ETV Bharat / state

হেমতাবাদে খুদে শিল্পীর তৈরি মূর্তিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

বহু বছর ধরেই ভৌমিক বাড়িতে দুর্গাপুজো করে আসছেন সদস্যরা ৷ ছোটো থেকে কুমোর পাড়ায় বাড়ির বড়দের সঙ্গে প্রতিমা আনতে যেত মনাঙ্ক ৷ ছোটো থেকেই মাটির তৈরি জিনিসের ওপর ছিল আকর্ষণ ৷

author img

By

Published : Oct 22, 2020, 11:26 AM IST

Raiganj durga puja
হেমতাবাদের দুর্গাপুজো

রায়গঞ্জ, 23 অক্টোবর : উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের ভৌমিক বাড়ি ৷ প্রতিবছর এই বাড়ির সদস্যরা মেতে থাকেন মা দুর্গার আরাধনায় ৷ এবারেও তার অন্যথা হয়নি ৷ তবে কোরোনার প্রভাবে এবার পুজোর চিত্রটা একটু আলাদা ৷ তা সত্ত্বেও এবাড়ির সদস্যরা মেতে রয়েছেন আনন্দে ৷ এবার তাঁদের আনন্দ যেন একটু বেশি ৷ কারণ এবারে ভৌমিক বাড়ির প্রতিমা তৈরি করেছেন বাড়ির সদস্য খুদে শিল্পী মনাঙ্ক ভৌমিক ৷ বড় দুর্গা অবশ্য থাকছেই ৷ তার পাশেই রয়েছে খুদে শিল্পীর তৈরি ছোটো দুর্গা প্রতিমা ৷

বহু বছর ধরে ভৌমিক বাড়িতে দুর্গাপুজো করে আসছেন সদস্যরা ৷ ছোটো থেকে কুমোর পাড়ায় বাড়ির বড়দের সঙ্গে প্রতিমা আনতে যেত মনাঙ্ক ৷ ক্লাস সেভেনের ছাত্র মনাঙ্কের ছোটো থেকেই মাটির তৈরি জিনিসের উপর আকর্ষণ ৷ শিল্পীদের কাছে বসে দেখত প্রতিমা তৈরির কাজ ৷ বাড়িতে এসে শুরু করত মাটির মূর্তি গড়ার কাজ ৷ বহুবার চেষ্টা করেও সফল হয়ে উঠতে পারেনি সে ৷ অবশেষে এবার সফল হল ৷ মায়ের অপরূপ মূর্তি দেখে অবাক হয়ে যান বাড়ির সদস্যরাও ৷ সিদ্ধান্ত নেওয়া হয় বড় মূর্তির সঙ্গে পুজো দেওয়া হবে ছোটো দুর্গা প্রতিমারও ৷

দেখুন খুদে শিল্পীর তৈরি মা দুর্গা

মনাঙ্ক বলে, "ছোটোবেলা থেকেই মূর্তি তৈরির প্রতি আকৃষ্ট ছিলাম ৷ বাবা, মা, দাদুর সঙ্গে কুমোর পাড়ায় গিয়ে মূর্তি তৈরি করা দেখতাম ৷ তারপর চেষ্টা করে এই মূর্তিটি তৈরি করেছি ৷ এবারও বড় মূর্তি থাকছে ৷ তবে, তার সঙ্গে আমার তৈরি মূর্তিও পুজো করা হবে ৷ " এবিষয়ে তার মা বলেন, "ছোটো থেকে ওর মূর্তি তৈরির আগ্রহ ছিল ৷ আমরা খুব গর্বিত যে ও এত কমবয়সে সুন্দর কাজ করছে ৷ আগামীদিনে যদি এই নিয়ে পড়াশোনা করতে চায় তো করবে ৷ আমরা অবশ্যই ওর পাশে থাকব ৷"

রায়গঞ্জ, 23 অক্টোবর : উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের ভৌমিক বাড়ি ৷ প্রতিবছর এই বাড়ির সদস্যরা মেতে থাকেন মা দুর্গার আরাধনায় ৷ এবারেও তার অন্যথা হয়নি ৷ তবে কোরোনার প্রভাবে এবার পুজোর চিত্রটা একটু আলাদা ৷ তা সত্ত্বেও এবাড়ির সদস্যরা মেতে রয়েছেন আনন্দে ৷ এবার তাঁদের আনন্দ যেন একটু বেশি ৷ কারণ এবারে ভৌমিক বাড়ির প্রতিমা তৈরি করেছেন বাড়ির সদস্য খুদে শিল্পী মনাঙ্ক ভৌমিক ৷ বড় দুর্গা অবশ্য থাকছেই ৷ তার পাশেই রয়েছে খুদে শিল্পীর তৈরি ছোটো দুর্গা প্রতিমা ৷

বহু বছর ধরে ভৌমিক বাড়িতে দুর্গাপুজো করে আসছেন সদস্যরা ৷ ছোটো থেকে কুমোর পাড়ায় বাড়ির বড়দের সঙ্গে প্রতিমা আনতে যেত মনাঙ্ক ৷ ক্লাস সেভেনের ছাত্র মনাঙ্কের ছোটো থেকেই মাটির তৈরি জিনিসের উপর আকর্ষণ ৷ শিল্পীদের কাছে বসে দেখত প্রতিমা তৈরির কাজ ৷ বাড়িতে এসে শুরু করত মাটির মূর্তি গড়ার কাজ ৷ বহুবার চেষ্টা করেও সফল হয়ে উঠতে পারেনি সে ৷ অবশেষে এবার সফল হল ৷ মায়ের অপরূপ মূর্তি দেখে অবাক হয়ে যান বাড়ির সদস্যরাও ৷ সিদ্ধান্ত নেওয়া হয় বড় মূর্তির সঙ্গে পুজো দেওয়া হবে ছোটো দুর্গা প্রতিমারও ৷

দেখুন খুদে শিল্পীর তৈরি মা দুর্গা

মনাঙ্ক বলে, "ছোটোবেলা থেকেই মূর্তি তৈরির প্রতি আকৃষ্ট ছিলাম ৷ বাবা, মা, দাদুর সঙ্গে কুমোর পাড়ায় গিয়ে মূর্তি তৈরি করা দেখতাম ৷ তারপর চেষ্টা করে এই মূর্তিটি তৈরি করেছি ৷ এবারও বড় মূর্তি থাকছে ৷ তবে, তার সঙ্গে আমার তৈরি মূর্তিও পুজো করা হবে ৷ " এবিষয়ে তার মা বলেন, "ছোটো থেকে ওর মূর্তি তৈরির আগ্রহ ছিল ৷ আমরা খুব গর্বিত যে ও এত কমবয়সে সুন্দর কাজ করছে ৷ আগামীদিনে যদি এই নিয়ে পড়াশোনা করতে চায় তো করবে ৷ আমরা অবশ্যই ওর পাশে থাকব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.