ETV Bharat / state

Independence Day Celebration at Gandhi Ghat গান্ধিঘাটের অনুষ্ঠানে আমন্ত্রিত নন খোদ রাজ্যপাল, তুঙ্গে বিতর্ক - Governor is not among the invitees in the Gandhi Ghat Independence day Programme

75তম স্বাধীনতা দিবসে ব্যারাকপুর গান্ধি ঘাটে সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই রাজ্যপালের । কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা (Governor is not among the invitees in the Gandhi Ghat Independence day Programme ) ।

Etv BharatIndependence Day Celebration at Gandhi Ghat
Etv Bharatস্বাধীনতা দিবসে গান্ধীঘাটের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় নেই রাজ্যপালের নাম
author img

By

Published : Aug 15, 2022, 6:34 AM IST

Updated : Aug 15, 2022, 6:52 AM IST

কলকাতা, 14 অগস্ট: ব্যারাকপুরের গান্ধিঘাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় নাম নেই রাজ্যপাল লা গণেশনের (Governor La Ganesan is not among invitees)। এনিয়ে নানা মহলে বিতর্ক শুরু হয়েছে ৷ 75তম স্বাধীনতা দিবসে ব্যারাকপুর গান্ধিঘাটে সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে খোদ রাজ্যপালের নাম না থাকা এটা একটি বিরল ঘটনা। রাজ্য কেন্দ্র সংঘাতের জন্যই এই রকম ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়। নানা কারণে ঐতিহাসিক এই গান্ধিঘাট। এখানে মহাত্মা গান্ধির চিতাভস্ম শায়িত আছে। 1949 সালে জানুয়ারি মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ব্যারাকপুরে এই গান্ধিঘাটের উদ্বোধন করেছিলেন ।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে লা গণেশনের শপথ

প্রসঙ্গত, 26জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 30জানুয়ারি মহাত্মা গান্ধি মৃত্যু দিবস, 15অগস্ট স্বাধীনতা দিবস ও 2অক্টোবর মহাত্মা গান্ধি জন্মজয়ন্তী সরকারিভাবে পালিত হয় গান্ধিঘাটে । অনুষ্ঠানে রাজ্যপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন । সঙ্গে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, মুখ্যসচিব-সহ জেলা ও রাজ্যের প্রশাসনিক আমলারাও হাজির থাকেন। সকাল 9 টার সময় অনুষ্ঠান শুরু হয়। কিন্তু এবার পালটে যেতে চলেছে সেই নিয়ম। রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের আমন্ত্রণ পত্রে রাজ্যপালের নাম নেই। সময়ও সকাল 9টার পরিবর্তে এক ঘণ্টা সময় এগিয়ে সকাল 8টা করা হয়েছে।

কলকাতা, 14 অগস্ট: ব্যারাকপুরের গান্ধিঘাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় নাম নেই রাজ্যপাল লা গণেশনের (Governor La Ganesan is not among invitees)। এনিয়ে নানা মহলে বিতর্ক শুরু হয়েছে ৷ 75তম স্বাধীনতা দিবসে ব্যারাকপুর গান্ধিঘাটে সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে খোদ রাজ্যপালের নাম না থাকা এটা একটি বিরল ঘটনা। রাজ্য কেন্দ্র সংঘাতের জন্যই এই রকম ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়। নানা কারণে ঐতিহাসিক এই গান্ধিঘাট। এখানে মহাত্মা গান্ধির চিতাভস্ম শায়িত আছে। 1949 সালে জানুয়ারি মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ব্যারাকপুরে এই গান্ধিঘাটের উদ্বোধন করেছিলেন ।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে লা গণেশনের শপথ

প্রসঙ্গত, 26জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 30জানুয়ারি মহাত্মা গান্ধি মৃত্যু দিবস, 15অগস্ট স্বাধীনতা দিবস ও 2অক্টোবর মহাত্মা গান্ধি জন্মজয়ন্তী সরকারিভাবে পালিত হয় গান্ধিঘাটে । অনুষ্ঠানে রাজ্যপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন । সঙ্গে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, মুখ্যসচিব-সহ জেলা ও রাজ্যের প্রশাসনিক আমলারাও হাজির থাকেন। সকাল 9 টার সময় অনুষ্ঠান শুরু হয়। কিন্তু এবার পালটে যেতে চলেছে সেই নিয়ম। রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের আমন্ত্রণ পত্রে রাজ্যপালের নাম নেই। সময়ও সকাল 9টার পরিবর্তে এক ঘণ্টা সময় এগিয়ে সকাল 8টা করা হয়েছে।

Last Updated : Aug 15, 2022, 6:52 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.