বারাসত, 11অগাস্ট: অজানা জ্বরে মৃত্যু হল এক গৃহবধূর ৷ মৃতার নাম শিবানী দে (35) ৷ দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকার ঘটনা ৷ দিন দুয়েক আগেই অজানা জ্বরে মৃত্যু হয়েছিল আমুলিয়া পঞ্চায়েতের এক যুবকের ৷ তার রেশ কাটতে না কাটতেই আবারও অজানা জ্বরে মৃত্যুর ঘটনা ঘটল ৷
মৃতার পরিবারের দাবি, ডেঙ্গিতে আক্রান্ত হয়েই শিবানীর মৃত্যু হয়েছে ৷ গতকাল রাতে বারাসত হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দেওয়া ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ নেই ৷ সেপটিক শকেই ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ জানা গেছে, শিবানীর শ্বশুরবাড়ি হাবড়ার পৃথিবা পঞ্চায়েত এলাকায় ৷ জ্বর নিয়ে সেখান থেকেই দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের চক-কলাপোলে বাবার কাছে আসেন শিবানী ৷ বেশ কিছুদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন ৷ সঙ্গে মাথা যন্ত্রণা ছিল তাঁর ৷ গতকাল দুপুর থেকেই শিবানীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে, সেখান থেকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ রাতে সেখানেই শিবানীর মৃত্যু হয় ৷
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বারাসতে পুকুর ভরাট
বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, "বারাসত, দত্তপুকুর, দেগঙ্গা মিলিয়ে প্রায় 30 জন অজানা জ্বরে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁদের চিকিৎসার সব রকমের ব্যবস্থা করা হয়েছে ৷ প্রায় 20টি শয্যা বাড়ানো হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগে ৷" বাসিন্দাদের দাবি, দেগঙ্গা ব্লকে অজানা জ্বরের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ এখনই যদি স্থানীয় পঞ্চায়েত কিংবা প্রশাসন তার মোকাবিলা করতে না পারে, তবে তা মারাত্মক আকার ধারণ করবে ৷