বসিরহাট, 11 জানুয়ারি : খাবারের লোভ দেখিয়ে দুই শিশুকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার উত্তর 24 পরগনার মিনাখাঁ থানার বকচরা এলাকা থেকে ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে বসিরহাটে উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম জাকির হোসেন মণ্ডল। বাড়ি হাসনাবাদে মাখালগাছা গ্রামে। অপহৃত ওই দুই শিশু দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জাকির বকচারা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। সেই আত্মীয়ের বাড়ির পাশের দুই শিশুকে খাবারের কথা বলে ডাকে। তাদের দোকানে নিয়ে যাওয়ার নাম একটি অটো রিকশায় তুলে নিয়ে যায়। বসিরহাট থানার পিফা বাজার এলাকায় আসার পর হঠাৎ ওই দুই শিশু কান্নাকাটি শুরু করে। চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। স্থানীয় বাসিন্দারা জাকিরকে ওই দুই শিশু-সহ আটকে রাখে। স্থানীয়রাই বসিরহাট থানার পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন : মেট্রো স্টেশনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি
ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ পৌঁছে দুই শিশুকে উদ্ধার করে। অপহৃত ওই দুই শিশুর বাবা শামসুর মণ্ডল বলেন, "জাকির নামে ওই যুবক আমার মেয়েদের খাবারের লোভ দেখিয়ে অপহরণ করেছিল। আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"
ধৃত জাকিরকে আটক করে মিনাখাঁ থানা পুলিশের হাতে তুলে দেয় বসিরহাট থানার পুলিশ। ধৃত যুবককে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে 14 দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।