ETV Bharat / state

রায়গঞ্জে দুটি পিক-আপ ভ্যানের সংঘর্ষে আহত 5 - পথ-দুর্ঘটনা

রায়গঞ্জের জেলখানা মোড়ে দুটি পিক-আপ ভ্যানের মধ্যে সংঘর্ষ । আহত পাঁচজন ।

pick-up vans collided
pick-up vans collided
author img

By

Published : Dec 2, 2020, 12:21 PM IST

রায়গঞ্জ, 2 ডিসেম্বর : দুটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন পাঁচজন । রায়গঞ্জ থানার জেলখানা মোড় এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । প্রায় দেড় ঘণ্টা সেখানে যানচলাচল ব্যাহত হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

দুর্ঘটনাস্থানে আটকে পড়েন পিক-আপ ভ্যানের চালক ও খালাসি । স্থানীয়রাই খবর দেন দমকল ও রায়গঞ্জ থানায় । ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন । দমকল বাহিনী গ্যাস কাটার দিয়ে তাঁদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।

পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক । দুটি পিক-আপ ভ্যানই আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

রায়গঞ্জ, 2 ডিসেম্বর : দুটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন পাঁচজন । রায়গঞ্জ থানার জেলখানা মোড় এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । প্রায় দেড় ঘণ্টা সেখানে যানচলাচল ব্যাহত হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

দুর্ঘটনাস্থানে আটকে পড়েন পিক-আপ ভ্যানের চালক ও খালাসি । স্থানীয়রাই খবর দেন দমকল ও রায়গঞ্জ থানায় । ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন । দমকল বাহিনী গ্যাস কাটার দিয়ে তাঁদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।

পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক । দুটি পিক-আপ ভ্যানই আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.