কলকাতা, 23 নভেম্বর : ডেঙ্গি আক্রান্তদের মৃত্যুর তালিকা ক্রমে লম্বা হয়ে চলেছে । শুক্রবার ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির । গতকাল সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত সেবাব্রত সাহা(39)-র মৃত্যু হয় । উত্তর 24 পরগনার খড়দহের শান্তিনগরের বাসিন্দা তিনি । গত শনিবার জ্বরে আক্রান্ত হন তিনি । রবিবার তাঁকে বেলঘরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই রক্ত পরীক্ষা করে জানা যায় তিনি ডেঙ্গিতে আক্রান্ত ।
বৃহস্পতিবার (21 নভেম্বর) সেবাব্রত সাহাকে ভরতি করানো হয় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে । সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থার খুব দ্রুত অবনতি হতে থাকে, যার জেরে শেষ রক্ষা আর হয়নি । শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয় । অন্যদিকে সেবাব্রতের মৃত্যুর ঠিক এক দিন আগে ডেঙ্গিতে মৃত্যু হয় এক মহিলার । বৃহস্পতিবার ডেঙ্গিতে আক্রান্ত পারমিতা পাল(36)-র মৃত্যু হয়েছে । বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা ছিলেন তিনি । বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ R.G.KAR মেডিকেল কলেজ ও হাসপাতালে এই যুবতির মৃত্যু হয় ।
19 নভেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে হুগলির শ্রীরামপুরের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত সুনিধি শর্মা (5)-র মৃত্যু হয়েছিল । গত রবিবার, 17 নভেম্বর পার্কসার্কাসের বেসরকারি একটি শিশু হাসপাতালে মৃত্যু হয়ে লেকটাউনের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত অহর্ষি ধর (3)-এর । এদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা 23 । এই ঘোষণা অনুযায়ী, এখনও পর্যন্ত চলতি বছরে এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 47 হাজারের মতো । যদিও, বেসরকারি নিরীক্ষা বলছে অন্য কথা, রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের এই সংখ্যা আরও অনেক বেশি ।