রায়গঞ্জ, ৯ মার্চ : উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। নাম মনীশ আগরওয়াল (৪১)। মৃতদেহের পাশ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ব্যাগ উদ্ধার হয়েছে।
মনীশের বাড়ি কালিয়াগঞ্জের মারোয়াড়িপট্টিতে। তিনি হেমতাবাদের মাটিয়াডোপ প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। গতরাতে তিনি খাওয়া-দাওয়া করে শুতে যান। কিন্তু, আজ সকাল থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর ডালিমগাঁ গ্রামের চাঁদপুর এলাকা থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। মুখ থুবড়ে মৃতদেহ পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থানে যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
তবে, এটি আত্মহত্যা না কি খুনের ঘটনা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। বিশেষত বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে যুবক কীভাবে এলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আসল কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।