রায়গঞ্জ, 14 জুলাই : রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার-সহ 12 জন কর্মী কোয়ারানটিনে গেলেন । গতকাল অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরের এক কর্মী কোরোনা পজিটিভ হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন । আক্রান্ত কনস্টেবলের ইতিমধ্যেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান হয়েছে । তবে যাতে তাদের মাধ্যমে আর কেউ সংক্রমিত না হয় সে বিষয়ে নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
মঙ্গলবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মোট 16 জন ব্যক্তি উত্তর দিনাজপুর জেলায় পজিটিভ হয়েছে । তার মধ্যে থেকে রায়গঞ্জ পৌরসভা এলাকায় গতকাল রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এই ভাইরাসে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত সুপারের দপ্তরের এক কনস্টেবল আক্রান্ত হয়েছেন । তারপর সিদ্ধান্ত নেয় যে কোনওভাবেই যাতে সংক্রমণ না গোষ্ঠীর সংক্রমণে বদলে যায় সেই কারণে অতিরিক্ত পুলিশ সুপারের 12 জন কর্মীকে কোয়ারানটিনে পাঠান হয়েছে । এই নিয়ে জেলায় আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে 464 ।
এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিংহ বলেন, আমি বর্তমানে আমার দপ্তরে এক কর্মী কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে কোয়ারানটিন রয়েছেন । আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফের সরকারি নির্দেশিকা মেনে প্রক্রিয়া শুরু হয়েছে ।