বাদুড়িয়া, ১০ এপ্রিল : কম্পিউটার শেখানোর নাম ছাত্রছাত্রীদের কাছ থেকে বিপুল টাকা প্রতারণার অভিযোগে যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আল আমিন মণ্ডল। তার বাড়ি বসিরহাটের মাটিয়া চৈতা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়ার নাম করে আল আমিন মাস পাঁচেক আগে বাদুড়িয়া চৌমাথা এলাকায় ঘর ভাড়া নিয়েছিল। সেখানে ছাত্রছাত্রীদের কাছ থেকে ১৮ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছিল। সব মিলিয়ে টাকার পরিমাণ প্রায় সাত লাখ। গত চার-পাঁচ মাস ধরে বাদুড়িয়া চৌমাথা এলাকায় বাড়িভাড়া নিয়ে সেন্টার খুলেছিল। সেখানে কমম্পিউটার শেখানোর নাম করে প্রতারণার ফাঁদ পেতেছিল। কমবেশি ছাত্রছাত্রীও হচ্ছিল। কিন্তু চাকরি দূর অস্ত, কোর্সটাই ঠিকভাবে করানো হয়নি। সম্প্রতি জাকির হোসেন নামে এক ছাত্রের বাবা বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই গতরাতে আল আমিনকে পুলিশ গ্রেপ্তার করে।
ধৃত যুবককে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আল আমিনের সঙ্গে এই প্রতারণা চক্র আর কেউ জড়িত আছে কি না, সেটাও পুলিশ খতিয়ে দেখছে। বাদুড়িয়া থানার OC বাপ্পা মিত্র বলেন, যে সব ছাত্রছাত্রী চাকরি পাওয়ার জন্য কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে প্রতারিত হয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করে ওই চক্রে আর কেউ আছে কি না, তা জানার চেষ্টা চলছে।