কালিয়াগঞ্জ, 14 ফেব্রুয়ারি : ফের উট উদ্ধার হল কালিয়াগঞ্জে । গতরাতে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত কালুডাঙি গ্রাম থেকে উদ্ধার হয় 7 টি উট । চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পাচারকারীরা পলাতক ।
গতরাতে গৌ জ্ঞান ফাউন্ডেশন, অ্যানিম্যাল হেল্প লাইন শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালসের সদস্যদের সঙ্গে কালিয়াগঞ্জ পুলিশ কালুডাঙির গ্রামে অভিযান চালায় । প্রায় তিন ঘণ্টার অভিযান চালিয়ে উট উদ্ধার হয় ।
আরও পড়ুন : ইটাহার হাটগাছি থেকে উদ্ধার 10টি উট
পুলিশি সূত্রে জানা গেছে, উটগুলি সুদূর রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছিল পাচারের উদ্দেশ্যে । উটগুলো এখন কালিয়াগঞ্জ পুলিশের হেপাজতে রয়েছে । পরে উটগুলিকে রাজস্থানের সিরোহির পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে ।
প্রায় মাস খানেক আগে কালিয়াগঞ্জের মালগাও থেকে তিনটি উদ্ধার করা হয়েছিল । পুলিশি সহযোগিতায় উটগুলিকে রাজস্থানের সিরোহির পুনর্বাসনে পাঠানো হয়েছিল ।