ETV Bharat / state

মোটরবাইকের ডিকি ভেঙে 4 লাখ 40 হাজার টাকা লুট - ইসলামপুরে টাকা লুট

উত্তর দিনাজপুরের ইসলামপুর এলাকায় মোটরবাইকের ডিকি ভেঙে 4 লাখ 40 হাজার টাকা লুট ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

4 lakh rupees was looted by breaking the deck of a motorbike
মোটরবাইকের ডিকি ভেঙে 4 লাখ 40 হাজার টাকা লুট
author img

By

Published : Jul 31, 2020, 6:03 PM IST

রায়গঞ্জ, 31 জুলাই : মোটরবাইকের ডিকি ভেঙে টাকা লুট দুষ্কৃতীদের ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুরের উকিলপাড়ার ঘটনা ৷ সূত্রের খবর, প্রায় 4 লাখ 40 হাজার টাকা লুট করে দুষ্কৃতীরা ৷ পুরো ঘটনাটি ধরা পড়েছে CCTV এলাকায় ৷

কী বলছেন সাব্বির আলম

বানিয়াভিটা গ্রামের চা পাতা ব্যবসায়ী সাব্বির আলম এদিন ইসলামপুর বাস টার্মিনাসের একটা ব্যাঙ্ক থেকে 4 লাখ 40 হাজার টাকা তোলেন ৷ বাড়ি ফেরার পথে একটি জায়গায় মোটরবাইকটি রেখে জিনিস কিনতে যান তিনি ৷ আচমকাই দুই দুষ্কৃতী ওই মোটরবাইকটির ডিকি ভেঙে টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় ৷ ঘটনাটি জানাজানি হতেই পুলিশে খবর দেন সাব্বির আলম ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ৷ পুরো ঘটনাটি ধরা পড়েছে CCTV ক্যামেরায় ৷ ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রায়গঞ্জ, 31 জুলাই : মোটরবাইকের ডিকি ভেঙে টাকা লুট দুষ্কৃতীদের ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুরের উকিলপাড়ার ঘটনা ৷ সূত্রের খবর, প্রায় 4 লাখ 40 হাজার টাকা লুট করে দুষ্কৃতীরা ৷ পুরো ঘটনাটি ধরা পড়েছে CCTV এলাকায় ৷

কী বলছেন সাব্বির আলম

বানিয়াভিটা গ্রামের চা পাতা ব্যবসায়ী সাব্বির আলম এদিন ইসলামপুর বাস টার্মিনাসের একটা ব্যাঙ্ক থেকে 4 লাখ 40 হাজার টাকা তোলেন ৷ বাড়ি ফেরার পথে একটি জায়গায় মোটরবাইকটি রেখে জিনিস কিনতে যান তিনি ৷ আচমকাই দুই দুষ্কৃতী ওই মোটরবাইকটির ডিকি ভেঙে টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় ৷ ঘটনাটি জানাজানি হতেই পুলিশে খবর দেন সাব্বির আলম ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ৷ পুরো ঘটনাটি ধরা পড়েছে CCTV ক্যামেরায় ৷ ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.