বারাসত, 24 জুলাই : আগামী 26 জুলাই উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভায় জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জেলা পারিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের থাকার কথা । মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মুখেই পদত্যাগ করলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটন । তিনি জেলা পরিষদের 51 নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন । বাদুড়িয়ার মহেশপুর হাইস্কুলের ইংরেজির শিক্ষক লিটন । সম্প্রতি প্রধান শিক্ষকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাদুড়িয়া উত্তর ব্লকের তৃণমূল সভাপতি লিটন ।
লিটনের পদত্যাগ ঘিরে দলের অন্দরে জল্পনা ছড়িয়েছে । লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তর 24 পরগনা জেলা তৃণমূলে জ্যোতিপ্রিয় মল্লিকের শিবিরের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ঠান্ডা লড়াই চলছে । লিটন আগাগোড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'কাছের লোক' হিসেবে দলে পরিচিত । বাদুড়িয়ায় দলের লাগাম কার হাতে থাকবে তা নিয়ে লিটনের সঙ্গে দড়ি টানাটানি চলছে বাদুড়িয়ার পুরপ্রধান তুষার সিংহের । তুষার আবার দলীয় সমীকরণে দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ।
দল পরিচালনার ক্ষেত্রে প্রায়ই তুষার বনাম লিটনের বিরোধ প্রকাশ্যে এসেছে । দলের জেলা সভাপতির অনুগামী হওয়ায় তুষারই বরাবর প্রাধান্য পেয়েছে । ক্ষুব্ধ লিটন এই নিয়ে বহুবার সরব হলেও দলের কেউ তাতে আমল দেয়নি । দীর্ঘদিন ধরে চাপা অসন্তোষ তাঁর মধ্যে ছিলই । অনেকের মতে সেই অসন্তোষের জেরেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মুখে পদত্যাগ করলেন লিটন।
লিটন অবশ্য তাঁর পদত্যাগ সম্পর্কে বলেছেন, "আমি প্রধান শিক্ষকের পরীক্ষায় পাশ করেছি । তাই স্কুলের কথা ভেবে পদত্যাগ করেছি । এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় । দলে কারও সঙ্গে আমার কোনও ভুল বোঝাবুঝি নেই ।" এদিকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, "লিটন প্রধান শিক্ষক হয়ে যাচ্ছে । স্কুলের চাকরিতেইও ফিরতে চাইছে । তাই পদত্যাগ করেছে । দলে কারও সঙ্গে ওর বিরোধ নেই ।"
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, লিটন জেলার সভাধিপতি বীণা মণ্ডলের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন । আগামী 30 জুলাই বোর্ড মিটিংয়ে লিটনের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।