রায়গঞ্জ, 9জুন: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 50 হাজার 300 টাকা তুলে দিলেন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সদস্যরা। উত্তর দিনাজপুরের মাড়াইকুড়া ইন্দ্রমোহন বিদ্যা ভবনের সমস্ত শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সদস্যরা জেলা শাসকের হাতে এই ত্রাণ তহবিল তুলে দেন।
মার্চ মাস থেকে কোরোনা জেরে লকডাউন চলছে দেশজুড়ে। যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এর ওপর আবার আমফানের থাবা। বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের একাধিক জেলা। এমত অবস্থায় রাজ্যের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে বলেন তাঁরা। স্কুলের এক শিক্ষক বলেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা দেওয়া হয়। একদিকে কোরোনা অন্যদিকে সাইক্লোন আমফানে বিপর্যস্ত রাজ্যের পাশে দাঁড়াতেই স্কুলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বলেন তিনি।