ETV Bharat / state

বাংলায় ক্ষমতায় এলেই "এনকাউন্টার" হবে, হুঁশিয়ারি সায়ন্তনের - সাধন পাণ্ডে

অপরাধ ঠেকাতে ক্ষমতায় এসেই এনকাউন্টারে জোর দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । বাংলায় ক্ষমতায় এলে একই পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন BJP নেতা সায়ন্তন বসু ।

সায়ন্তন বসু
author img

By

Published : Jun 25, 2019, 2:15 AM IST

Updated : Jun 25, 2019, 6:17 AM IST

বসিরহাট, 25 জুন : অপরাধ ঠেকাতে ক্ষমতায় এসেই এনকাউন্টারে জোর দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । ফল মিলেছিল হাতেনাতে । হয় অপরাধীরা আত্মসমর্পণ করেছে, নাহলে খতম হয়েছে । বাংলায় ক্ষমতায় এলে একই পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন BJP নেতা সায়ন্তন বসু ।

এই সংক্রান্ত আরও খবর : এটা তো ট্রেলার, ফিল্ম শেষ হলে মমতার সরকারও ক্ষমতা হারাবে : মুকুল

গতকাল রাজ্যজুড়ে SP অফিস ঘেরাও কর্মসূচি পালন করে BJP নেতৃত্ব । বসিরহাট জেলা কমিটির পক্ষ থেকেও এই কর্মসূচি পালনা করা হয় । ছিলেন সায়ন্তন বসু, বসিরহাট BJP জেলা সভাপতি গণেশ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার । বসিরহাট টাউন হল মাঠ থেকে মিছিল করে SP অফিস যান BJP নেতা, কর্মীরা । পরে সেখানে গিয়ে সায়ন্তন বলেন, "আর কয়েকমাসের মধ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা হবে । তখন, এই পুলিশকে আমরা আইন-শৃঙ্খলা রক্ষার কাজে লাগাব । BJP বা তৃণমূলের দালালি করার জন্য নয় ।"

এই সংক্রান্ত আরও খবর : 6 মাসের মধ্যে রাজ্যে ক্ষমতায় আসবে BJP : অর্জুন

রাজ্যজুড়ে প্রায় প্রতিদিন রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে । এই প্রসঙ্গ তুলে ধরে সায়ন্তন বলেন, "নির্বাচনের পর থেকে রোজ BJP কর্মীরা খুন হচ্ছেন । আমডাঙা, সন্দেশখালিসহ একাধিক জায়গায় BJP কর্মীদের মৃত্যু হয়েছে । সন্দেশখালিতে তিনজন BJP কর্মীর মৃত্যু হয়েছে । পুলিশ বলছে দু'জন মারা গেছে । কিন্তু, আমি বলছি, প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডলের সঙ্গে দেবদাস মণ্ডলও মারা গেছেন । তিনজনের খোঁজ মেলেনি । তাঁরা কোথায় গেলেন ? উবে গেলেন ? আমি পুলিশ অফিসারদের বলছি, আগামী কয়েকমাসের মধ্যে আমরা ক্ষমতায় আসব । এসে 72 ঘণ্টা সময় দেব । প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডলের খুনিদের খুঁজে বের করুন, তারা গ্রেপ্তার না হলে যা করার করুন । নাহলে উত্তরপ্রদেশ মডেল ফিরে আসবে । যোগীজি বলেছেন, অপরাধীরা গ্রেপ্তার না হলে তাদের এনকাউন্টার করে দাও । পশ্চিমবঙ্গেও আমরা এই ফরমুলা প্রয়োগ করব । অপরাধীদের ক্ষমা নয় । ক্ষমা করা যায় না ।"

কী বলছেন সায়ন্তন বসু, সাধন পাণ্ডে ?

এনকাউন্টার দাওয়াই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে সায়ন্তনকে । তৃণমূল নেতা সাধন পাণ্ডে বলেন, "আমরা গণতান্ত্রিক দেশে বাস করি । সায়ন্তন বসু দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করছেন । উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়, এটা তো আমরা বলি । BJP নেতা হিসেবে উনি বলছেন, উত্তরপ্রদেশে এনকাউন্টার হয় ! কথা একটু সাবধানে বলা দরকার । এটা যদি, অমিত শাহ, নরেন্দ্র মোদি শোনেন, সায়ন্তন বসুর আর চাকরি থাকবে না । একটু ভেবেচিন্তে কথাবার্তা বলবেন ।"

sadhan
সাধন পাণ্ডে

বসিরহাট, 25 জুন : অপরাধ ঠেকাতে ক্ষমতায় এসেই এনকাউন্টারে জোর দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । ফল মিলেছিল হাতেনাতে । হয় অপরাধীরা আত্মসমর্পণ করেছে, নাহলে খতম হয়েছে । বাংলায় ক্ষমতায় এলে একই পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন BJP নেতা সায়ন্তন বসু ।

এই সংক্রান্ত আরও খবর : এটা তো ট্রেলার, ফিল্ম শেষ হলে মমতার সরকারও ক্ষমতা হারাবে : মুকুল

গতকাল রাজ্যজুড়ে SP অফিস ঘেরাও কর্মসূচি পালন করে BJP নেতৃত্ব । বসিরহাট জেলা কমিটির পক্ষ থেকেও এই কর্মসূচি পালনা করা হয় । ছিলেন সায়ন্তন বসু, বসিরহাট BJP জেলা সভাপতি গণেশ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার । বসিরহাট টাউন হল মাঠ থেকে মিছিল করে SP অফিস যান BJP নেতা, কর্মীরা । পরে সেখানে গিয়ে সায়ন্তন বলেন, "আর কয়েকমাসের মধ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা হবে । তখন, এই পুলিশকে আমরা আইন-শৃঙ্খলা রক্ষার কাজে লাগাব । BJP বা তৃণমূলের দালালি করার জন্য নয় ।"

এই সংক্রান্ত আরও খবর : 6 মাসের মধ্যে রাজ্যে ক্ষমতায় আসবে BJP : অর্জুন

রাজ্যজুড়ে প্রায় প্রতিদিন রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে । এই প্রসঙ্গ তুলে ধরে সায়ন্তন বলেন, "নির্বাচনের পর থেকে রোজ BJP কর্মীরা খুন হচ্ছেন । আমডাঙা, সন্দেশখালিসহ একাধিক জায়গায় BJP কর্মীদের মৃত্যু হয়েছে । সন্দেশখালিতে তিনজন BJP কর্মীর মৃত্যু হয়েছে । পুলিশ বলছে দু'জন মারা গেছে । কিন্তু, আমি বলছি, প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডলের সঙ্গে দেবদাস মণ্ডলও মারা গেছেন । তিনজনের খোঁজ মেলেনি । তাঁরা কোথায় গেলেন ? উবে গেলেন ? আমি পুলিশ অফিসারদের বলছি, আগামী কয়েকমাসের মধ্যে আমরা ক্ষমতায় আসব । এসে 72 ঘণ্টা সময় দেব । প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডলের খুনিদের খুঁজে বের করুন, তারা গ্রেপ্তার না হলে যা করার করুন । নাহলে উত্তরপ্রদেশ মডেল ফিরে আসবে । যোগীজি বলেছেন, অপরাধীরা গ্রেপ্তার না হলে তাদের এনকাউন্টার করে দাও । পশ্চিমবঙ্গেও আমরা এই ফরমুলা প্রয়োগ করব । অপরাধীদের ক্ষমা নয় । ক্ষমা করা যায় না ।"

কী বলছেন সায়ন্তন বসু, সাধন পাণ্ডে ?

এনকাউন্টার দাওয়াই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে সায়ন্তনকে । তৃণমূল নেতা সাধন পাণ্ডে বলেন, "আমরা গণতান্ত্রিক দেশে বাস করি । সায়ন্তন বসু দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করছেন । উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়, এটা তো আমরা বলি । BJP নেতা হিসেবে উনি বলছেন, উত্তরপ্রদেশে এনকাউন্টার হয় ! কথা একটু সাবধানে বলা দরকার । এটা যদি, অমিত শাহ, নরেন্দ্র মোদি শোনেন, সায়ন্তন বসুর আর চাকরি থাকবে না । একটু ভেবেচিন্তে কথাবার্তা বলবেন ।"

sadhan
সাধন পাণ্ডে
পশ্চিমবাংলাতে উত্তরপ্রদেশের এনকাউন্টার ফর্মুলা চালু করা হবে অপরাধীদের দমন করতে। রাজনৈতিক শাসন থেকে বের করে নিয়ে এসে আইনের শাসনে পরিচালনা করা হবে পুলিশকে। সোমবার বসিরহাট থেকে এভাবেই পুলিশের কাজের সমালোচনা করে একের পর এক তোপ দাগেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সোমবার সারা রাজ্যের সঙ্গে বসিরহাটেও পালিত হয় বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি। সেই কর্মসূচি থেকেই বক্তব্য রাখতে গিয়ে পুলিশের উদ্দেশ্যে বার্তা দিয়ে সায়ন্তন বসু বলেন, "নিরপরাধ মানুষদের ছেড়ে দিয়ে অপরাধীদের ধরার চেষ্টা করুন আপনারা। পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসলে ৭২ ঘন্টা টাইম দেবে অপরাধীদের ধরতে। আর সেই টাইম এর মধ্যে কাজ না করতে পারলে কেন্দ্র সরকার ব্যবস্থা নেবে আপনাদের বিরুদ্ধে"। একইসঙ্গে কাটমানি ফিরিয়ে দেওয়ার বিষয়েও উল্লেখ করে বিজেপি সরকার ক্ষমতায় এলে ৭২ ঘণ্টার মধ্যে কাটমানি উদ্ধার করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন সায়ন্তন বসু। সারা রাজ্যের সঙ্গে সোমবার বসিরহাট এসপি অফিস ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপির বসিরহাট জেলা কমিটির পক্ষ থেকে। কর্মসূচিতে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসুর সঙ্গে উপস্থিত ছিলেন বসিরহাট জেলা সভাপতি গণেশ ঘোষ, জেলার সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার সহ জেলা নেতৃবৃন্দ। এদিন বসিরহাট টাউন হল মাঠ থেকে মিছিল করে এসপি অফিসের উদ্দেশ্যে যান বিজেপি নেতারা। বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি এড়াতে আগে থেকে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল অফিস চত্বরে। প্রায় দ্বিগুণ সংখ্যক পুলিশের ঘেরাটোপের মধ্যে কর্মসূচি পালন করতে হয় বিজেপিকে।
Last Updated : Jun 25, 2019, 6:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.