ETV Bharat / state

সল্টলেকের হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির মৃত্যু - ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 47 হাজার

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের মৃত্যু । মৃতের নাম সেবাব্রত সাহা । উত্তর 24 পরগনার শান্তিনগরের বাসিন্দা তিনি । গত শনিবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি । রক্ত পরীক্ষা করে জানতে পারেন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর ।

সেবাব্রত সাহা
author img

By

Published : Nov 23, 2019, 12:28 PM IST

কলকাতা, 23 নভেম্বর : ডেঙ্গি আক্রান্তদের মৃত্যুর তালিকা ক্রমে লম্বা হয়ে চলেছে । শুক্রবার ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির । গতকাল সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত সেবাব্রত সাহা(39)-র মৃত্যু হয় । উত্তর 24 পরগনার খড়দহের শান্তিনগরের বাসিন্দা তিনি । গত শনিবার জ্বরে আক্রান্ত হন তিনি । রবিবার তাঁকে বেলঘরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই রক্ত পরীক্ষা করে জানা যায় তিনি ডেঙ্গিতে আক্রান্ত ।

বৃহস্পতিবার (21 নভেম্বর) সেবাব্রত সাহাকে ভরতি করানো হয় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে । সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থার খুব দ্রুত অবনতি হতে থাকে, যার জেরে শেষ রক্ষা আর হয়নি । শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয় । অন্যদিকে সেবাব্রতের মৃত্যুর ঠিক এক দিন আগে ডেঙ্গিতে মৃত্যু হয় এক মহিলার । বৃহস্পতিবার ডেঙ্গিতে আক্রান্ত পারমিতা পাল(36)-র মৃত্যু হয়েছে । বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা ছিলেন তিনি । বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ R.G.KAR মেডিকেল কলেজ ও হাসপাতালে এই যুবতির মৃত্যু হয় ।

19 নভেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে হুগলির শ্রীরামপুরের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত সুনিধি শর্মা (5)-র মৃত্যু হয়েছিল । গত রবিবার, 17 নভেম্বর পার্কসার্কাসের বেসরকারি একটি শিশু হাসপাতালে মৃত্যু হয়ে লেকটাউনের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত অহর্ষি ধর (3)-এর । এদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা 23 । এই ঘোষণা অনুযায়ী, এখনও পর্যন্ত চলতি বছরে এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 47 হাজারের মতো । যদিও, বেসরকারি নিরীক্ষা বলছে অন্য কথা, রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের এই সংখ্যা আরও অনেক বেশি ।

কলকাতা, 23 নভেম্বর : ডেঙ্গি আক্রান্তদের মৃত্যুর তালিকা ক্রমে লম্বা হয়ে চলেছে । শুক্রবার ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির । গতকাল সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত সেবাব্রত সাহা(39)-র মৃত্যু হয় । উত্তর 24 পরগনার খড়দহের শান্তিনগরের বাসিন্দা তিনি । গত শনিবার জ্বরে আক্রান্ত হন তিনি । রবিবার তাঁকে বেলঘরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই রক্ত পরীক্ষা করে জানা যায় তিনি ডেঙ্গিতে আক্রান্ত ।

বৃহস্পতিবার (21 নভেম্বর) সেবাব্রত সাহাকে ভরতি করানো হয় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে । সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থার খুব দ্রুত অবনতি হতে থাকে, যার জেরে শেষ রক্ষা আর হয়নি । শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয় । অন্যদিকে সেবাব্রতের মৃত্যুর ঠিক এক দিন আগে ডেঙ্গিতে মৃত্যু হয় এক মহিলার । বৃহস্পতিবার ডেঙ্গিতে আক্রান্ত পারমিতা পাল(36)-র মৃত্যু হয়েছে । বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা ছিলেন তিনি । বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ R.G.KAR মেডিকেল কলেজ ও হাসপাতালে এই যুবতির মৃত্যু হয় ।

19 নভেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে হুগলির শ্রীরামপুরের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত সুনিধি শর্মা (5)-র মৃত্যু হয়েছিল । গত রবিবার, 17 নভেম্বর পার্কসার্কাসের বেসরকারি একটি শিশু হাসপাতালে মৃত্যু হয়ে লেকটাউনের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত অহর্ষি ধর (3)-এর । এদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা 23 । এই ঘোষণা অনুযায়ী, এখনও পর্যন্ত চলতি বছরে এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 47 হাজারের মতো । যদিও, বেসরকারি নিরীক্ষা বলছে অন্য কথা, রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের এই সংখ্যা আরও অনেক বেশি ।

Intro:খড়দহে ফের ডেঙ্গীতে মৃত্যু এক ব্যক্তির.. এলাকায় ডেঙ্গির আতঙ্ক থাবা বসিয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। Body:ফের ডেঙ্গীতে তে আক্রান্ত হয়ে মৃত্যু হলো খড়দহ শান্তিনগরের বাসিন্দা 39 বছরের শুভব্রত সাহা। গত শনিবার জ্বরে আক্রান্ত হন এবং রবিবার তাকে বেলঘড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রক্ত পরীক্ষা করে জানা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত।সেখানেই তার চিকিৎসা চলতে চলতে অবস্থার অবনতি হয়। এরপর সেখান থেকে স্থানান্তরিত করে কোলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে কিছুটা সুস্থ হয়ে ওঠেন শুভব্রত। কিন্তু গতকাল ফের প্রবল জ্বর আসে।কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ সকালেই তার মৃত্যু হয়।এই ঘটনায় এলাকায় ফের ডেঙ্গু আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.