ETV Bharat / state

Murder : 20 হাজার টাকার জন্য যুবককে খুন জগদ্দলে

20 হাজার টাকার জন্য যুবককে গুলি করে খুনের ঘটনা ঘটল উত্তর 24 পরগনার জগদ্দলে ৷ নিহত যুবকের নাম সিকান্দার দাস (35)। খুনের অভিযোগ স্থানীয় দুষ্কৃতী মনু সাউ ও তার দলবলের বিরুদ্ধে।

Murder Jagatdal
20 হাজার টাকার জন্য খুনের ঘটনা ঘটল জগদ্দলে
author img

By

Published : Sep 12, 2021, 10:00 AM IST

জগদ্দলে, 12 সেপ্টেম্বর : টাকার জন্য গুলি করে খুনের ঘটনা ঘটল উত্তর 24 পরগনার জগদ্দলে। 20 হাজার টাকা ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় পরিবারের সামনেই গুলি করে যুবক খুন করা হল যুবককে। অভিযোগ স্থানীয় দুষ্কৃতী মনু সাউ ও তার দলবলের বিরুদ্ধে। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের জগদ্দল থানার বড় শ্রীরামপুর এলাকার ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম সিকান্দার দাস (35)।

ঘটনার পর জগদ্দল থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় । পরিবারের অভিযোগ মনু সাউয়ের থেকে 20 হাজার টাকা ঋণ নিয়েছিল সিকান্দার দাস। কয়েকদিন ধরেই ঋণ পরিশোধ করার কথা বলা হচ্ছিল সিকান্দারকে ৷ কিন্তু সিকান্দার ঋণ শোধ করতে পারেননি ৷ সিকান্দারকে ক্রমাগত খুনের হুমকিও দেওয়া হচ্ছিল ৷ এরপরেই মনু সাউ গতকাল রাতে দলবল নিয়ে যায় টাকা আদায় করতে। কথাবার্তা বলতে বলতে অতর্কিতে আগ্নেয়াস্ত্র বার করে গুলি করে সিকান্দারকে ৷ এরপরেই সিকান্দার লুটিয়ে পড়েন মাটিতে। তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

20 হাজার টাকার জন্য খুনের ঘটনা ঘটল জগদ্দলে

আরও পড়ুন: বিজেপি নেতা ‘খুনে’ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মন্ত্রী শান্তনু, আন্দোলনের হুঁশিয়ারি

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ ৷ একটি খুনের মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে তাদের সন্ধান পেতে চাইছে পুলিশ ৷ ইতিমধ্যেই মনু সাউ এবং তাদের দলবলকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷ বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে ৷ তবে দোষীদের এখনও সন্ধান পাওয়া যায়নি ৷

জগদ্দলে, 12 সেপ্টেম্বর : টাকার জন্য গুলি করে খুনের ঘটনা ঘটল উত্তর 24 পরগনার জগদ্দলে। 20 হাজার টাকা ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় পরিবারের সামনেই গুলি করে যুবক খুন করা হল যুবককে। অভিযোগ স্থানীয় দুষ্কৃতী মনু সাউ ও তার দলবলের বিরুদ্ধে। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের জগদ্দল থানার বড় শ্রীরামপুর এলাকার ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম সিকান্দার দাস (35)।

ঘটনার পর জগদ্দল থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় । পরিবারের অভিযোগ মনু সাউয়ের থেকে 20 হাজার টাকা ঋণ নিয়েছিল সিকান্দার দাস। কয়েকদিন ধরেই ঋণ পরিশোধ করার কথা বলা হচ্ছিল সিকান্দারকে ৷ কিন্তু সিকান্দার ঋণ শোধ করতে পারেননি ৷ সিকান্দারকে ক্রমাগত খুনের হুমকিও দেওয়া হচ্ছিল ৷ এরপরেই মনু সাউ গতকাল রাতে দলবল নিয়ে যায় টাকা আদায় করতে। কথাবার্তা বলতে বলতে অতর্কিতে আগ্নেয়াস্ত্র বার করে গুলি করে সিকান্দারকে ৷ এরপরেই সিকান্দার লুটিয়ে পড়েন মাটিতে। তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

20 হাজার টাকার জন্য খুনের ঘটনা ঘটল জগদ্দলে

আরও পড়ুন: বিজেপি নেতা ‘খুনে’ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মন্ত্রী শান্তনু, আন্দোলনের হুঁশিয়ারি

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ ৷ একটি খুনের মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে তাদের সন্ধান পেতে চাইছে পুলিশ ৷ ইতিমধ্যেই মনু সাউ এবং তাদের দলবলকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷ বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে ৷ তবে দোষীদের এখনও সন্ধান পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.