বসিরহাট, 25 জুন : অপরাধ ঠেকাতে ক্ষমতায় এসেই এনকাউন্টারে জোর দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । ফল মিলেছিল হাতেনাতে । হয় অপরাধীরা আত্মসমর্পণ করেছে, নাহলে খতম হয়েছে । বাংলায় ক্ষমতায় এলে একই পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন BJP নেতা সায়ন্তন বসু ।
এই সংক্রান্ত আরও খবর : এটা তো ট্রেলার, ফিল্ম শেষ হলে মমতার সরকারও ক্ষমতা হারাবে : মুকুল
গতকাল রাজ্যজুড়ে SP অফিস ঘেরাও কর্মসূচি পালন করে BJP নেতৃত্ব । বসিরহাট জেলা কমিটির পক্ষ থেকেও এই কর্মসূচি পালনা করা হয় । ছিলেন সায়ন্তন বসু, বসিরহাট BJP জেলা সভাপতি গণেশ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার । বসিরহাট টাউন হল মাঠ থেকে মিছিল করে SP অফিস যান BJP নেতা, কর্মীরা । পরে সেখানে গিয়ে সায়ন্তন বলেন, "আর কয়েকমাসের মধ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা হবে । তখন, এই পুলিশকে আমরা আইন-শৃঙ্খলা রক্ষার কাজে লাগাব । BJP বা তৃণমূলের দালালি করার জন্য নয় ।"
এই সংক্রান্ত আরও খবর : 6 মাসের মধ্যে রাজ্যে ক্ষমতায় আসবে BJP : অর্জুন
রাজ্যজুড়ে প্রায় প্রতিদিন রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে । এই প্রসঙ্গ তুলে ধরে সায়ন্তন বলেন, "নির্বাচনের পর থেকে রোজ BJP কর্মীরা খুন হচ্ছেন । আমডাঙা, সন্দেশখালিসহ একাধিক জায়গায় BJP কর্মীদের মৃত্যু হয়েছে । সন্দেশখালিতে তিনজন BJP কর্মীর মৃত্যু হয়েছে । পুলিশ বলছে দু'জন মারা গেছে । কিন্তু, আমি বলছি, প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডলের সঙ্গে দেবদাস মণ্ডলও মারা গেছেন । তিনজনের খোঁজ মেলেনি । তাঁরা কোথায় গেলেন ? উবে গেলেন ? আমি পুলিশ অফিসারদের বলছি, আগামী কয়েকমাসের মধ্যে আমরা ক্ষমতায় আসব । এসে 72 ঘণ্টা সময় দেব । প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডলের খুনিদের খুঁজে বের করুন, তারা গ্রেপ্তার না হলে যা করার করুন । নাহলে উত্তরপ্রদেশ মডেল ফিরে আসবে । যোগীজি বলেছেন, অপরাধীরা গ্রেপ্তার না হলে তাদের এনকাউন্টার করে দাও । পশ্চিমবঙ্গেও আমরা এই ফরমুলা প্রয়োগ করব । অপরাধীদের ক্ষমা নয় । ক্ষমা করা যায় না ।"
এনকাউন্টার দাওয়াই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে সায়ন্তনকে । তৃণমূল নেতা সাধন পাণ্ডে বলেন, "আমরা গণতান্ত্রিক দেশে বাস করি । সায়ন্তন বসু দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করছেন । উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়, এটা তো আমরা বলি । BJP নেতা হিসেবে উনি বলছেন, উত্তরপ্রদেশে এনকাউন্টার হয় ! কথা একটু সাবধানে বলা দরকার । এটা যদি, অমিত শাহ, নরেন্দ্র মোদি শোনেন, সায়ন্তন বসুর আর চাকরি থাকবে না । একটু ভেবেচিন্তে কথাবার্তা বলবেন ।"
![sadhan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3654455_sadhan.jpg)