ETV Bharat / state

মাস্ক না পরায় কালিয়াগঞ্জে গ্রেফতার 10 - করোনা ভাইরাস

করোনার প্রকোপ বেড়ে চলেছে প্রতিনিয়ত ৷ এর হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করতে রাস্তায় নামল কালিয়াগঞ্জ পৌর প্রশাসন ও পুলিশ ।মাস্ক না পরায় 10 জনকে গ্রেফতারও করল কালিয়াগঞ্জ থানার পুলিশ ।

মাইকিংয়ের মাধ্যমে শহরবাসীদের সচেতন করছে কালিয়াগঞ্জ পৌর প্রশাসন ও পুলিশ
মাইকিংয়ের মাধ্যমে শহরবাসীদের সচেতন করছে কালিয়াগঞ্জ পৌর প্রশাসন ও পুলিশ
author img

By

Published : Apr 28, 2021, 1:50 PM IST

রায়গঞ্জ, 28 এপ্রিল : করোনার দ্বিতীয় পর্যায়ের ঢেউ মোকাবিলায় রাস্তায় নামল কালিয়াগঞ্জ পৌর প্রশাসন ও পুলিশ । মাস্ক না পরায় 10 জনকে গ্রেফতার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ । মাক্স না পরা নিয়ে পুলিশি অভিযানের পাশাপাশি কালিয়াগঞ্জ থানায় কাজে আসা মানুষদের জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে । খোলা হয়েছে নতুন একটি চেম্বার । সেখানে 24 ঘন্টার ডিউটি অফিসার বসছেন কালিয়াগঞ্জ থানা গোলঘরে ।

কালিয়াগঞ্জ থানা চত্বরে যে গোলঘর রয়েছে সেখানে মানুষের সমস্যার কথা শুনবেন ও অভিযোগ গ্রহণ করবেন ডিউটি অফিসার । এই পদক্ষেপ গ্রহণের পেছনে মুখ্য কারণ করোনা সংক্রমণের হাত থেকে সাধারণ মানুষ ও কালিয়াগঞ্জ থানার পুলিশকর্মীদের বাঁচানো । পাশাপাশি কালিয়াগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে । যারা এই নিয়ম মানছে না তাদের গ্রেপ্তার করা হবে । সেই নিরিখে এদিন কালিয়াগঞ্জ থানার উদ্যোগে শহরে বিভিন্ন জায়গায় যারা মাস্ক ছাড়া বের হয়েছে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউ থেকে কালিয়াগঞ্জ শহরের বাসিন্দাদের বাঁচাতে জোরকদমে তৎপর হয়েছে পুরসভা । করোনা সংক্রান্ত যে কোনও সমস্যায় শহরবাসীদের সহযোগিতার জন্য 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে কালিয়াগঞ্জ পুরসভা । চলতি মাসের 27 তারিখ পর্যন্ত কালিয়াগঞ্জে মোট 55 জন করোনা আক্রান্ত হয়েছে । তবে কালিয়াগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও ঘটনা সামনে আসেনি এখনও পর্যন্ত ।

মাইকিংয়ের মাধ্যমে শহরবাসীদের সচেতন করছে কালিয়াগঞ্জ পৌর প্রশাসন ও পুলিশ

আরও পড়ুন : অবহেলার অভিযোগে ইটাহারে করোনা রোগীদের বিক্ষোভ

কালিয়াগঞ্জ পুর প্রশাসক সচিন সিংহ রায় জানিয়েছেন, মাইকিংয়ের মাধ্যমে শহরবাসীদের সচেতন করা হচ্ছে । করোনার হাত থেকে কীভাবে বাঁচা যাবে তা নিয়ে সচেতন করা হচ্ছে ৷ পাশাপাশি তিনি বলেন, "করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে হলে একার দ্বারা সম্ভব নয় সবাইকে এগিয়ে আসতে হবে ।"

রায়গঞ্জ, 28 এপ্রিল : করোনার দ্বিতীয় পর্যায়ের ঢেউ মোকাবিলায় রাস্তায় নামল কালিয়াগঞ্জ পৌর প্রশাসন ও পুলিশ । মাস্ক না পরায় 10 জনকে গ্রেফতার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ । মাক্স না পরা নিয়ে পুলিশি অভিযানের পাশাপাশি কালিয়াগঞ্জ থানায় কাজে আসা মানুষদের জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে । খোলা হয়েছে নতুন একটি চেম্বার । সেখানে 24 ঘন্টার ডিউটি অফিসার বসছেন কালিয়াগঞ্জ থানা গোলঘরে ।

কালিয়াগঞ্জ থানা চত্বরে যে গোলঘর রয়েছে সেখানে মানুষের সমস্যার কথা শুনবেন ও অভিযোগ গ্রহণ করবেন ডিউটি অফিসার । এই পদক্ষেপ গ্রহণের পেছনে মুখ্য কারণ করোনা সংক্রমণের হাত থেকে সাধারণ মানুষ ও কালিয়াগঞ্জ থানার পুলিশকর্মীদের বাঁচানো । পাশাপাশি কালিয়াগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে । যারা এই নিয়ম মানছে না তাদের গ্রেপ্তার করা হবে । সেই নিরিখে এদিন কালিয়াগঞ্জ থানার উদ্যোগে শহরে বিভিন্ন জায়গায় যারা মাস্ক ছাড়া বের হয়েছে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউ থেকে কালিয়াগঞ্জ শহরের বাসিন্দাদের বাঁচাতে জোরকদমে তৎপর হয়েছে পুরসভা । করোনা সংক্রান্ত যে কোনও সমস্যায় শহরবাসীদের সহযোগিতার জন্য 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে কালিয়াগঞ্জ পুরসভা । চলতি মাসের 27 তারিখ পর্যন্ত কালিয়াগঞ্জে মোট 55 জন করোনা আক্রান্ত হয়েছে । তবে কালিয়াগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও ঘটনা সামনে আসেনি এখনও পর্যন্ত ।

মাইকিংয়ের মাধ্যমে শহরবাসীদের সচেতন করছে কালিয়াগঞ্জ পৌর প্রশাসন ও পুলিশ

আরও পড়ুন : অবহেলার অভিযোগে ইটাহারে করোনা রোগীদের বিক্ষোভ

কালিয়াগঞ্জ পুর প্রশাসক সচিন সিংহ রায় জানিয়েছেন, মাইকিংয়ের মাধ্যমে শহরবাসীদের সচেতন করা হচ্ছে । করোনার হাত থেকে কীভাবে বাঁচা যাবে তা নিয়ে সচেতন করা হচ্ছে ৷ পাশাপাশি তিনি বলেন, "করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে হলে একার দ্বারা সম্ভব নয় সবাইকে এগিয়ে আসতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.