দেন অপু ৷ চাকরি পাওয়ার পর বাকি টাকা দেওয়ার কথা জানায় বাবলু৷ চাকরি না মেলায় টাকা ফেরত চান ওই ব্যক্তি ৷ অভিযোগ, তাঁকে টাকা দিতে অস্বীকার করে বাবলু ৷ এরপরেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান অপু দত্ত ৷

রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "এক ব্যক্তিকে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷" পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র এই জেলায় নয়, পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলার যুবক-যুবতিদের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার একটি চক্র সক্রিয় চক্র রয়েছে৷ বাবলু মাহাতকে জেরা করে সেই চক্রের হদিশ করতে চাইছে পুলিশ৷

অপরদিকে, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানহাইয়ালাল আগারওয়াল বলেন, "বাবলু মাহাত নামে কোনও ব্যক্তির সঙ্গে দলের কোনও সম্পর্ক বা যোগাযোগ ছিল না কোনওদিনই৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.