ETV Bharat / state

রায়গঞ্জে ট্রাক্টর ও টোটোর সংঘর্ষে মৃত 1 কিশোরী, আহত 1 শিশু - road accident in raiganj

ইসলামপুর থানার পোখরপাড়া এলাকায় মাটি বোঝাই ট্রাক্টর ও টোটোর ধাক্কা । প্রাণ হারাল 12 বছর বয়সের এক কিশোরী । কিশোরীর দেড় বছরের বোনকে ৷

a 12 yrs old girl died due to road accident in raiganj
রায়গঞ্জে ট্রাক্টর ও টোটোর সংঘর্ষ
author img

By

Published : Mar 17, 2021, 4:29 PM IST

রায়গঞ্জ, 17 মার্চ : মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত এক কিশোরী ও আহত এক শিশু । ঘটনাটি ইসলামপুর থানার পোখরপাড়া এলাকার । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, 12 বছরের এক কিশোরী দেড় বছরের বোনকে নিয়ে টোটো করে যাচ্ছিল । পেছন থেকে মাটি বোঝাই ট্রাক্টর টোটোটিকে ধাক্কা মারলে মাটিতে ছিটকে পড়ে দুই জন । ঘটনাস্থানে সাবান্স নামে ওই কিশোরীর মৃত্যু হয় । গুরুতর আহত হয় দেড় বছরের শিশুটি । তাকে তড়িঘড়ি ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন : দ্বিতীয় হুগলি সেতুতে চারচাকা গাড়িতে ধাক্কা ট্রেলারের, মৃত 1

এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় । ট্রাক্টরটিকে আটক করেছে গোয়ালপোখর থানার পুলিশ ।

রায়গঞ্জ, 17 মার্চ : মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত এক কিশোরী ও আহত এক শিশু । ঘটনাটি ইসলামপুর থানার পোখরপাড়া এলাকার । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, 12 বছরের এক কিশোরী দেড় বছরের বোনকে নিয়ে টোটো করে যাচ্ছিল । পেছন থেকে মাটি বোঝাই ট্রাক্টর টোটোটিকে ধাক্কা মারলে মাটিতে ছিটকে পড়ে দুই জন । ঘটনাস্থানে সাবান্স নামে ওই কিশোরীর মৃত্যু হয় । গুরুতর আহত হয় দেড় বছরের শিশুটি । তাকে তড়িঘড়ি ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন : দ্বিতীয় হুগলি সেতুতে চারচাকা গাড়িতে ধাক্কা ট্রেলারের, মৃত 1

এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় । ট্রাক্টরটিকে আটক করেছে গোয়ালপোখর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.