ETV Bharat / state

অশোকনগর থানা ঘেরাও করল আইএসএফ কর্মীরা - অশোকনগর থানা

দলীয় বৈঠক চলাকালীন আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ । কাঠগড়ায় তৃণমূল । প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ আইএসএফ কর্মী-সমর্থকদের । উত্তাল অশোকনগর ।

অশোকনগর থানা ঘেরাও করল আইএসএফ কর্মীরা
অশোকনগর থানা ঘেরাও করল আইএসএফ কর্মীরা
author img

By

Published : Mar 17, 2021, 8:36 PM IST

অশোকনগর, 17 মার্চ : দলীয় বৈঠক চলাকালীন আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার অশোকনগরে । এরপরই দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় আইএসএফের কর্মী-সমর্থকরা । গতকাল তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে উঠে থানা চত্বর । পরে,পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

বাম ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এবারের নির্বাচনে লড়াই করতে চলেছে পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । সংযুক্ত মোর্চা নামে একটি ফ্রন্টও গঠিত হয়েছে এই তিন দলের জোটের তরফে । রাজ্যের যেখানে আইএসএফের সংগঠন শক্তিশালী সেখানে তাঁরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন । সেই নিরিখে উত্তর 24 পরগনা জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে লড়াই করবে আইএসএফ প্রার্থীরা । এরমধ্যে রয়েছে অশোকনগর বিধানসভা কেন্দ্রও । সেখানে সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী করা হয়েছে আইএসএফের তাপস বন্দ্যোপাধ্যায়কে । তাঁর সমর্থনে মঙ্গলবার রাতে অশোকনগরের গুমা বামুনিয়া এলাকায় দলীয় বৈঠক চলছিল । সেখানে সামিল হয়েছিলেন আইএসএফের কর্মীরা ।

আরও পড়ুন : ক্লাস বন্ধ হলেও মাস্ক ছাড়াই মিছিলে শাহ, সোশ্যালে রোষ খড়গপুর-IIT ছাত্রছাত্রীদের

অভিযোগ, সেইসময় তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের কর্মী-সমর্থকরা । চড়, লাথি ও ঘুষির আঘাতে জখম হন কয়েকজন । তবে, তাঁদের আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে । এদিকে, ঘটনার পরই অশোকনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আইএসএফের নেতা ও কর্মীরা । হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সরব হন তাঁরা । শেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় । ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই সাকিব, রানা ও আলামিন নামে 3 তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ ।

এই বিষয়ে অশোকনগর বিধানসভার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় বলেন,"দলীয় আলোচনা সভা চলাকালীন তৃণমূলের লোকজন প্রথমে ইঁট পাটকেল ছুঁড়তে শুরু করে । পরে, কর্মীদের বাইরে এনে মারধর করা হয় । দু-মাসের তৈরি দলকে ভয় পেতে শুরু করেছে শাসকদল । তা এই হামলা থেকেই স্পষ্ট ।"

যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল যুব নেতা প্রদীপ সিং । তাঁর কথায়, "উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে ওই 3 জনকে । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আন্দোলনেও নামব আমরা ।" ওই তৃণমূল নেতার অভিযোগ, "বিজেপি কোটি কোটি টাকা দিয়ে পথে নামিয়েছে আইএসএফ-কে । ওই দুই দল মিলে এলাকায় এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে । ওদের সেই চেষ্টা কখনোই সফল হবে না । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছে ।"

অন্যদিকে, টাকা নিয়ে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের সঙ্গেই বিজেপির সখ্যতার অভিযোগ এনেছেন আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ।

অশোকনগর, 17 মার্চ : দলীয় বৈঠক চলাকালীন আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার অশোকনগরে । এরপরই দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় আইএসএফের কর্মী-সমর্থকরা । গতকাল তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে উঠে থানা চত্বর । পরে,পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

বাম ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এবারের নির্বাচনে লড়াই করতে চলেছে পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । সংযুক্ত মোর্চা নামে একটি ফ্রন্টও গঠিত হয়েছে এই তিন দলের জোটের তরফে । রাজ্যের যেখানে আইএসএফের সংগঠন শক্তিশালী সেখানে তাঁরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন । সেই নিরিখে উত্তর 24 পরগনা জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে লড়াই করবে আইএসএফ প্রার্থীরা । এরমধ্যে রয়েছে অশোকনগর বিধানসভা কেন্দ্রও । সেখানে সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী করা হয়েছে আইএসএফের তাপস বন্দ্যোপাধ্যায়কে । তাঁর সমর্থনে মঙ্গলবার রাতে অশোকনগরের গুমা বামুনিয়া এলাকায় দলীয় বৈঠক চলছিল । সেখানে সামিল হয়েছিলেন আইএসএফের কর্মীরা ।

আরও পড়ুন : ক্লাস বন্ধ হলেও মাস্ক ছাড়াই মিছিলে শাহ, সোশ্যালে রোষ খড়গপুর-IIT ছাত্রছাত্রীদের

অভিযোগ, সেইসময় তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের কর্মী-সমর্থকরা । চড়, লাথি ও ঘুষির আঘাতে জখম হন কয়েকজন । তবে, তাঁদের আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে । এদিকে, ঘটনার পরই অশোকনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আইএসএফের নেতা ও কর্মীরা । হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সরব হন তাঁরা । শেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় । ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই সাকিব, রানা ও আলামিন নামে 3 তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ ।

এই বিষয়ে অশোকনগর বিধানসভার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় বলেন,"দলীয় আলোচনা সভা চলাকালীন তৃণমূলের লোকজন প্রথমে ইঁট পাটকেল ছুঁড়তে শুরু করে । পরে, কর্মীদের বাইরে এনে মারধর করা হয় । দু-মাসের তৈরি দলকে ভয় পেতে শুরু করেছে শাসকদল । তা এই হামলা থেকেই স্পষ্ট ।"

যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল যুব নেতা প্রদীপ সিং । তাঁর কথায়, "উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে ওই 3 জনকে । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আন্দোলনেও নামব আমরা ।" ওই তৃণমূল নেতার অভিযোগ, "বিজেপি কোটি কোটি টাকা দিয়ে পথে নামিয়েছে আইএসএফ-কে । ওই দুই দল মিলে এলাকায় এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে । ওদের সেই চেষ্টা কখনোই সফল হবে না । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছে ।"

অন্যদিকে, টাকা নিয়ে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের সঙ্গেই বিজেপির সখ্যতার অভিযোগ এনেছেন আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.