ETV Bharat / state

Titagarh Shootout: টিটাগড়ে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, ভরসন্ধেয় গুলিতে ঝাঁঝরা যুবকের দেহ - টিটাগড়ে শুট আউট

গুলিবিদ্ধ হয়ে টিটাগড়ে মৃত্যু হল এক যুবকের ৷ উঠছে খুনের অভিযোগ ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ব‍্যারাকপুরের বিএনবসু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি ।

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 9:23 PM IST

Updated : Nov 8, 2023, 10:57 PM IST

টিটাগড়, 6 নভেম্বর: টিটাগড় আছে টিটাগড়েই ! এবার জনবহুল এলাকায় গুলি করে খুন করা হল এক যুবককে । মৃতের নাম মহম্মদ হাসান । তিনি স্থানীয় একটি মাংসের দোকানের কর্মী বলে জানা গিয়েছে । রীতিমতো ফিল্মি কায়দায় বাইকে করে এসে দুষ্কৃতীরা ওই যুবকের দেহ গুলিতে ঝাঁঝরা করে পালিয়ে যায় । রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ব‍্যারাকপুরের বিএনবসু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি । চিকিৎসকেরা মহম্মদ হাসান নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন । বুধবার ভরসন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ের ওরনপাড়া এলাকায়। কী কারণে এই খুন তা জানা না-গেলেও এর পিছনে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে বলে অনুমান পুলিশের । ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দিনদু'য়েক আগে টিটাগড়ের এই ওরনপাড়া এলাকাতে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে ব‍্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। সংঘর্ষে আহত হন একজন। সংঘর্ষের জেরে এলাকার বেশ কিছু টোটো এবং মোটরবাইকও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তারও আগে তৃণমূলের দুই কাউন্সিলরের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল টিটাগড়ের পুরানি বাজার এলাকা । সেই সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারিয়ে ছিলেন আকাশপ্রসাদ নামে এক তৃণমূল কর্মী । এদিনের খুনের ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ না-থাকলেও এলাকার বাসিন্দারা বলছেন টিটাগড়ে এই দুষ্কৃতী দৌরাত্ম্যের পিছনে রাজনৈতিক নেতাদের কোথাও না কোথাও যোগ রয়েছে । তা না-হলে দুষ্কৃতীরা এভাবে দাপিয়ে বেড়াতে পারে না টিটাগড় অঞ্চল জুড়ে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যাতে বাড়ির কাছেই মাংসের দোকানে বসেছিলেন বছর তেত্রিশের ওই যুবক । তখনই দুষ্কৃতীরা বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালায় তাঁকে লক্ষ্য করে । দোকানের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। এরপর পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই আততায়ীরা চম্পট দেয় সেখান থেকে । জনবহুল এলাকায় এভাবে দুষ্কৃতীরা যুবককে গুলি করে খুন করায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । ক্ষোভও ছড়ায় এলাকাবাসীর মধ্যে ।

আরও পড়ুন : মানব পাচারের তদন্তে বারাসতে এনআইএ, ব‍্যবসায়ীর ফ্ল্যাট থেকে মিলল নগদ 15 লক্ষ

এই বিষয়ে মহম্মদ আবদুল্লাহ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,"মাদক মামলায় ছেলেটি পুলিশের হাতে গ্রেফতার হলেও ইদানিং সে ভালো হওয়ার চেষ্টা করছিল । ওকে সেটাই হতে দিল না দুষ্কৃতীরা । এবার এখানে দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে আমরা জনমত গড়ে তুলব । কাউকেই রেয়াত করা হবে না ।"

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টিটাগড় পৌরসভার ভাইস-চেয়ারম্যান মহম্মদ জলিল । আসে টিটাগড় থানার পুলিশও । ঘটনাস্থল থেকে একটি বুলেটও উদ্ধার করেন তাঁরা । এই বিষয়ে পৌরসভার ভাইস-চেয়ারম্যান ও তৃণমূল নেতা মহম্মদ জলিল বলেন,"ছোটন নামে ওই যুবক এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত । তা সত্ত্বেও কেন তাঁকে খুন করা হল সেটা পুলিশই ভালো বলতে পারবে । তবে টিটাগড়ে যেভাবে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে তাতে বদনাম হচ্ছে এলাকার ।এই ব‍্যাপারে পুলিশের উদ্যোগ নেওয়া উচিত ।"

অন‍্যদিকে, টিটাগড় থানার পুলিশ সূত্রে খবর, মহম্মদ হাসান নামে ওই যুবক কয়েকমাস আগে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন । জেলও খাটেন । মাস তিনেক আগে তিনি ছাড়া পান জেল থেকে । এরপরই সে মাংসের দোকানে কাজ শুরু করেছিলেন । ফলে, দুষ্কৃতীদের সঙ্গে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে তাঁর সঙ্গে । সে কারণে এটা খুনের ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন : পৌরনিয়োগ দুর্নীতিতে ইডি দফতরে হাজিরা টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের

টিটাগড়, 6 নভেম্বর: টিটাগড় আছে টিটাগড়েই ! এবার জনবহুল এলাকায় গুলি করে খুন করা হল এক যুবককে । মৃতের নাম মহম্মদ হাসান । তিনি স্থানীয় একটি মাংসের দোকানের কর্মী বলে জানা গিয়েছে । রীতিমতো ফিল্মি কায়দায় বাইকে করে এসে দুষ্কৃতীরা ওই যুবকের দেহ গুলিতে ঝাঁঝরা করে পালিয়ে যায় । রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ব‍্যারাকপুরের বিএনবসু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি । চিকিৎসকেরা মহম্মদ হাসান নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন । বুধবার ভরসন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ের ওরনপাড়া এলাকায়। কী কারণে এই খুন তা জানা না-গেলেও এর পিছনে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে বলে অনুমান পুলিশের । ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দিনদু'য়েক আগে টিটাগড়ের এই ওরনপাড়া এলাকাতে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে ব‍্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। সংঘর্ষে আহত হন একজন। সংঘর্ষের জেরে এলাকার বেশ কিছু টোটো এবং মোটরবাইকও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তারও আগে তৃণমূলের দুই কাউন্সিলরের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল টিটাগড়ের পুরানি বাজার এলাকা । সেই সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারিয়ে ছিলেন আকাশপ্রসাদ নামে এক তৃণমূল কর্মী । এদিনের খুনের ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ না-থাকলেও এলাকার বাসিন্দারা বলছেন টিটাগড়ে এই দুষ্কৃতী দৌরাত্ম্যের পিছনে রাজনৈতিক নেতাদের কোথাও না কোথাও যোগ রয়েছে । তা না-হলে দুষ্কৃতীরা এভাবে দাপিয়ে বেড়াতে পারে না টিটাগড় অঞ্চল জুড়ে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যাতে বাড়ির কাছেই মাংসের দোকানে বসেছিলেন বছর তেত্রিশের ওই যুবক । তখনই দুষ্কৃতীরা বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালায় তাঁকে লক্ষ্য করে । দোকানের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। এরপর পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই আততায়ীরা চম্পট দেয় সেখান থেকে । জনবহুল এলাকায় এভাবে দুষ্কৃতীরা যুবককে গুলি করে খুন করায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । ক্ষোভও ছড়ায় এলাকাবাসীর মধ্যে ।

আরও পড়ুন : মানব পাচারের তদন্তে বারাসতে এনআইএ, ব‍্যবসায়ীর ফ্ল্যাট থেকে মিলল নগদ 15 লক্ষ

এই বিষয়ে মহম্মদ আবদুল্লাহ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,"মাদক মামলায় ছেলেটি পুলিশের হাতে গ্রেফতার হলেও ইদানিং সে ভালো হওয়ার চেষ্টা করছিল । ওকে সেটাই হতে দিল না দুষ্কৃতীরা । এবার এখানে দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে আমরা জনমত গড়ে তুলব । কাউকেই রেয়াত করা হবে না ।"

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টিটাগড় পৌরসভার ভাইস-চেয়ারম্যান মহম্মদ জলিল । আসে টিটাগড় থানার পুলিশও । ঘটনাস্থল থেকে একটি বুলেটও উদ্ধার করেন তাঁরা । এই বিষয়ে পৌরসভার ভাইস-চেয়ারম্যান ও তৃণমূল নেতা মহম্মদ জলিল বলেন,"ছোটন নামে ওই যুবক এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত । তা সত্ত্বেও কেন তাঁকে খুন করা হল সেটা পুলিশই ভালো বলতে পারবে । তবে টিটাগড়ে যেভাবে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে তাতে বদনাম হচ্ছে এলাকার ।এই ব‍্যাপারে পুলিশের উদ্যোগ নেওয়া উচিত ।"

অন‍্যদিকে, টিটাগড় থানার পুলিশ সূত্রে খবর, মহম্মদ হাসান নামে ওই যুবক কয়েকমাস আগে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন । জেলও খাটেন । মাস তিনেক আগে তিনি ছাড়া পান জেল থেকে । এরপরই সে মাংসের দোকানে কাজ শুরু করেছিলেন । ফলে, দুষ্কৃতীদের সঙ্গে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে তাঁর সঙ্গে । সে কারণে এটা খুনের ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন : পৌরনিয়োগ দুর্নীতিতে ইডি দফতরে হাজিরা টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের

Last Updated : Nov 8, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.