ETV Bharat / state

জেলায় আরও 5 কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলল - উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলায় ফের 5 জন পরিযায়ী শ্রমিকের দেহে মিলল কোরোনা ভাইরাস। এই নিয়ে জেলায় মোট 22 জনের দেহে দেহে পাওয়া গেল কোরনা ভাইরাসের জীবাণু ।

ছবি
ছবি
author img

By

Published : May 22, 2020, 2:37 PM IST

Updated : May 22, 2020, 2:49 PM IST

রায়গঞ্জ, 22 মে : উত্তর দিনাজপুর জেলায় ফের 5 জন পরিযায়ী শ্রমিকের দেহে মিলল কোরোনা ভাইরাস। এই নিয়ে জেলায় মোট 22 জনের দেহে দেহে পাওয়া গেল কোরনা ভাইরাসের জীবাণু । এঁরা প্রত্যেকে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে গেছিলেন । এঁদের চোপড়ার কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল । আজ তাঁদের রিপোর্ট পজ়েটিভ আসার পরেই শিলিগুড়ির COVID হাসপাতাল পাঠানো হয়েছে। জেলায় এই পর্যন্ত যতজন কোরোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক।


উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের 4 জন এবং চাকুলিয়া ব্লকের 1 জন পরিযায়ী শ্রমিক এদিন কোরোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন । এরা প্রত্যেকে দিল্লি এবং তার আশেপাশে এলাকাতে বিভিন্ন কাজে বাড়ি থেকে বাইরে গেছিলেন । সম্প্রতি শ্রমিক স্পেশাল ট্রেন ধরে NJP স্টেশন পৌঁছান তাঁরা । সেখান থেকে নিজেদের এলাকায় পৌঁছলে তাঁদের কোয়ারানটিনে সেন্টারে রাখা হয় । স্বাস্থ্য বিভাগের তরফে তাঁদের লালারস পরীক্ষা করার জন্য শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল । তাঁদের কোরোনা ভাইরাস পজেটিভ হওয়ায় রিপোর্ট হাতে পায়ে জেলা প্রশাসন ও পুলিশ । এরপরে দ্রুত কাজে নামেন তাঁরা । পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় আপাতত তাঁদের শিলিগুড়ির মাটিগাড়া এলাকার COVID হাসপাতালে পাঠানো হয়েছে।


এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, " আমরা নতুন করে আরও 5 জন রোগীর দেহে কোরোনা ভাইরাস পেয়েছি । এঁরা প্রত্যেকে পরিযায়ী শ্রমিক । জেলার চোপড়া এবং চাকুলিয়া ব্লকের বাসিন্দা তাঁরা । এঁদের প্রত্যেককে এদিন শিলিগুড়ির কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে।"

রায়গঞ্জ, 22 মে : উত্তর দিনাজপুর জেলায় ফের 5 জন পরিযায়ী শ্রমিকের দেহে মিলল কোরোনা ভাইরাস। এই নিয়ে জেলায় মোট 22 জনের দেহে দেহে পাওয়া গেল কোরনা ভাইরাসের জীবাণু । এঁরা প্রত্যেকে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে গেছিলেন । এঁদের চোপড়ার কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল । আজ তাঁদের রিপোর্ট পজ়েটিভ আসার পরেই শিলিগুড়ির COVID হাসপাতাল পাঠানো হয়েছে। জেলায় এই পর্যন্ত যতজন কোরোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক।


উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের 4 জন এবং চাকুলিয়া ব্লকের 1 জন পরিযায়ী শ্রমিক এদিন কোরোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন । এরা প্রত্যেকে দিল্লি এবং তার আশেপাশে এলাকাতে বিভিন্ন কাজে বাড়ি থেকে বাইরে গেছিলেন । সম্প্রতি শ্রমিক স্পেশাল ট্রেন ধরে NJP স্টেশন পৌঁছান তাঁরা । সেখান থেকে নিজেদের এলাকায় পৌঁছলে তাঁদের কোয়ারানটিনে সেন্টারে রাখা হয় । স্বাস্থ্য বিভাগের তরফে তাঁদের লালারস পরীক্ষা করার জন্য শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল । তাঁদের কোরোনা ভাইরাস পজেটিভ হওয়ায় রিপোর্ট হাতে পায়ে জেলা প্রশাসন ও পুলিশ । এরপরে দ্রুত কাজে নামেন তাঁরা । পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় আপাতত তাঁদের শিলিগুড়ির মাটিগাড়া এলাকার COVID হাসপাতালে পাঠানো হয়েছে।


এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, " আমরা নতুন করে আরও 5 জন রোগীর দেহে কোরোনা ভাইরাস পেয়েছি । এঁরা প্রত্যেকে পরিযায়ী শ্রমিক । জেলার চোপড়া এবং চাকুলিয়া ব্লকের বাসিন্দা তাঁরা । এঁদের প্রত্যেককে এদিন শিলিগুড়ির কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে।"

Last Updated : May 22, 2020, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.