রায়গঞ্জ, 17 মার্চ : মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত এক কিশোরী ও আহত এক শিশু । ঘটনাটি ইসলামপুর থানার পোখরপাড়া এলাকার । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
স্থানীয় সূত্রে খবর, 12 বছরের এক কিশোরী দেড় বছরের বোনকে নিয়ে টোটো করে যাচ্ছিল । পেছন থেকে মাটি বোঝাই ট্রাক্টর টোটোটিকে ধাক্কা মারলে মাটিতে ছিটকে পড়ে দুই জন । ঘটনাস্থানে সাবান্স নামে ওই কিশোরীর মৃত্যু হয় । গুরুতর আহত হয় দেড় বছরের শিশুটি । তাকে তড়িঘড়ি ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয় ।
আরও পড়ুন : দ্বিতীয় হুগলি সেতুতে চারচাকা গাড়িতে ধাক্কা ট্রেলারের, মৃত 1
এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় । ট্রাক্টরটিকে আটক করেছে গোয়ালপোখর থানার পুলিশ ।