ETV Bharat / state

নেই গন্ডগোল, ভোট উৎসবে মিশে গেল লাল-সবুজ-গেরুয়া

বনগাঁ লোকসভার অন্য প্রান্তে অশান্তির চিত্র দেখা গেলেও এখানকার ছবিটা সম্পূর্ণ আলাদা । বুথের বাইরে ছিল ভোটারদের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট দিয়েছেন সাধারণ মানুষ । CPI(M), BJP এবং তৃণমূল কর্মীরা একই সঙ্গে বসে খোশমেজাজে গল্প করছেন ।

ভোট উৎসবে লাল-সবুজ-গেরুয়া
author img

By

Published : May 7, 2019, 5:24 PM IST

Updated : May 7, 2019, 5:38 PM IST

বনগাঁ, 7 মে : বর্তমানে ভোট আসলেই রাজ্যবাসীর মনে রাজনৈতিক হানাহানির ছবি ফুটে ওঠে । লোকসভা ভোটের মরসুমে সেই ছবি বারবার উঠে আসছে । প্রাণহানি, রক্তপাত, বচসা, বোমাবজি, গুলি যেন পশ্চিমবঙ্গের ভোটের সমার্থক হয়ে গেছে । ইতিমধ্যেই রাজ্যে 5 দফার ভোট সম্পন্ন হয়েছে । প্রতি দফাতেই রাজনৈতিক হানাহানির সাক্ষী থাকতে থাকতে দীর্ঘশ্বাস ফেলেছে সাধারণ মানুষ ।

এহেন পরিবেশে যেন উলটপুরাণ । গণতন্ত্রের উৎসবে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা সামিল হয়েছেন কাঁধে কাধঁ মিলিয়ে । তাও আবার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় । বনগাঁ লোকসভার বিথারী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তাড়ালি বুথ সহ একাধিক বুথে ভোট উৎসব পালিত হল শান্তির সঙ্গে ।

দেখুন ভিডিয়ো

বনগাঁ লোকসভার অন্য প্রান্তে অশান্তির চিত্র দেখা গেলেও এখানকার ছবিটা সম্পূর্ণ আলাদা
। বুথের বাইরে ছিল ভোটারদের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট দিয়েছেন সাধারণ মানুষ । CPI(M), BJP এবং তৃণমূল কর্মীরা একই সঙ্গে বসে খোশমেজাজে গল্প করছেন ।

তাঁদের বক্তব্য, ভোটের সময় এই লোকসভা কেন্দ্রের অন্য প্রান্তে অশান্তি হলেও এই এলাকায় ভোটের দিন সাধারণ মানুষ উৎসবের মেজাজেই কাটান । মতাদর্শগত পার্থক্য থাকলেও ভোট নিয়ে কোনও গন্ডগোল হয় না। তাঁরা চান এই এলাকার মতো ভোট সারা পশ্চিমবঙ্গে হোক । তাঁরা অশান্তি চান না, শান্তি চান ।

বনগাঁ, 7 মে : বর্তমানে ভোট আসলেই রাজ্যবাসীর মনে রাজনৈতিক হানাহানির ছবি ফুটে ওঠে । লোকসভা ভোটের মরসুমে সেই ছবি বারবার উঠে আসছে । প্রাণহানি, রক্তপাত, বচসা, বোমাবজি, গুলি যেন পশ্চিমবঙ্গের ভোটের সমার্থক হয়ে গেছে । ইতিমধ্যেই রাজ্যে 5 দফার ভোট সম্পন্ন হয়েছে । প্রতি দফাতেই রাজনৈতিক হানাহানির সাক্ষী থাকতে থাকতে দীর্ঘশ্বাস ফেলেছে সাধারণ মানুষ ।

এহেন পরিবেশে যেন উলটপুরাণ । গণতন্ত্রের উৎসবে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা সামিল হয়েছেন কাঁধে কাধঁ মিলিয়ে । তাও আবার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় । বনগাঁ লোকসভার বিথারী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তাড়ালি বুথ সহ একাধিক বুথে ভোট উৎসব পালিত হল শান্তির সঙ্গে ।

দেখুন ভিডিয়ো

বনগাঁ লোকসভার অন্য প্রান্তে অশান্তির চিত্র দেখা গেলেও এখানকার ছবিটা সম্পূর্ণ আলাদা
। বুথের বাইরে ছিল ভোটারদের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট দিয়েছেন সাধারণ মানুষ । CPI(M), BJP এবং তৃণমূল কর্মীরা একই সঙ্গে বসে খোশমেজাজে গল্প করছেন ।

তাঁদের বক্তব্য, ভোটের সময় এই লোকসভা কেন্দ্রের অন্য প্রান্তে অশান্তি হলেও এই এলাকায় ভোটের দিন সাধারণ মানুষ উৎসবের মেজাজেই কাটান । মতাদর্শগত পার্থক্য থাকলেও ভোট নিয়ে কোনও গন্ডগোল হয় না। তাঁরা চান এই এলাকার মতো ভোট সারা পশ্চিমবঙ্গে হোক । তাঁরা অশান্তি চান না, শান্তি চান ।

Intro:ওড়িশার মতন পনির দাপট পশ্চিমবঙ্গে না পড়লেও আতঙ্কে ছিল সুন্দরবন বাসি। দশ বছর পর ফনির আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছিল সুন্দরবন এলাকার কয়েক লক্ষ মানুষ। ওড়িশাতে ফনি আছড়ে পড়ার আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছিল সুন্দরবনবাসি। Body:সুন্দরবনের বিভিন্ন এলাকার মানুষ না ঘুমিয়েই কার্যত জেগে রাত কাটিয়েছে। ফনির দাপট সেইভাবে পশ্চিমবঙ্গে না পড়ায় খুশি তারা। তবুও রাতের দিকে প্রচন্ড বেগে ঝড় আশায় একটা সময় এর জন্য আতঙ্কিত হয়ে পড়েছিল। সকালে নতুন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কার্যত খুশি তারা। আজ সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। থেমে থেমে বৃষ্টি ও আসছিল।Conclusion:গত রাতের অল্প ঝড়েই বিপর্যস্ত হয়েছে ঝড়খালি এলাকার জনজীবন। ঝড়খালিতে ভেঙে পড়েছে কয়েকটি বাড়ি বাড়ি পাশাপাশি এলাকায় ভেঙে পড়েছে বড় বড় গাছ। পড়ে স্থানীয় বাসিন্দারা সেই গাছ কেটে রাস্তা পরিষ্কার করে। এরই পাশাপাশি ঝড়খালি এলাকার নদীর পাশ দিয়ে প্রশাসনের তৈরি বদ মেরামতে হাত লাগায় এলাকাবাসী।
Last Updated : May 7, 2019, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.