ETV Bharat / state

চোপড়ায় শরিকি জমি নিয়ে সংঘর্ষ, জখম 9

সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মায়াভিটা গ্রামের দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ । সেই বিবাদ সংঘর্ষের আকার নেয় । যার জেরে দুই পক্ষের 9 জন জখম হয় ।

raiganj
raiganj
author img

By

Published : Jun 10, 2020, 5:45 PM IST

রায়গঞ্জ, 10 জুন : শরিকি জমির বিবাদ ঘিরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ । দক্ষিণ দিনাজপুরের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মায়াভিটা গ্রামের এই ঘটনায় গুরুতর জখম দুই পরিবারের নয়জন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় চোপড়া থানার পুলিশ । জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ওই গ্রামেরই বাসিন্দা দুই শরিকি ভাই গোলাম মোস্তাফা ও জহিরুল ইসলাম । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে আড়াই বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । আজ সকালে গোলাম মোস্তাফা ওই জমিতে চাষ করতে গেলে জহিরুল ইসলাম তাঁর লোকজন নিয়ে মোস্তাফাকে চাষের কাজে বাধা দেয় । সেইসময় দুই পক্ষের মধ্যে বচসা বাধে । এরপর কথায় কথা বাড়লে শুরু হয় হাতাহাতি । একে অপরকে লাঠি, বাঁশ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । সংঘর্ষে দুই পক্ষের মোট নয়জন গুরুতর জখম হন । তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় । ঘটনাস্থানে যায় চোপড়া থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জহিরুল ইসলাম বলেন, “চাষের জমিতে অনৈতিকভাবে ভাগ বসাতে চায় গোলাম মোস্তাফা । আমি প্রতিবাদ করতে যাওয়ায় আমার ও আমার পরিবারের উপর হামলা চালিয়েছে সে । আমার পরিবারের অনেকেই জখম হয়েছে ।”

অন্যদিকে গোলাম মোস্তাফার অভিযোগ, “জমি আমার । আমি সেখানে চাষ করতে গেলে আমাকে বাধা দিয়েছে জহিরুল । আমি প্রতিবাদ করায় আমাকে জখম করেছে সে ।”

রায়গঞ্জ, 10 জুন : শরিকি জমির বিবাদ ঘিরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ । দক্ষিণ দিনাজপুরের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মায়াভিটা গ্রামের এই ঘটনায় গুরুতর জখম দুই পরিবারের নয়জন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় চোপড়া থানার পুলিশ । জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ওই গ্রামেরই বাসিন্দা দুই শরিকি ভাই গোলাম মোস্তাফা ও জহিরুল ইসলাম । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে আড়াই বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । আজ সকালে গোলাম মোস্তাফা ওই জমিতে চাষ করতে গেলে জহিরুল ইসলাম তাঁর লোকজন নিয়ে মোস্তাফাকে চাষের কাজে বাধা দেয় । সেইসময় দুই পক্ষের মধ্যে বচসা বাধে । এরপর কথায় কথা বাড়লে শুরু হয় হাতাহাতি । একে অপরকে লাঠি, বাঁশ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । সংঘর্ষে দুই পক্ষের মোট নয়জন গুরুতর জখম হন । তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় । ঘটনাস্থানে যায় চোপড়া থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জহিরুল ইসলাম বলেন, “চাষের জমিতে অনৈতিকভাবে ভাগ বসাতে চায় গোলাম মোস্তাফা । আমি প্রতিবাদ করতে যাওয়ায় আমার ও আমার পরিবারের উপর হামলা চালিয়েছে সে । আমার পরিবারের অনেকেই জখম হয়েছে ।”

অন্যদিকে গোলাম মোস্তাফার অভিযোগ, “জমি আমার । আমি সেখানে চাষ করতে গেলে আমাকে বাধা দিয়েছে জহিরুল । আমি প্রতিবাদ করায় আমাকে জখম করেছে সে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.