ETV Bharat / state

Shyamnagar Shootout: ভাটপাড়ার পর ফের শুটআউট শ্যামনগরে, গুলিতে খুন বছর আঠেরোর তরুণ

জগদ্দল থানার শ্যামনগর 26 নম্বর রেলগেটের কাছে খুন রোহিত দাস নামে বছর আঠেরোর তরুণ (Youth murdered in Shootout) ৷

Shyamnagar Murder Case news
আবারও গুলি করে যুবক খুন শ্যামনগরে
author img

By

Published : Jul 3, 2022, 9:44 AM IST

Updated : Jul 3, 2022, 2:05 PM IST

শ্যামনগর, 3 জলাই: ভাটপাড়া শুটআউটের ঘটনায় 24 ঘণ্টা যেতে না যেতেই ফের গুলি চলল শ্যামনগরে । দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে খুন বছর আঠেরোর তরুণ ৷ ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর 26 নম্বর রেলগেটের কাছে ৷ মৃতের নাম রোহিত দাস । বছর আঠেরোর ওই তরুণকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন (Youth murdered in Shootout)।

স্থানীয় সূত্রে খবর, রোহিত দাসের পরিবার শান্তিনিবাস পল্লীর কাছে ভাড়া থাকে । 26 নম্বর রেলগেট থেকে জগদ্দল স্টেশনের পাশে একটি কদম গাছের তলায় বন্ধুদের সঙ্গে নিত্য আড্ডা মারতো । সেখানেই শনিবার রাত 2.30 নাগাদ মদের আসরে গুলিবিদ্ধ হন রোহিত । মৃতের বাবার অভিযোগ, ছেলেকে খুন করেছে পাশের বাড়িরই করণ নামের একটি ছেলে । দু'জন বন্ধু হিসেবেই মিশত । গুলি লাগার সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রায় 10 মিনিট মতো ছেলে বেঁচে ছিল । সেখানেই কোনওরকমে সে জানায়, করণই তাঁকে গুলি করেছে । প্রসঙ্গত, ঘটনার পর থেকেই পলাতক করণ নামের ওই যুবক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । ইতিমধ্যেই রোহিতের দুই বন্ধুকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ।

ভাটপাড়ার পর ফের শুটআউট শ্যামনগরে

আরও পড়ুন : ভাটপাড়ায় শুটআউট, এলোপাথাড়ি গুলিতে মৃত যুবক

দত্তপুকুর, ভাটপাড়ার পর ফের শুটআউট রাজ্যে । শনিবার সকালেই ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাকর মোল্লা এলাকায় সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল নামে ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীকে গুলি করা হয় । তার 24 ঘণ্টা পেরোতে না পেরোতেই মাত্র কয়েক কিলোমিটার দূরের এই ঘটনায় চিন্তা বেড়েছে প্রশাসনের ।

শ্যামনগর, 3 জলাই: ভাটপাড়া শুটআউটের ঘটনায় 24 ঘণ্টা যেতে না যেতেই ফের গুলি চলল শ্যামনগরে । দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে খুন বছর আঠেরোর তরুণ ৷ ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর 26 নম্বর রেলগেটের কাছে ৷ মৃতের নাম রোহিত দাস । বছর আঠেরোর ওই তরুণকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন (Youth murdered in Shootout)।

স্থানীয় সূত্রে খবর, রোহিত দাসের পরিবার শান্তিনিবাস পল্লীর কাছে ভাড়া থাকে । 26 নম্বর রেলগেট থেকে জগদ্দল স্টেশনের পাশে একটি কদম গাছের তলায় বন্ধুদের সঙ্গে নিত্য আড্ডা মারতো । সেখানেই শনিবার রাত 2.30 নাগাদ মদের আসরে গুলিবিদ্ধ হন রোহিত । মৃতের বাবার অভিযোগ, ছেলেকে খুন করেছে পাশের বাড়িরই করণ নামের একটি ছেলে । দু'জন বন্ধু হিসেবেই মিশত । গুলি লাগার সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রায় 10 মিনিট মতো ছেলে বেঁচে ছিল । সেখানেই কোনওরকমে সে জানায়, করণই তাঁকে গুলি করেছে । প্রসঙ্গত, ঘটনার পর থেকেই পলাতক করণ নামের ওই যুবক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । ইতিমধ্যেই রোহিতের দুই বন্ধুকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ।

ভাটপাড়ার পর ফের শুটআউট শ্যামনগরে

আরও পড়ুন : ভাটপাড়ায় শুটআউট, এলোপাথাড়ি গুলিতে মৃত যুবক

দত্তপুকুর, ভাটপাড়ার পর ফের শুটআউট রাজ্যে । শনিবার সকালেই ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাকর মোল্লা এলাকায় সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল নামে ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীকে গুলি করা হয় । তার 24 ঘণ্টা পেরোতে না পেরোতেই মাত্র কয়েক কিলোমিটার দূরের এই ঘটনায় চিন্তা বেড়েছে প্রশাসনের ।

Last Updated : Jul 3, 2022, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.