ETV Bharat / state

Murder in Panihati : ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে - Councillor Anupam Dutta Murder Case

গত রবিবার দুষ্কৃতীর গুলিতে এই পানিহিটিতেই প্রকাশ্যে খুন হয়েছেন কাউন্সিলর অনুপম দত্ত (Councillor Anupam Dutta Murder Case) ৷ সেই ঘটনার পর ফের এদিনের এই ঘটনা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল ৷

Youth Murder in Panihati
পানিহাটিতে কুপিয়ে খুন যুবককে, আইন-শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন
author img

By

Published : Mar 19, 2022, 7:00 PM IST

Updated : Mar 19, 2022, 8:10 PM IST

পানিহাটি, 19 মার্চ : ফের খুন পানিহাটিতে (youth killed in Panihati) ৷ শনিবার পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নয়াবস্তি মৌলানা সেলিম রোড এলাকায় শেখ আরমান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে ৷ ঘটনায় মূল অভিযোগ ছানা নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ৷ গত রবিবারই দুষ্কৃতীর গুলিতে এই পানিহিটিতেই প্রকাশ্যে খুন হয়েছেন কাউন্সিলর অনুপম দত্ত ৷ এখনও টাটকা সেই ঘটনার মধ্যেই ফের এই খুনের ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ জানা গিয়েছে, দিনকয়েক আগেই জেল থেকে ছাড়া পান আরমান ৷ তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল ৷

পানিহাটিতে কুপিয়ে খুন যুবককে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ছানা নামের ওই ব্যক্তির বাবাকে খুনে অভিযুক্ত আরমান ৷ দিন 15 আগে জেল থেকে ছাড়া পাওয়ায় পর থেকেই খুনের হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে ৷ আরমানের পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে তাঁকে ডেকে নিয়ে গিয়ে এদিন খুন করা হয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন এলাকায় বোমাবাজিও হয় ৷

আরও পড়ুন : পেট্রাপোল সীমান্তে উদ্ধার চিনা ড্রোন, এলাকায় চাঞ্চল্য

গত রবিবার খুন হন পানিহাটির নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত ৷ সেই ঘটনায় দু'জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ কাউন্সিলর খুনের এই ঘটনা নিয়ে এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ তার মাঝেই ফের পানিহাটিতেই এদিনের খুনের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পানিহাটি, 19 মার্চ : ফের খুন পানিহাটিতে (youth killed in Panihati) ৷ শনিবার পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নয়াবস্তি মৌলানা সেলিম রোড এলাকায় শেখ আরমান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে ৷ ঘটনায় মূল অভিযোগ ছানা নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ৷ গত রবিবারই দুষ্কৃতীর গুলিতে এই পানিহিটিতেই প্রকাশ্যে খুন হয়েছেন কাউন্সিলর অনুপম দত্ত ৷ এখনও টাটকা সেই ঘটনার মধ্যেই ফের এই খুনের ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ জানা গিয়েছে, দিনকয়েক আগেই জেল থেকে ছাড়া পান আরমান ৷ তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল ৷

পানিহাটিতে কুপিয়ে খুন যুবককে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ছানা নামের ওই ব্যক্তির বাবাকে খুনে অভিযুক্ত আরমান ৷ দিন 15 আগে জেল থেকে ছাড়া পাওয়ায় পর থেকেই খুনের হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে ৷ আরমানের পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে তাঁকে ডেকে নিয়ে গিয়ে এদিন খুন করা হয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন এলাকায় বোমাবাজিও হয় ৷

আরও পড়ুন : পেট্রাপোল সীমান্তে উদ্ধার চিনা ড্রোন, এলাকায় চাঞ্চল্য

গত রবিবার খুন হন পানিহাটির নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত ৷ সেই ঘটনায় দু'জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ কাউন্সিলর খুনের এই ঘটনা নিয়ে এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ তার মাঝেই ফের পানিহাটিতেই এদিনের খুনের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Mar 19, 2022, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.