ETV Bharat / state

ব্যক্তিকে খুনের অভিযোগ আদিবাসী মহিলার বিরুদ্ধে - রায়গঞ্জ

1man brutally murderd by a woman
1man brutally murderd by a woman
author img

By

Published : Sep 29, 2020, 7:10 PM IST

রায়গঞ্জ, 29 সেপ্টেম্বর : আদিবাসী মহিলার ঘরে আচমকাই এক ব্যক্তি ঢুকে পড়ায় তাকে কুপিয়ে হত্যা করল মহিলা । উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের উত্তর গোয়ালিন গ্রামের ঘটনা । খুনের অভিযোগে ওই মহিলা ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গতকাল অধিক রাতে মত্ত অবস্থায় মঙ্গল টুডু নামে এক ওই ব্যক্তি আদিবাসী সঞ্জিলা মার্ডির ঘরে ঢুকে পরে । ঘুমন্ত অবস্থায় ঘরে অন্য পুরুষকে দেখে চমকে যান সঞ্জিলা । হাতের কাছে ধারালো অস্ত্র দিয়ে মঙ্গল টুডুর মাথায় আঘাত করে সে। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠানো হয় ।

মৃতার আত্মীয় শনিরাম মূর্মুর অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জিলা মার্ডি এবং তার ভাই জন টুডুকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রায়গঞ্জ, 29 সেপ্টেম্বর : আদিবাসী মহিলার ঘরে আচমকাই এক ব্যক্তি ঢুকে পড়ায় তাকে কুপিয়ে হত্যা করল মহিলা । উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের উত্তর গোয়ালিন গ্রামের ঘটনা । খুনের অভিযোগে ওই মহিলা ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গতকাল অধিক রাতে মত্ত অবস্থায় মঙ্গল টুডু নামে এক ওই ব্যক্তি আদিবাসী সঞ্জিলা মার্ডির ঘরে ঢুকে পরে । ঘুমন্ত অবস্থায় ঘরে অন্য পুরুষকে দেখে চমকে যান সঞ্জিলা । হাতের কাছে ধারালো অস্ত্র দিয়ে মঙ্গল টুডুর মাথায় আঘাত করে সে। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠানো হয় ।

মৃতার আত্মীয় শনিরাম মূর্মুর অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জিলা মার্ডি এবং তার ভাই জন টুডুকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.