ETV Bharat / state

Train accident : রেল লাইনে ভিডিও গেমে বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 4 কিশোরের - raiganj in north dinajpur

রেললাইনের উপর বসে একমনে ভিডিও গেম খেলছিলেন তাঁরা ৷ এতটাই মগ্ন ছিলেন, ওই লাইনে যে ট্রেন আসছে তা খেয়াল করেননি কেউই ৷ ফলে যা হওয়ার তাই ঘটল ৷ ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল চারটি দেহ ৷ এহেন মর্মান্তিক ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ৷

Train accident
ট্রেনে কাটা
author img

By

Published : Aug 23, 2021, 1:44 PM IST

রায়গঞ্জ, 23 অগস্ট : রেল লাইনে বসে ভিডিও গেম খেলার মাসুল দিল চারটি প্রাণ ৷ গতকাল গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙ্গি কনাগছ এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল চারটি দেহ ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে ওই এলাকার কয়েকজন কিশোর রেললাইনের উপর বসে একমনে ভিডিও গেম খেলছিলেন ৷ ওই লাইন দিয়ে যে ট্রেন আসছে, তা খেয়াল করেননি কেউই ৷ কিছু বুঝে ওঠার আগেই চারজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। রেল লাইনের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাঁদের দেহাংশ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পড়ে রয়েছে জুতো, মোবাইল, হেডফোন সহ অন্যান্য সরঞ্জাম। মৃতদের নাম রাহুল সিং (17), রাহুল সিংহ (16), সৌরভ সিং (18) ও প্রশান্ত সিং (19) ৷

Train accident
ভিডিও গেমে বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চার কিশোরের

ঘটনাস্থলে রাতেই পৌঁছান ধুমডাঙ্গি স্টেশনের রেল পুলিশ আধিকারিকরা। রেলকর্মী শশী কুমার জানিয়েছেন, আপ এবং ডাউন লাইনে দুটি ট্রেন আসতেই এই বিপত্তি ঘটেছে ৷

আরও পড়ুন : Dry Fruits Price: কাবুল থেকে আমদানি বন্ধ, আকাশছোঁয়া দাম ড্রাই ফ্রুটস-পোস্তর

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ৷

রায়গঞ্জ, 23 অগস্ট : রেল লাইনে বসে ভিডিও গেম খেলার মাসুল দিল চারটি প্রাণ ৷ গতকাল গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙ্গি কনাগছ এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল চারটি দেহ ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে ওই এলাকার কয়েকজন কিশোর রেললাইনের উপর বসে একমনে ভিডিও গেম খেলছিলেন ৷ ওই লাইন দিয়ে যে ট্রেন আসছে, তা খেয়াল করেননি কেউই ৷ কিছু বুঝে ওঠার আগেই চারজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। রেল লাইনের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাঁদের দেহাংশ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পড়ে রয়েছে জুতো, মোবাইল, হেডফোন সহ অন্যান্য সরঞ্জাম। মৃতদের নাম রাহুল সিং (17), রাহুল সিংহ (16), সৌরভ সিং (18) ও প্রশান্ত সিং (19) ৷

Train accident
ভিডিও গেমে বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চার কিশোরের

ঘটনাস্থলে রাতেই পৌঁছান ধুমডাঙ্গি স্টেশনের রেল পুলিশ আধিকারিকরা। রেলকর্মী শশী কুমার জানিয়েছেন, আপ এবং ডাউন লাইনে দুটি ট্রেন আসতেই এই বিপত্তি ঘটেছে ৷

আরও পড়ুন : Dry Fruits Price: কাবুল থেকে আমদানি বন্ধ, আকাশছোঁয়া দাম ড্রাই ফ্রুটস-পোস্তর

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.