ডায়মন্ড হারবার, 29 অগস্ট : রেললাইনে বসে গল্পে মশগুল প্রেমিক যুগল । প্লাটফর্মে ঢোকার আগে গতি কমিয়ে এগিয়ে আসছিল ট্রেন । অথচ বুঝতে পারেনি তারা । চালক ব্রেক কষেছিলেন । তার পরও ওই দু'জনকে ধাক্কা দিয়ে কিছুটা এগিয়ে যায় ট্রেন । ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিকা । ঘটনাটি শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার স্টেশনের কাছে রাখাল ঠাকুরতলা এলাকার । ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার জিআরপি থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাসুদ শেখ(১৮) ।
স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বকচর এলাকার বাসিন্দা মাসুদ শেখ পড়াশোনা ছেড়ে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন । সম্প্রতি বছর সতেরোর এক প্রতিবেশী ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ গতকাল ডায়মন্ড হারবারে টিউশন পড়তে এসেছিল ওই ছাত্রী । সন্ধের সময় প্রেমিক দেখা করতে আসে ৷ প্লাটফর্ম থেকে কিছুটা দূরে রেললাইনে বসে গল্প করছিল তারা ।
এই সংক্রান্ত খবর : রেল লাইনে ভিডিও গেমে বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 4 কিশোরের
ডাউন শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল ট্রেন স্টেশনে ঢুকছিল । ট্রেনের ধাক্কায় দুজনই ছিটকে যায় । মাসুদের মাথা থেঁতলে যায়, ভাঙে পা-ও । প্রেমিকার কোমর ভেঙে যায় । খবর পেয়েই রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাসুদ ও তার প্রেমিকাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসকরা মাসুদকে মৃত বলে ঘোষণা করেন । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিকা । রবিবার মৃতদেহর ময়নাতদন্ত হবে হাসপাতাল মর্গে ।