ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর সভার আগে পদত্যাগ উত্তর 24 পরগনা জেলা পরিষদ কর্মাধ্যক্ষের - TMC

শুক্রবার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগে উত্তর 24 পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম (লিটন) পদত্যাগ করলেন ।

বুরহানুল মুকাদ্দিম
author img

By

Published : Jul 24, 2019, 3:44 AM IST

Updated : Jul 24, 2019, 4:11 AM IST

বারাসত, 24 জুলাই : আগামী 26 জুলাই উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভায় জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জেলা পারিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের থাকার কথা । মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মুখেই পদত্যাগ করলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটন । তিনি জেলা পরিষদের 51 নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন । বাদুড়িয়ার মহেশপুর হাইস্কুলের ইংরেজির শিক্ষক লিটন । সম্প্রতি প্রধান শিক্ষকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাদুড়িয়া উত্তর ব্লকের তৃণমূল সভাপতি লিটন ।

লিটনের পদত্যাগ ঘিরে দলের অন্দরে জল্পনা ছড়িয়েছে । লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তর 24 পরগনা জেলা তৃণমূলে জ্যোতিপ্রিয় মল্লিকের শিবিরের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ঠান্ডা লড়াই চলছে । লিটন আগাগোড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'কাছের লোক' হিসেবে দলে পরিচিত । বাদুড়িয়ায় দলের লাগাম কার হাতে থাকবে তা নিয়ে লিটনের সঙ্গে দড়ি টানাটানি চলছে বাদুড়িয়ার পুরপ্রধান তুষার সিংহের । তুষার আবার দলীয় সমীকরণে দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ।

দল পরিচালনার ক্ষেত্রে প্রায়ই তুষার বনাম লিটনের বিরোধ প্রকাশ্যে এসেছে । দলের জেলা সভাপতির অনুগামী হওয়ায় তুষারই বরাবর প্রাধান্য পেয়েছে । ক্ষুব্ধ লিটন এই নিয়ে বহুবার সরব হলেও দলের কেউ তাতে আমল দেয়নি । দীর্ঘদিন ধরে চাপা অসন্তোষ তাঁর মধ্যে ছিলই । অনেকের মতে সেই অসন্তোষের জেরেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মুখে পদত্যাগ করলেন লিটন।

লিটন অবশ্য তাঁর পদত্যাগ সম্পর্কে বলেছেন, "আমি প্রধান শিক্ষকের পরীক্ষায় পাশ করেছি । তাই স্কুলের কথা ভেবে পদত্যাগ করেছি । এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় । দলে কারও সঙ্গে আমার কোনও ভুল বোঝাবুঝি নেই ।" এদিকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, "লিটন প্রধান শিক্ষক হয়ে যাচ্ছে । স্কুলের চাকরিতেইও ফিরতে চাইছে । তাই পদত্যাগ করেছে । দলে কারও সঙ্গে ওর বিরোধ নেই ।"

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, লিটন জেলার সভাধিপতি বীণা মণ্ডলের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন । আগামী 30 জুলাই বোর্ড মিটিংয়ে লিটনের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

বারাসত, 24 জুলাই : আগামী 26 জুলাই উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভায় জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জেলা পারিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের থাকার কথা । মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মুখেই পদত্যাগ করলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটন । তিনি জেলা পরিষদের 51 নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন । বাদুড়িয়ার মহেশপুর হাইস্কুলের ইংরেজির শিক্ষক লিটন । সম্প্রতি প্রধান শিক্ষকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাদুড়িয়া উত্তর ব্লকের তৃণমূল সভাপতি লিটন ।

লিটনের পদত্যাগ ঘিরে দলের অন্দরে জল্পনা ছড়িয়েছে । লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তর 24 পরগনা জেলা তৃণমূলে জ্যোতিপ্রিয় মল্লিকের শিবিরের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ঠান্ডা লড়াই চলছে । লিটন আগাগোড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'কাছের লোক' হিসেবে দলে পরিচিত । বাদুড়িয়ায় দলের লাগাম কার হাতে থাকবে তা নিয়ে লিটনের সঙ্গে দড়ি টানাটানি চলছে বাদুড়িয়ার পুরপ্রধান তুষার সিংহের । তুষার আবার দলীয় সমীকরণে দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ।

দল পরিচালনার ক্ষেত্রে প্রায়ই তুষার বনাম লিটনের বিরোধ প্রকাশ্যে এসেছে । দলের জেলা সভাপতির অনুগামী হওয়ায় তুষারই বরাবর প্রাধান্য পেয়েছে । ক্ষুব্ধ লিটন এই নিয়ে বহুবার সরব হলেও দলের কেউ তাতে আমল দেয়নি । দীর্ঘদিন ধরে চাপা অসন্তোষ তাঁর মধ্যে ছিলই । অনেকের মতে সেই অসন্তোষের জেরেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মুখে পদত্যাগ করলেন লিটন।

লিটন অবশ্য তাঁর পদত্যাগ সম্পর্কে বলেছেন, "আমি প্রধান শিক্ষকের পরীক্ষায় পাশ করেছি । তাই স্কুলের কথা ভেবে পদত্যাগ করেছি । এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় । দলে কারও সঙ্গে আমার কোনও ভুল বোঝাবুঝি নেই ।" এদিকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, "লিটন প্রধান শিক্ষক হয়ে যাচ্ছে । স্কুলের চাকরিতেইও ফিরতে চাইছে । তাই পদত্যাগ করেছে । দলে কারও সঙ্গে ওর বিরোধ নেই ।"

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, লিটন জেলার সভাধিপতি বীণা মণ্ডলের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন । আগামী 30 জুলাই বোর্ড মিটিংয়ে লিটনের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

Intro:মুখ্যমন্ত্রী আসার আগেই পদত্যাগ জেলা পরিষদ কর্মাধ্যক্ষের

বারাসতঃ শুক্রবার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শিক্ষক বুরহানুল মুকাদ্দিম(লিটন) পদত্যাগ করলেন। জেল পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, 'লিটন প্রধান শিক্ষক পদে উন্নীত হয়েছেন। স্কুলের চাকরিতেই তিনি ফিরতে চান। তাই পদত্যাগ করেছেন।' কিন্তু দলের অন্দরে জল্পনা, বাদুড়িয়ার পুরপ্রধান তুষার সিংহের সঙ্গে বিরোধের কারণে তিনি পদত্যাগ করেছেন।

Body:মুখ্যমন্ত্রী আসার আগেই পদত্যাগ জেলা পরিষদ কর্মাধ্যক্ষের

বারাসতঃ শুক্রবার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শিক্ষক বুরহানুল মুকাদ্দিম(লিটন) পদত্যাগ করলেন। জেল পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, 'লিটন প্রধান শিক্ষক পদে উন্নীত হয়েছেন। স্কুলের চাকরিতেই তিনি ফিরতে চান। তাই পদত্যাগ করেছেন।' কিন্তু দলের অন্দরে জল্পনা, বাদুড়িয়ার পুরপ্রধান তুষার সিংহের সঙ্গে বিরোধের কারণে তিনি পদত্যাগ করেছেন।

আগামী ২৬ জুলাই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি থাকবেন জেলা পারিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও কর্মাধ্যক্ষরা। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মুখেই পদত্যাগ করলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটন। তিনি জেলা পরিষদের ৫১ নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছেন। বাদুড়িয়ার মহেশপুর হাই স্কুলের ইংরেজির শিক্ষক। পাশাপাশি তিনি বাদুড়িয়া উত্তর ব্লকের তৃণমূল সভাপতি।

লিটনের পদত্যাগ ঘিরে নানা জল্পনা ছড়িয়েছে। লোকসভা নির্বাচনের আগে থেকে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের ঠান্ডা লড়াই চলছে। লিটন আগাগোড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'কাছের লোক' হিসেবে দলে পরিচিত। বাদুড়িয়ায় দলের লাগাম কার হাতে থাকবে তা নিয়ে লিটনের সঙ্গে দড়ি টানাটানি চলছে বাদুড়িয়ার পুরপ্রধান তুষার সিংহের। তুষার আবার দলীয় সমীকরণে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে পরিচিত। দল পরিচালনার ক্ষেত্রে প্রায়ই তুষার বনাম লিটনের বিরোধ প্রকাশ্যে চলে আসছে। শেষমেশ দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয়র অনুগামী হওয়ায় তুষারই অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন। ক্ষুব্ধ লিটন বহুবার দলে সে সব নিয়ে সোচ্চার হলেও কেউ তাতে আমল দেননি। তাই দীর্ঘদিন ধরে চাপা অসন্তোষ তাঁর মধ্যে ছিলই। অবশেষে আচমকা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মুখে লিটন পদত্যাগ করে বসলেন।

লিটন অবশ্য তাঁর পদত্যাগ সম্পর্কে বলেছেন, 'আমি প্রধান শিক্ষকের পরীক্ষায় পাশ করেছি। তাই স্কুলের কথা ভেবে আমি পদত্যাগ করেছি। এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। দলে কারও সঙ্গে আমার কোনও ভুল বোঝাবুঝি নেই।' জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছেন। তিনি বলেন, 'লিটন প্রধান শিক্ষক হয়ে যাচ্ছেন। তাই ও পদত্যাগ করেছেন। দলে কারও সাথে ওর বিরোধ নেই।'

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, লিটন সভাধিপতি বীণা মণ্ডলের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ৩০ জুলাই বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। নেহাতই প্রধান শিক্ষক পদে যোগদানের জন্য লিটন পদত্যাগ করলেন, নাকি মুখ্যমন্ত্রী জেলায় আসার মুখে পদত্যাগ করে দলে চাপ বাড়িয়ে নিজের জায়গা পাকা করছেন, তা অবশ্য সময় বলবে। Conclusion:প্লিজ চেক দ্য কপি।
Last Updated : Jul 24, 2019, 4:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.