ETV Bharat / state

নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় তদন্ত চেয়ে বিক্ষোভ তৃণমূলের - TMC workers protest in Ashoknagar

নন্দীগ্রামে ভোটে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই গতকাল মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন নন্দীগ্রামে ৷ সন্ধেবেলা পুজো দিয়ে ফেরার পথে ধাক্কাধাক্কির জেরে পায়ে চোট পান তিনি ৷ এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ গতকাল রাতে অশোকনগরে একইভাবে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা ৷ প্রায় আধ ঘণ্টা পথ অবরোধ করে তারা ৷

নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় তদন্ত চেয়ে বিক্ষোভ তৃণমূলের
নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় তদন্ত চেয়ে বিক্ষোভ তৃণমূলের
author img

By

Published : Mar 11, 2021, 8:00 AM IST

Updated : Mar 11, 2021, 10:35 AM IST

অশোকনগর, 11 মার্চ : নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে গতকাল রাতে গুরুতর আহত হন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পায়ে, মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে ৷ এই ঘটনার তদন্তের দাবিতে গতকাল রাতে অশোকনগরে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী ও সমর্থকরা । অশোকনগরের বিল্ডিং মোড়ে তৃণমূল কর্মী-সমর্থকরা জমায়েত করে বিক্ষোভ দেখায় । চলে পথ অবরোধও । পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ৷

বিক্ষোভকারীদের অভিযোগ,"মমতা বন্দোপাধ্যায়ের উপর ষড়যন্ত্র করে হামলা চালানো হয়েছে । ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে ৷" ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা । প্রায় আধ ঘণ্টা অবরোধের জেরে যশোর রোডের যান চলাচল স্তব্ধ হয়ে যায় । সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের । পরে,পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ।

এবার নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 9 মার্চ অর্থাৎ মঙ্গলবার তিনি নন্দীগ্রামে যান ৷ গতকাল সকালে বেশ কয়েকটি মন্দিরে পুজো দেওয়ার পর হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করেন ৷ তার পর ফিরে আসেন নন্দীগ্রামে ৷ প্রচার সংক্রান্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৷ এরপর নন্দীগ্রামের বাড়িতে ফেরার সময় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ধাক্কাধাক্কিতে আহত হন মমতা ৷ তাঁর পায়ে, মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে ৷ এরপর তাঁকে সেখান থেকে গ্রিন করিডরে করে এসএসকেএমে নিয়ে আসা হয় ৷ তাঁর জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷ ভর্তি করা হয়েছে ওই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সাড়ে 12 নম্বর কেবিনে ৷ হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের এক্স রে করা হয় ৷ কিন্তু সেই এক্স রে রিপোর্ট পাওয়ার পরও পায়ের আঘাত কতটা গুরুতর, তা নিয়ে সন্দেহে ছিলেন চিকিৎসকরা ৷ তাই তাঁকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর এমআরআই করা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন, এসএসকেএম-এ ভর্তি মমতা, চিকিৎসায় গড়া হল মেডিক্যাল বোর্ড

এই ঘটনায় ইতিমধ্যে বিরোধের দিকে অভিযোগের আঙুল তুলে সরব হয়েছেন মমতা ৷ এটাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তৃণমূল নেত্রী ৷ নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তিনি ৷ যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে নস্যাৎ করে করে বিরোধীরা একে নাটক বলে কটাক্ষ করেন । তদন্তের দাবিও তোলেন তাঁরা ।

অশোকনগর, 11 মার্চ : নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে গতকাল রাতে গুরুতর আহত হন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পায়ে, মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে ৷ এই ঘটনার তদন্তের দাবিতে গতকাল রাতে অশোকনগরে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী ও সমর্থকরা । অশোকনগরের বিল্ডিং মোড়ে তৃণমূল কর্মী-সমর্থকরা জমায়েত করে বিক্ষোভ দেখায় । চলে পথ অবরোধও । পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ৷

বিক্ষোভকারীদের অভিযোগ,"মমতা বন্দোপাধ্যায়ের উপর ষড়যন্ত্র করে হামলা চালানো হয়েছে । ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে ৷" ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা । প্রায় আধ ঘণ্টা অবরোধের জেরে যশোর রোডের যান চলাচল স্তব্ধ হয়ে যায় । সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের । পরে,পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ।

এবার নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 9 মার্চ অর্থাৎ মঙ্গলবার তিনি নন্দীগ্রামে যান ৷ গতকাল সকালে বেশ কয়েকটি মন্দিরে পুজো দেওয়ার পর হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করেন ৷ তার পর ফিরে আসেন নন্দীগ্রামে ৷ প্রচার সংক্রান্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৷ এরপর নন্দীগ্রামের বাড়িতে ফেরার সময় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ধাক্কাধাক্কিতে আহত হন মমতা ৷ তাঁর পায়ে, মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে ৷ এরপর তাঁকে সেখান থেকে গ্রিন করিডরে করে এসএসকেএমে নিয়ে আসা হয় ৷ তাঁর জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷ ভর্তি করা হয়েছে ওই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সাড়ে 12 নম্বর কেবিনে ৷ হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের এক্স রে করা হয় ৷ কিন্তু সেই এক্স রে রিপোর্ট পাওয়ার পরও পায়ের আঘাত কতটা গুরুতর, তা নিয়ে সন্দেহে ছিলেন চিকিৎসকরা ৷ তাই তাঁকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর এমআরআই করা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন, এসএসকেএম-এ ভর্তি মমতা, চিকিৎসায় গড়া হল মেডিক্যাল বোর্ড

এই ঘটনায় ইতিমধ্যে বিরোধের দিকে অভিযোগের আঙুল তুলে সরব হয়েছেন মমতা ৷ এটাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তৃণমূল নেত্রী ৷ নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তিনি ৷ যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে নস্যাৎ করে করে বিরোধীরা একে নাটক বলে কটাক্ষ করেন । তদন্তের দাবিও তোলেন তাঁরা ।

Last Updated : Mar 11, 2021, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.