ETV Bharat / state

সিএএ লাগু পিছিয়েছে, মতুয়াদের ভাঁওতা দিচ্ছে বিজেপি, তোপ মমতাবালার

author img

By

Published : Feb 4, 2021, 2:32 PM IST

মতুয়া কার্ড বিলি করে শান্তনু কোটি কোটি টাকা তুলেছে । বিজেপি নেতারা ঘটনার তদন্ত করুক । অভিযোগ করলেন মমতাবালা ঠাকুর ৷

west-bengal-assembly-election-2021-mamatabala-thakur-attack-bjp-on-caa-application
west-bengal-assembly-election-2021-mamatabala-thakur-attack-bjp-on-caa-application

ঠাকুরনগর, 4 ফেব্রুয়ারি : মঙ্গলবার সংসদে নাগরিকত্ব আইন লাগু করার বিষয়টি পিছিয়েছে । তারই প্রতিক্রিয়ায় মঙ্গলবার ঠাকুরবাড়িতে সাংবাদিক বৈঠক করলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। এদিন তিনি বলেন, "সংশোধিত নাগরিকত্ব আইন আমাদের লাগবে না । মতুয়াদের সঙ্গে প্রতারণা করছে বিজেপি । মতুয়াদের ভাঁওতা দিচ্ছে । মানুষ ওদের বিশ্বাস করবে না ।"

মমতাবালা আরও বলেন, "2021 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন । মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে । মতুয়াদের জন্য উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"

সাংবাদিক সম্মেলনে মমতাবালা ঠাকুর ৷

সম্প্রতি মমতাবালার সঙ্গে সুর মিলিয়ে নিঃশর্তে নাগরিকত্ব চেয়েছেন শান্তনু ঠাকুর । সেই প্রসঙ্গে মমতাবালা ঠাকুর বলেন, "শান্তনুর হয়তো সৎবুদ্ধি হয়েছে । গাধা জল খায়, ঘুলিয়ে ঘুলিয়ে খায় । শান্তনুরও দশা হয়েছে তাই ।"

আরও খবর: শাহি সভা বাতিলের পর মতুয়াদের জয়ডঙ্কা উপহার তৃণমূলের

মমতাবালার অভিযোগ, "মতুয়া কার্ড বিলি করে শান্তনু কোটি কোটি টাকা তুলেছে । বিজেপি নেতারা ঘটনার তদন্ত করুক । তাহলে তাঁরা বুঝবেন শান্তনু কী করছেন ।"

বিজেপির একটা অংশ মমতাবালা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে প্রচার করছে । রাজ্যের বাইরের মতুয়ারাও মমতাবালাকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন । নিজেই জানালেন সাংসদ ৷ বললেন, "তৃণমূল আমাকে সম্মান দিচ্ছে । যতদিন সম্মান দিচ্ছে ততদিন বিজেপিতে যাওয়ার প্রশ্নই ওঠে না ।"

ঠাকুরনগর, 4 ফেব্রুয়ারি : মঙ্গলবার সংসদে নাগরিকত্ব আইন লাগু করার বিষয়টি পিছিয়েছে । তারই প্রতিক্রিয়ায় মঙ্গলবার ঠাকুরবাড়িতে সাংবাদিক বৈঠক করলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। এদিন তিনি বলেন, "সংশোধিত নাগরিকত্ব আইন আমাদের লাগবে না । মতুয়াদের সঙ্গে প্রতারণা করছে বিজেপি । মতুয়াদের ভাঁওতা দিচ্ছে । মানুষ ওদের বিশ্বাস করবে না ।"

মমতাবালা আরও বলেন, "2021 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন । মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে । মতুয়াদের জন্য উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"

সাংবাদিক সম্মেলনে মমতাবালা ঠাকুর ৷

সম্প্রতি মমতাবালার সঙ্গে সুর মিলিয়ে নিঃশর্তে নাগরিকত্ব চেয়েছেন শান্তনু ঠাকুর । সেই প্রসঙ্গে মমতাবালা ঠাকুর বলেন, "শান্তনুর হয়তো সৎবুদ্ধি হয়েছে । গাধা জল খায়, ঘুলিয়ে ঘুলিয়ে খায় । শান্তনুরও দশা হয়েছে তাই ।"

আরও খবর: শাহি সভা বাতিলের পর মতুয়াদের জয়ডঙ্কা উপহার তৃণমূলের

মমতাবালার অভিযোগ, "মতুয়া কার্ড বিলি করে শান্তনু কোটি কোটি টাকা তুলেছে । বিজেপি নেতারা ঘটনার তদন্ত করুক । তাহলে তাঁরা বুঝবেন শান্তনু কী করছেন ।"

বিজেপির একটা অংশ মমতাবালা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে প্রচার করছে । রাজ্যের বাইরের মতুয়ারাও মমতাবালাকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন । নিজেই জানালেন সাংসদ ৷ বললেন, "তৃণমূল আমাকে সম্মান দিচ্ছে । যতদিন সম্মান দিচ্ছে ততদিন বিজেপিতে যাওয়ার প্রশ্নই ওঠে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.