বারাসত, 16 ফেব্রুয়ারি : মইদুলের মৃত্যুর ঘটনায় বারাসতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বামেদের।পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতুল । আটক বাম নেতা সহ বেশ কয়েকজন।
গত বৃহস্পতিবার বাম ছাত্র ও যুবদের নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জের সময় জখম হন মইদুল । গতকাল সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর । এরই প্রতিবাদে সোমবার বারাসতের 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কর্মী-সমর্থকরা । মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় । এই মৃত্যুর প্রতিবাদে ঘোষণা মতোই এদিন বিকেলে বারাসতের রাজপথে নামেন বাম নেতা ও কর্মীরা। মিছিল করে তারা জড়ো হন বারাসতের কলোনি মোড়ে । এরপরই জাতীয় সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ । মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন তাঁরা । বামেদের আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এদিন নিরাপত্তা জোরদার করা ছিল।
আরও পড়ুন : নবান্ন অভিযানে ''পুলিশের লাঠিচার্জে আক্রান্ত'' যুবকের মৃত্যু
আন্দোলনের জেরে প্রায় আধঘন্টা অবরুদ্ধ থাকে 34 নম্বর জাতীয় সড়ক । পরে,বিক্ষোভের জেরে জেলার বাম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন বাম কর্মীকে আটক করে পুলিশ । পরে মুক্তি দেওয়া হয় তাঁদের।