ETV Bharat / state

Scholarship Embezzlement : রায়গঞ্জে স্কলারশিপের টাকা আত্মসাৎ কাণ্ডে গ্রেফতার এক

রায়গঞ্জে অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের দেওয়া স্কলারশিপের টাকা আত্মসাতের মূল চক্রীর হদিশ মিলেছে গতকাল ৷ আর এদিন তাকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ (a accused arrested on Embezzlement Scholarship money from students) ৷ অভিযুক্তের নাম মাহাতাবুদ্দিন ৷ তাকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

Scholarship Embezzlement
স্কলারশিপের টাকা আত্মসাত কাণ্ডে গ্রেফতার এক
author img

By

Published : Apr 25, 2022, 5:24 PM IST

রায়গঞ্জ, 25 এপ্রিল : অবশেষে করণদিঘির অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপের টাকা আত্মসাতের মূল চক্রী মাহাতাবুদ্দিনকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ। তার বাড়ি থেকে সোমবার পুলিশ মাহাতাবুদ্দিনকে গ্রেফতার করে (a accused arrested on Embezzlement Scholarship money from students) ।

করণদিঘির সাবধান এলাকার বাসিন্দা মাহাতাবুদ্দিন তার নিজের নামে বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানিয়ে এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে তাদের স্কলারশিপের টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ। তিনি এই কাজে একা নন,এই কাণ্ডে জড়িয়ে আছে তার তিন ভাই হায়াত আলি, হুমায়ুন কবীর, সারজাহান আলি-সহ একাধিক ব্যক্তি বলে অভিযোগ। এই ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যেই করণদিঘি থানার আইসি এবং বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় মানুষজন।

ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানান এলাকাবাসীরা। তার পরেই জেলা প্রশাসন রবিবার বিকেলে পুলিশের কাছে মাহাতাবুদ্দিন-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। আর এদিন করণদিঘি থানার পুলিশ মাহাতাবুদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন : অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা আত্মসাতের অভিযোগ

তার বিরুদ্ধে পুলিশ 420/406/468/471/120-বি আইপিসি ধারায় মামলা দায়ের করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের জন্য পুলিশি হেফাজত চেয়ে ইসলামপুর আদালতে পাঠায়। বিচারক 12 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

অন্যদিকে, মাহাতাবুদ্দিন নিজেকে ব্যবসায়ী বলে দাবি করে জানান, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। যদিও অভিযোগকারী রুস্তম আলির দাবি, মাহাতাবুদ্দিনই স্কলারশিপ ঘোটালার মূল অভিযুক্ত। পুলিশের কাছে তাদের আবেদন, এই কাণ্ডে যুক্ত বাকিদেরও যেনও গ্রেফতার করা হয়।

রায়গঞ্জ, 25 এপ্রিল : অবশেষে করণদিঘির অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপের টাকা আত্মসাতের মূল চক্রী মাহাতাবুদ্দিনকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ। তার বাড়ি থেকে সোমবার পুলিশ মাহাতাবুদ্দিনকে গ্রেফতার করে (a accused arrested on Embezzlement Scholarship money from students) ।

করণদিঘির সাবধান এলাকার বাসিন্দা মাহাতাবুদ্দিন তার নিজের নামে বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানিয়ে এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে তাদের স্কলারশিপের টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ। তিনি এই কাজে একা নন,এই কাণ্ডে জড়িয়ে আছে তার তিন ভাই হায়াত আলি, হুমায়ুন কবীর, সারজাহান আলি-সহ একাধিক ব্যক্তি বলে অভিযোগ। এই ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যেই করণদিঘি থানার আইসি এবং বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় মানুষজন।

ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানান এলাকাবাসীরা। তার পরেই জেলা প্রশাসন রবিবার বিকেলে পুলিশের কাছে মাহাতাবুদ্দিন-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। আর এদিন করণদিঘি থানার পুলিশ মাহাতাবুদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন : অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা আত্মসাতের অভিযোগ

তার বিরুদ্ধে পুলিশ 420/406/468/471/120-বি আইপিসি ধারায় মামলা দায়ের করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের জন্য পুলিশি হেফাজত চেয়ে ইসলামপুর আদালতে পাঠায়। বিচারক 12 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

অন্যদিকে, মাহাতাবুদ্দিন নিজেকে ব্যবসায়ী বলে দাবি করে জানান, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। যদিও অভিযোগকারী রুস্তম আলির দাবি, মাহাতাবুদ্দিনই স্কলারশিপ ঘোটালার মূল অভিযুক্ত। পুলিশের কাছে তাদের আবেদন, এই কাণ্ডে যুক্ত বাকিদেরও যেনও গ্রেফতার করা হয়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.