ETV Bharat / state

Woman Body Recovered: বাদুড়িয়ায় উদ্ধার যুবতীর দেহ, ধর্ষণের পর খুনের অভিযোগ - ধর্ষণ

Woman Body Recovered North 24 Parganas: শনিবার সকালে উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানা এলাকার একটি নয়ানজুলি থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয় ৷ পরিচয় জানা যায়নি ৷ স্থানীয়দের দাবি, মেয়েটিকে ধর্ষণের পর খুন করা হয়েছে৷ তদন্ত করছে পুলিশ ৷

Woman Dead Body Recovered
Woman Dead Body Recovered
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 4:08 PM IST

Updated : Aug 26, 2023, 5:27 PM IST

বসিরহাট, 26 অগস্ট: নয়ানজুলি থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর দেহ উদ্ধার হল উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানা এলাকায় । খবর পেয়ে পুলিশ এসে শনিবার ওই যুবতীর দেহ উদ্ধার করেছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই মহিলার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে । যা দেখে অনুমান তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । খুনের আগে যুবতীকে ধর্ষণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাদুড়িয়া থানার অন্তর্গত আটুরিয়া পঞ্চায়েতের বেলঘরিয়া খোড়গাছি এলাকায় রাস্তার পাশে নয়ানজুলিতে ওই যুবতীর দেহটি পড়ে থাকতে দেখা যায় । স্থানীয় এক কৃষক চাষের কাজে যাওয়ার সময় প্রথমে বিষয়টি লক্ষ্য করেন । দেহ দেখে আতঁকে ওঠেন তিনি । তাঁর চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে । পরে তাঁরাই খবর দেন বাদুড়িয়া থানায় । পুলিশ এসে দেহটি উদ্ধার করে নয়ানজুলি থেকে ।

সূত্রের খবর, যুবতীর দেহের অধিকাংশ জায়গাতেই জল-কাদা লেপটে ছিল । ধস্তাধস্তির চিহ্ন-ও মিলেছে যুবতীর শরীরের বিভিন্ন অংশে । যা দেখে স্থানীয়দের অনুমান, বছর 35-র ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে । যদিও যুবতীকে ধর্ষণ করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । এই নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা । এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায় ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবতীকে রাতের অন্ধকারে এখানে নিয়ে এসে খুন করে দেহ নয়ানজুলির জলে ফেলে দেওয়া হয়েছে । দেহ লোপাটের উদ্দেশ্যেই নিরিবিলি এই জায়গাটি খুনিরা বেছে নিয়েছিল বলে সন্দেহ বাসিন্দাদের একাংশের এদিকে, ঘটনার পিছনে যুবতীর পরিচিত কেউ যুক্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ । সেই সঙ্গে ওই যুবতীর পরিচয় জানতে সবরকমের চেষ্টা চালানো হচ্ছে ।

আরও পড়ুন: চোরাপথে ভারতে প্রবেশের পর গণধর্ষণের শিকার বাংলাদেশি নাবালিকা ! গ্রেফতার চার

বসিরহাট, 26 অগস্ট: নয়ানজুলি থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর দেহ উদ্ধার হল উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানা এলাকায় । খবর পেয়ে পুলিশ এসে শনিবার ওই যুবতীর দেহ উদ্ধার করেছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই মহিলার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে । যা দেখে অনুমান তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । খুনের আগে যুবতীকে ধর্ষণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাদুড়িয়া থানার অন্তর্গত আটুরিয়া পঞ্চায়েতের বেলঘরিয়া খোড়গাছি এলাকায় রাস্তার পাশে নয়ানজুলিতে ওই যুবতীর দেহটি পড়ে থাকতে দেখা যায় । স্থানীয় এক কৃষক চাষের কাজে যাওয়ার সময় প্রথমে বিষয়টি লক্ষ্য করেন । দেহ দেখে আতঁকে ওঠেন তিনি । তাঁর চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে । পরে তাঁরাই খবর দেন বাদুড়িয়া থানায় । পুলিশ এসে দেহটি উদ্ধার করে নয়ানজুলি থেকে ।

সূত্রের খবর, যুবতীর দেহের অধিকাংশ জায়গাতেই জল-কাদা লেপটে ছিল । ধস্তাধস্তির চিহ্ন-ও মিলেছে যুবতীর শরীরের বিভিন্ন অংশে । যা দেখে স্থানীয়দের অনুমান, বছর 35-র ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে । যদিও যুবতীকে ধর্ষণ করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । এই নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা । এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায় ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবতীকে রাতের অন্ধকারে এখানে নিয়ে এসে খুন করে দেহ নয়ানজুলির জলে ফেলে দেওয়া হয়েছে । দেহ লোপাটের উদ্দেশ্যেই নিরিবিলি এই জায়গাটি খুনিরা বেছে নিয়েছিল বলে সন্দেহ বাসিন্দাদের একাংশের এদিকে, ঘটনার পিছনে যুবতীর পরিচিত কেউ যুক্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ । সেই সঙ্গে ওই যুবতীর পরিচয় জানতে সবরকমের চেষ্টা চালানো হচ্ছে ।

আরও পড়ুন: চোরাপথে ভারতে প্রবেশের পর গণধর্ষণের শিকার বাংলাদেশি নাবালিকা ! গ্রেফতার চার

Last Updated : Aug 26, 2023, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.