দেগঙ্গা, 1 মার্চ : ভোটের মুখে আব্বাস সিদ্দিকীর দলের কর্মীদের উপর হামলা, মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এমনকি, বাড়ি ভাঙচুর, মহিলাদের নিগৃহীত করার অভিযোগও উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় ।
আক্রান্তদের অভিযোগ, "আব্বাস সিদ্দিকীর দলে নাম লেখানোর জন্যই স্থানীয় তৃণমূল দুষ্কৃতীরা চড়াও হয় তাঁদের উপর । মারধরের পাশাপাশি রিভলবার বের করে প্রাননাশের হুমকিও দেওয়া হয়েছে ।" ঘটনার জেরে আতঙ্কে রয়েছে পরিবারের লোকেরা । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসকদলের তরফে । পাল্টা আব্বাসের দলের অন্তর্দ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছেন তাঁরা । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
![ISF workers attacked](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-n24-01-degangahamla-injuredisfthreeworkers-victimtmcparty-still-raju-10009_01032021104846_0103f_1614575926_193.jpg)
রবিবারই বিগ্রেড সমাবেশে জোটের সঙ্গী হিসেবে নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) । সমাবেশে ছিলেন দলের প্রতিষ্ঠাতা ও ফুরফরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী । সংখ্যালঘু অধ্যুষিত উত্তর 24 পরগনার আমডাঙা, দেগঙ্গা ও হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে অসংখ্য কর্মী ও সমর্থক সামিল হয়েছিলেন বিগ্রেড সমাবেশে ।
![ISF workers attacked](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-n24-01-degangahamla-injuredisfthreeworkers-victimtmcparty-still-raju-10009_01032021104846_0103f_1614575926_436.jpg)
আরও পড়ুন : ব্রিগেড সমাবেশেও চাওয়া পাওয়ার লড়াই আব্বাসের
এরপর রবিবার রাতে দেগঙ্গার হাসিয়া এলাকায় আব্বাসের তিন অনুগামীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে ফজলুর রহমান, আখতারুজ্জ়ামান, আখতারুল বিশ্বাস নামে তিন আইএসএফ কর্মীকে । লাঠি,রডের আঘাতে জখন হন তাঁরা । চলে বাড়ি ভাঙচুরও । হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি বাড়ির মহিলারাও । রীতিমতো তাঁদের হেনস্তা ও নিগৃহীত করা হয় বলে অভিযোগ উঠেছে।যাওয়ার আগে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা রিভলবার বের করে প্রাননাশের হুমকিও দেয় বলে অভিযোগ আক্রান্তদের।ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।শুরু হয়েছে তৃনমূল ও আইএসএফের চাপানউতোর।
এদিকে, রাতেই হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় দেগঙ্গা থানায় । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ । তবে,এখনও অধরা দুষ্কৃতীরা । অন্যদিকে, ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায়।