ETV Bharat / state

অমিত-সফরের আগে নাগরিকত্ব-তরজায় সরগরম ঠাকুরনগর - Amit Shah's rally at Thakurnagar

30 জানুয়ারি ঠাকুরনগরে সভা করতে আসার কথা ছিল অমিত শাহের । কিন্তু দিল্লিতে ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে সেই সভা বাতিল হয় । অবশেষে আজ ঠাকুরনগরে সভা করতে আসছেন তিনি । শাহের সভা নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ।

N24
ঠাকুরনগরে অমিত শাহের সভা নিয়ে কটাক্ষ মমতাবালার
author img

By

Published : Feb 11, 2021, 9:42 AM IST

ঠাকুরনগর, 11 ফেব্রুয়ারি : আজ রাজ্যে আসছেন অমিত শাহ । প্রথমে তিনি কোচবিহারে যাবেন । সেখানে "পরিবর্তন যাত্রা"-র সূচনা করবেন । এরপর ঠাকুরনগরে সভা করবেন তিনি । তার আগে গতকাল সভার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন শান্তনু ঠাকুর । তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহের সভা প্রসঙ্গে তিনি বলেন, " প্রথমে হরি-গুরুচাঁদ মন্দিরে পুজো দেবেন অমিত শাহ । তারপর সভায় যাবেন তিনি । অন্যদিকে, ঠাকুরনগরে অমিত শাহের সভা প্রসঙ্গে শান্তনুর জেঠিমা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা কটাক্ষ করে বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী ভাঁওতা দিতে আসছেন । সভায় ভিড় হবে না।" এর প্রেক্ষিতে পালটা জবাব দিতে ছাড়েননি শান্তনু ঠাকুর ।

গত 30 জানুয়ারি ঠাকুরনগরে সভা করতে আসার কথা ছিল অমিত শাহের । কিন্তু দিল্লিতে ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শাহের সভা বাতিল হয় । তারপর 11 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফের অমিত শাহের সভার সিদ্ধান্ত হয় । সেইমতো ঠাকুরবাড়িতে চূড়ান্ত ব্যস্ততা । গতকাল দুপুর দু'টো নাগাদ শান্তনু সভাস্থল পরিদর্শন করেন । পরিদর্শনের পর বলেন, " প্রথমে ঠাকুরমন্দিরে পুজো দিয়ে তারপর সভামঞ্চে পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাঝে মতুয়াদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবেন। আশা করছি, অমিত শাহের সভায় বিপুল ভিড় হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে মতুয়া ভক্তরা আসা শুরু করেছেন।"

আরও পড়ুন, অসম-বাংলা সফরে কাকভোরে গুয়াহাটি পৌঁছালেন শাহ

শান্তনুর জেঠিমা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর অমিত শাহর সভা সম্পর্কে কটাক্ষ করেছেন। তিনি বলেন, "আগে দু'বার কথা দিয়েও অমিত শাহ আসেননি । এবার দেখবেন লোক হবে না । তিনি এলেও মতুয়াদের নাগরিকত্ব দিতে পারবেন না। তিনি ভাঁওতা দিতে আসছেন। "

যদিও শান্তনুর জবাব, 'উনি (মমতাবালা) কি অন্তর্যামী ? মতুয়াদের মন বুঝতে পারলেন না কেন ? হারলেন কেন ? আসলে উনি নিজে তো কিছু করতে পারেননি, তাই এসব কথা বলছেন।"

ঠাকুরনগর, 11 ফেব্রুয়ারি : আজ রাজ্যে আসছেন অমিত শাহ । প্রথমে তিনি কোচবিহারে যাবেন । সেখানে "পরিবর্তন যাত্রা"-র সূচনা করবেন । এরপর ঠাকুরনগরে সভা করবেন তিনি । তার আগে গতকাল সভার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন শান্তনু ঠাকুর । তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহের সভা প্রসঙ্গে তিনি বলেন, " প্রথমে হরি-গুরুচাঁদ মন্দিরে পুজো দেবেন অমিত শাহ । তারপর সভায় যাবেন তিনি । অন্যদিকে, ঠাকুরনগরে অমিত শাহের সভা প্রসঙ্গে শান্তনুর জেঠিমা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা কটাক্ষ করে বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী ভাঁওতা দিতে আসছেন । সভায় ভিড় হবে না।" এর প্রেক্ষিতে পালটা জবাব দিতে ছাড়েননি শান্তনু ঠাকুর ।

গত 30 জানুয়ারি ঠাকুরনগরে সভা করতে আসার কথা ছিল অমিত শাহের । কিন্তু দিল্লিতে ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শাহের সভা বাতিল হয় । তারপর 11 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফের অমিত শাহের সভার সিদ্ধান্ত হয় । সেইমতো ঠাকুরবাড়িতে চূড়ান্ত ব্যস্ততা । গতকাল দুপুর দু'টো নাগাদ শান্তনু সভাস্থল পরিদর্শন করেন । পরিদর্শনের পর বলেন, " প্রথমে ঠাকুরমন্দিরে পুজো দিয়ে তারপর সভামঞ্চে পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাঝে মতুয়াদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবেন। আশা করছি, অমিত শাহের সভায় বিপুল ভিড় হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে মতুয়া ভক্তরা আসা শুরু করেছেন।"

আরও পড়ুন, অসম-বাংলা সফরে কাকভোরে গুয়াহাটি পৌঁছালেন শাহ

শান্তনুর জেঠিমা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর অমিত শাহর সভা সম্পর্কে কটাক্ষ করেছেন। তিনি বলেন, "আগে দু'বার কথা দিয়েও অমিত শাহ আসেননি । এবার দেখবেন লোক হবে না । তিনি এলেও মতুয়াদের নাগরিকত্ব দিতে পারবেন না। তিনি ভাঁওতা দিতে আসছেন। "

যদিও শান্তনুর জবাব, 'উনি (মমতাবালা) কি অন্তর্যামী ? মতুয়াদের মন বুঝতে পারলেন না কেন ? হারলেন কেন ? আসলে উনি নিজে তো কিছু করতে পারেননি, তাই এসব কথা বলছেন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.