ETV Bharat / state

Woman Body Recovered: ফ্ল্যাট থেকে মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার, পলাতক লিভ-ইন পার্টনার - লিভ ইন

ফ্ল্যাট থেকে উদ্ধার বারাসতের এক মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ । খুনের অভিযোগ করেছে পরিবার । ঘটনার পর থেকে খোঁজ নেই লিভ-ইন পার্টনার সেনাকর্তার ।

Doctor Body Recovered
চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Jun 22, 2023, 10:26 PM IST

ফ্ল্যাট থেকে মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

বারাসত, 22 জুন: ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল চিকিৎসকের ঝুলন্ত দেহ । প্রজ্ঞাদীপা হালদার নামে 37 বছরের মহিলা চিকিৎসকের বাড়ি বারাসতে । তিনি ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছিলেন। পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় আলাপ হওয়ার পর থেকে এক সেনাকর্তার সঙ্গে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের ওই ফ্ল‍্যাটে লিভ-ইন করতেন প্রজ্ঞাদীপা । বৃহস্পতিবার মৃত চিকিৎসকের পরিবারের তরফে ওই সেনাকর্তার বিরুদ্ধে ব্যারাকপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সেনাকর্তা । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

চিকিৎসার পাশাপাশি সোশাল মাধ্যমে লেখালেখি করতেন প্রজ্ঞাদীপা । ফেসবুকে তাঁর লেখার ফলোয়ার সংখ্যাও ছিল যথেষ্ট । বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, সেটা প্রকাশ পেয়েছে তাঁর শেষ ফেসবুক পোস্টেও । গত 19 জুন যেখানে তিনি লিখেছিলেন, 'কেউ নেই কিছু নেই সূর্য দুবে গেছ'৷ মানসিক অস্থিরতার ভোগা ওই চিকিৎসক হয়তো লিখতে গিয়েছিলেন ,'সূর্য ডুবে গিয়েছে'। প্রজ্ঞাদীপার পরিবারের দাবি, সোশাল মিডিয়ায় মাধ্যমে যোগাযোগের পর ওই সেনাকর্তার সঙ্গে লিভ-ইন করতেন এই চিকিৎসক । এক ছাদের তলায় থাকার সময় প্রজ্ঞাদীপাকে মানসিক ও শারীরিক হেনস্তার শিকার হতে হত বলেই অভিযোগ করেছেন তাঁর পরিবারের লোকজন ।

আরও পড়ুন: কেষ্টপুরে মা ও মেয়ের রহস্যমৃত্যু, জোড়া মৃতদেহ উদ্ধার প্রফুল্ল কাননের আবাসনে

এই বিষয়ে প্রজ্ঞাদীপার মা ঝর্ণা হালদার বলেন, "ময়নাতদন্তের সময় দেখা যায় ওর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে, সেটি ব্রিটিশ আমলের । মাটি থেকে প্রায় 11 ফুট উঁচু । সেখানে ফ্যানের থেকে ঝোলানো ছিল দেহ । যা দেখে আমাদের সন্দেহের মেয়েকে খুন করা হয়েছে । ঘটনার প্রকৃত বিচার চাই । দেশের দায়িত্ব যাঁদের হাতে, সেই সামরিক বাহিনীর একজন এরকম জঘন্য অপরাধ করেছে । তাই তাঁর কঠোর শাস্তি হওয়া প্রয়োজন । যাতে সমাজের কাছে প্রয়োজনীয় বার্তা যায় ৷" যদিও পুলিশ জানিয়েছে, খুন না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে বিষয়টি ।

ফ্ল্যাট থেকে মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

বারাসত, 22 জুন: ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল চিকিৎসকের ঝুলন্ত দেহ । প্রজ্ঞাদীপা হালদার নামে 37 বছরের মহিলা চিকিৎসকের বাড়ি বারাসতে । তিনি ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছিলেন। পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় আলাপ হওয়ার পর থেকে এক সেনাকর্তার সঙ্গে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের ওই ফ্ল‍্যাটে লিভ-ইন করতেন প্রজ্ঞাদীপা । বৃহস্পতিবার মৃত চিকিৎসকের পরিবারের তরফে ওই সেনাকর্তার বিরুদ্ধে ব্যারাকপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সেনাকর্তা । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

চিকিৎসার পাশাপাশি সোশাল মাধ্যমে লেখালেখি করতেন প্রজ্ঞাদীপা । ফেসবুকে তাঁর লেখার ফলোয়ার সংখ্যাও ছিল যথেষ্ট । বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, সেটা প্রকাশ পেয়েছে তাঁর শেষ ফেসবুক পোস্টেও । গত 19 জুন যেখানে তিনি লিখেছিলেন, 'কেউ নেই কিছু নেই সূর্য দুবে গেছ'৷ মানসিক অস্থিরতার ভোগা ওই চিকিৎসক হয়তো লিখতে গিয়েছিলেন ,'সূর্য ডুবে গিয়েছে'। প্রজ্ঞাদীপার পরিবারের দাবি, সোশাল মিডিয়ায় মাধ্যমে যোগাযোগের পর ওই সেনাকর্তার সঙ্গে লিভ-ইন করতেন এই চিকিৎসক । এক ছাদের তলায় থাকার সময় প্রজ্ঞাদীপাকে মানসিক ও শারীরিক হেনস্তার শিকার হতে হত বলেই অভিযোগ করেছেন তাঁর পরিবারের লোকজন ।

আরও পড়ুন: কেষ্টপুরে মা ও মেয়ের রহস্যমৃত্যু, জোড়া মৃতদেহ উদ্ধার প্রফুল্ল কাননের আবাসনে

এই বিষয়ে প্রজ্ঞাদীপার মা ঝর্ণা হালদার বলেন, "ময়নাতদন্তের সময় দেখা যায় ওর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে, সেটি ব্রিটিশ আমলের । মাটি থেকে প্রায় 11 ফুট উঁচু । সেখানে ফ্যানের থেকে ঝোলানো ছিল দেহ । যা দেখে আমাদের সন্দেহের মেয়েকে খুন করা হয়েছে । ঘটনার প্রকৃত বিচার চাই । দেশের দায়িত্ব যাঁদের হাতে, সেই সামরিক বাহিনীর একজন এরকম জঘন্য অপরাধ করেছে । তাই তাঁর কঠোর শাস্তি হওয়া প্রয়োজন । যাতে সমাজের কাছে প্রয়োজনীয় বার্তা যায় ৷" যদিও পুলিশ জানিয়েছে, খুন না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে বিষয়টি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.