ETV Bharat / state

ইসলামপুর থেকে উদ্ধার 5 শিশু শ্রমিক

ইসলামপুর মহকুমা থেকে উদ্ধার 5 শিশু শ্রমিক ৷ তাদেরকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় ৷

উদ্ধার হওয়া কর্মরত শিশু
author img

By

Published : Jul 23, 2019, 11:21 PM IST

ইসলামপুর , 23 জুলাই : শ্রম দপ্তরের আধিকারিকদের হাতে উদ্ধার 5 জন শিশু শ্রমিক ৷ ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ৷ বিভিন্ন হোটেল এবং গ্যারেজে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় শিশুদের ৷

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায়, মহকুমা শ্রম দপ্তরের লেবার কমিশনার শেখ নওশাদের নেতৃত্বাধীন একটি বিশেষ দল ও পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি চালান হয় ৷ 31 নং জাতীয় সড়ক সংলগ্ন বিভিন্ন হোটেল ও গ্যারেজে তল্লাশি চালায় তাঁরা ৷

photo
ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায়
উদ্ধার হয় 5 জন শিশু ৷ প্রাথমিক চিকিৎসার পর চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় তাঁদেরকে ৷ ঘটনার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ইসলামপুর থানায় এফ আই আর করেছে শ্রম দপ্তর । এই বিষয়ে আজ ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায় বলেন, " আমরা আজ পুলিশের সাহায্য নিয়ে তল্লাশি চালিয়ে 5 জন শিশু শ্রমিককে উদ্ধার করেছি । তারা বিভিন্ন জায়গায় কর্মরত ছিল । আজ তাদের আমরা চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছি । আমাদের এই অভিযান লাগাতার চলবে ৷ "


আরও পড়ুন : একই দিনে পৃথক জায়গায় ছেলেধরা সন্দেহে মার ব্যক্তিকে, নিখোঁজ ছেলে

উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় আগেও অবৈধভাবে শিশু শ্রমিকদের বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ দল গঠিত হয়েছিল ৷ কিন্তু তা সফল হয়নি ৷ অন্যদিকে ইসলামপুর মহকুমা জুড়ে বেড়েই চলছিল শিশু শ্রমিকদের সংখ্যা । আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক হোটেল এবং গ্যারেজ, বাড়িতে শিশুদের শ্রমিক হিসেবে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ ।

ইসলামপুর , 23 জুলাই : শ্রম দপ্তরের আধিকারিকদের হাতে উদ্ধার 5 জন শিশু শ্রমিক ৷ ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ৷ বিভিন্ন হোটেল এবং গ্যারেজে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় শিশুদের ৷

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায়, মহকুমা শ্রম দপ্তরের লেবার কমিশনার শেখ নওশাদের নেতৃত্বাধীন একটি বিশেষ দল ও পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি চালান হয় ৷ 31 নং জাতীয় সড়ক সংলগ্ন বিভিন্ন হোটেল ও গ্যারেজে তল্লাশি চালায় তাঁরা ৷

photo
ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায়
উদ্ধার হয় 5 জন শিশু ৷ প্রাথমিক চিকিৎসার পর চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় তাঁদেরকে ৷ ঘটনার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ইসলামপুর থানায় এফ আই আর করেছে শ্রম দপ্তর । এই বিষয়ে আজ ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায় বলেন, " আমরা আজ পুলিশের সাহায্য নিয়ে তল্লাশি চালিয়ে 5 জন শিশু শ্রমিককে উদ্ধার করেছি । তারা বিভিন্ন জায়গায় কর্মরত ছিল । আজ তাদের আমরা চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছি । আমাদের এই অভিযান লাগাতার চলবে ৷ "


আরও পড়ুন : একই দিনে পৃথক জায়গায় ছেলেধরা সন্দেহে মার ব্যক্তিকে, নিখোঁজ ছেলে

উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় আগেও অবৈধভাবে শিশু শ্রমিকদের বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ দল গঠিত হয়েছিল ৷ কিন্তু তা সফল হয়নি ৷ অন্যদিকে ইসলামপুর মহকুমা জুড়ে বেড়েই চলছিল শিশু শ্রমিকদের সংখ্যা । আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক হোটেল এবং গ্যারেজ, বাড়িতে শিশুদের শ্রমিক হিসেবে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ ।

Intro:ইসলামপুর,২৩ জুলাইঃ- ইসলামপুরে শ্রম দপ্তরের আধিকারিকদের আচমকা অভিযানে উদ্ধার হল পাঁচ শিশু শ্রমিক। মঙ্গলবার দিনভর বিভিন্ন হোটেল এবং গ্যারেজে অভিযান চালায় উত্তর দিনাজপুর জেলা ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায়, মহকুমা শ্রম দপ্তরের লেবার কমিশনার শেখ নওশাদের নেতৃত্বাধীন একটি বিশেষ দল।ইসলামপুর এলাকায় এলাকায় কর্মরত শিশু শ্রমিকদের তারা হাতেনাতে ধরে ফেলেন। তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান আধিকারিকেরা। ইসলামপুরের একত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিভিন্ন হোটেল ও গ্যারেজে ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় যৌথভাবে এই অভিযান চালানো হয়। শ্রম দপ্তর সূত্রে আরো জানা গেছে মোট পাঁচজন শিশুকে উদ্ধার করা হয়েছে।সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ইসলামপুর থানায় এফআইআর দায়ের করেছে শ্রম দপ্তর। উদ্ধার হওয়া শিশুদের চিকিৎসা করিয়ে জেলা চাইল্ড আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় এর আগে অবৈধভাবে শিশু শ্রমিকদের বিষয়টি চিহ্নিত করার জন্য একটি টাস্কফোর্স গঠিত হয়েছিল কিন্ত কাজের কাজ কিছুই হয়নি। তাই ইসলামপুর মহকুমা সদর সহ জেলা জুড়ে বেড়েই চলছিল শিশু শ্রমিকদের দিয়ে কাজ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক হোটেল এবং গ্যারেজে এমনকি মানুষের বাড়িতেও ক্ষুদে শিশুদের শ্রমিক হিসেবে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ ।এদিকে ঘটনার পর হোটেল মালিক এবং কর্তৃপক্ষের টনক নড়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারে থেকেও প্রচুর শিশু শ্রমিক নিয়ে আসা হতো বলে স্থানীয় সূত্রে খবর। ওইসব শিশুশ্রমিকদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামান্য পারিশ্রমিকের বিনিময় অক্লান্ত ভাবে খাটানো হতো বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে । তবে নিয়মিত অভিযান না হওয়াতেই শিশু শ্রমিকের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে।এই অভিযান লাগাতার না চললে শিশু শ্রমিকের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পেতে থাকবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

এদিন সোননাথবাবু বলেন,আমরা আজ একটি অভিযানে বেড়িয়ে পাঁচজন শিশু শ্রমিককে উদ্ধার করেছি।বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কর্মরত ছিল।তাদের আমরা আজ চাইল্ড লাইনের হাতে তুলে দিচ্ছি।আমাদের এই অভিযান লাগাতার চলবে।

বাইট- সোমনাথ রায়।।

তারক চক্রবর্তী,, রায়গঞ্জ।। Body:shConclusion:sb
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.