ETV Bharat / state

ডালখোলায় লক্ষাধিক টাকার বেআইনি মদসহ গ্রেপ্তার 1

ডালখোলা থানার পুলিশ খবর পেয়ে সোমবার রাতে ভুসামনি এলাকায় অভিযান চালায় । সেখানে একটি বাড়ি থেকে 26 কার্টুন বিলাতি মদ উদ্ধার হয় ।

Raiganj
Raiganj
author img

By

Published : Sep 22, 2020, 1:00 PM IST

রায়গঞ্জ, 22 সেপ্টেম্বর : লক্ষাধিক টাকার বেআইনি মদসহ গ্রেপ্তার 1 । উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকার ঘটনা । ধৃত ব্যক্তির নাম সুনীল দাস । ধৃতের কাছ থেকে একটি বোলেরো গাড়ি ও একটি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

ডালখোলা থানার পুলিশ খবর পেয়ে সোমবার রাতে ভুসামনি এলাকায় অভিযান চালায় । সেখানে একটি বাড়ি থেকে 26 কার্টুন বিলাতি মদ উদ্ধার হয় । যার আনুমানিক বাজারমূল্য প্রায় 2 লাখ টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয় সুনীল দাসকে । ধৃতের কাছ থেকে একটি বোলেরো গাড়ি ও একটি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

জানা গিয়েছে, ওই বোলেরো গাড়িতে করেই বেআইনি মদ পাচার করা হত । পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে।

রায়গঞ্জ, 22 সেপ্টেম্বর : লক্ষাধিক টাকার বেআইনি মদসহ গ্রেপ্তার 1 । উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকার ঘটনা । ধৃত ব্যক্তির নাম সুনীল দাস । ধৃতের কাছ থেকে একটি বোলেরো গাড়ি ও একটি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

ডালখোলা থানার পুলিশ খবর পেয়ে সোমবার রাতে ভুসামনি এলাকায় অভিযান চালায় । সেখানে একটি বাড়ি থেকে 26 কার্টুন বিলাতি মদ উদ্ধার হয় । যার আনুমানিক বাজারমূল্য প্রায় 2 লাখ টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয় সুনীল দাসকে । ধৃতের কাছ থেকে একটি বোলেরো গাড়ি ও একটি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

জানা গিয়েছে, ওই বোলেরো গাড়িতে করেই বেআইনি মদ পাচার করা হত । পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.