ETV Bharat / state

প্রেমিকের সঙ্গে ঘর, মহিলাকে কুপিয়ে খুনে অভিযুক্ত স্বামী - বসিরহাট

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে দীপালির সঙ্গে স্থানীয় এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে । বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় । সম্প্রতি দীপালি স্বামীকে ছেড়ে তাঁর প্রেমিকের কাছে চলে যান ।

Dead body
Dead body
author img

By

Published : Oct 4, 2020, 11:43 PM IST

বসিরহাট, 4 অক্টোবর : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে । রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদের সরকারপাড়ায় । মৃত মহিলার নাম দীপালি সরকার (37)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে । আটক করা হয়েছে স্বামী সাধন মণ্ডলকে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে দীপালির সঙ্গে স্থানীয় এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে । বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় । সম্প্রতি দীপালি স্বামীকে ছেড়ে তাঁর প্রেমিকের কাছে চলে যান । পাশের গ্রামে তাঁরা দু'জন একসঙ্গে থাকা শুরু করেন । রবিবার সন্ধ্যায় রাস্তায় দীপালির সঙ্গে স্বামী সাধনের সামনাসামনি দেখা হয়ে । ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে । ঘটনাস্থলেই দীপালির মৃত্যু হয় । খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় । সেখানেই চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করে । অভিযুক্ত সাধনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করছে ।

বসিরহাট, 4 অক্টোবর : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে । রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদের সরকারপাড়ায় । মৃত মহিলার নাম দীপালি সরকার (37)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে । আটক করা হয়েছে স্বামী সাধন মণ্ডলকে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে দীপালির সঙ্গে স্থানীয় এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে । বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় । সম্প্রতি দীপালি স্বামীকে ছেড়ে তাঁর প্রেমিকের কাছে চলে যান । পাশের গ্রামে তাঁরা দু'জন একসঙ্গে থাকা শুরু করেন । রবিবার সন্ধ্যায় রাস্তায় দীপালির সঙ্গে স্বামী সাধনের সামনাসামনি দেখা হয়ে । ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে । ঘটনাস্থলেই দীপালির মৃত্যু হয় । খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় । সেখানেই চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করে । অভিযুক্ত সাধনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.