ETV Bharat / state

মোদির ব্রিগেডে এবার কামদুনির মৌসুমী ও মাস্টারমশাই ? - Narendra Modi's brigade rally

রবিবাসরীয় ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা থেকেই কি বিজেপিতে যোগ দিচ্ছেন কামদুনির প্রতিবাদীরা ? কী বললেন কামদুনি প্রাথমিক স্কুলের শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় ? মৌসুমী কয়ালই বা কী বলছেন ?

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : Mar 4, 2021, 8:00 PM IST

কামদুনি, 4 মার্চ : মনে আছে মৌসুমী কয়াল, টুম্পা কয়ালদের ? কামদুনিতে বাড়তে থাকা সমাজবিরোধীদের দৌরাত্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তাঁরা । ধর্ষকদের বাঘনখের আর রক্তচক্ষুর সামনে ঠায় দাঁড়িয়ে থাকা মৌসুমী-টুম্পাদের এই লড়াইয়ে সামিল হয়েছিলেন কামদুনি প্রাথমিক স্কুলের শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় । একটা সময় ছিল যখন প্রতিদিনই খবরের শিরোনামে থাকতেন কামদুনির এই প্রতিবাদী মুখগুলি ।

রাজ্য রাজনীতিতে যখন পালাবদলের পর্ব চলছে, ঘটা করে তারকা যোগদান চলছে, সেই সময় ফের একবার চর্চায় মৌসুমীরা । কানাঘুষো শোনা যাচ্ছে, কামদুনির প্রতিবাদীরা এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন । রবিবার ব্রিগেডে সভা করতে আসছেন নরেন্দ্র মোদি । জল্পনা ছড়িয়েছে, রবিবাসরীয় সেই ব্রিগেডের মঞ্চ থেকেই গেরুয়া ধ্বজা হাতে তুলে নিতে পারেন কামদুনির মাস্টারমশাই ও মৌসুমীরা ।

2013 সাল । তারিখটা ছিল 7 জুন । নাগাড়ে বৃষ্টি হচ্ছিল সেদিন । কামদুনির আকাশে সেদিন ঘন কালো মেঘ । বিকেল বিকেলই আঁধার নেমেছিল । সেই বৃষ্টিস্নান সন্ধের বীভিষিকার কথা মনে পড়লে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে । ডিরোজ়িও কলেজের দ্বিতীয় বর্ষের মেয়েটা সেদিন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল । আকাশে তখনও কালো মেঘ... বৃষ্টি হয়ে যাচ্ছে । ছাতা মাথায় বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল । কিন্তু বুঝতে পারেনি নিজের বাড়ির এলাকাতেই তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটবে । হঠাৎ পথ আটকে দাঁড়িয়েছিল কয়েকজন । টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছিল পাঁচিলঘেরা একটা জায়গায় । গণধর্ষণ করেছিল । পরে তাঁর ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছিল এলাকা থেকে ।

রবিবারের ব্রিগেডে কি দেখা যাবে মাস্টারমশাইদের ?

আরও পড়ুন : কোথায় দাঁড়াতে পারেন বিজেপির হেভিওয়েটরা ?

কামদুনির অভিযুক্তদের সাজা আজও হয়নি । লড়াইটা আজও চালিয়ে যাচ্ছেন মৌসুমীরা । লড়াইটা যেদিন শুরু করেছিলেন, সেদিনই হয়ত তাঁরা কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, এই লড়াইয়ের পথ সহজ হবে না । শুরুর দিকে প্রতিবাদ করতে গিয়ে শাসকদলের নেতাদের এমনকি মুখ্যমন্ত্রীর রোষানলেও পড়তে হয়েছিল তাঁদের । তবু হাল ছাড়েননি । লড়াই চালিয়ে গিয়েছেন । সেদিন মমতা কামদুনিতে এসে তাঁদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়েছিলেন । ধমক দিয়ে গিয়েছিলেন, মাওবাদী বলতেও ছাড়েননি । সেই সব কথা ভুলে আস্থা রেখেছিলেন প্রশাসনের উপর । মুখ্যমন্ত্রী যে বলে গিয়েছিলেন কামদুনিতে দাঁড়িয়ে, "দোষীরা একমাসের মধ্যে শাস্তি পাবে ।" তারপর প্রায় আট বছর হতে চলল । এখনও সাজা পায়নি দোষীরা ।

সেই কারণেই শেষ পর্যন্ত হয়ত আর পারলেন না তাঁরা মমতার প্রশাসনের উপর আস্থা রাখতে । সেই কারণেই কি বিজেপির দিকে পা বাড়ালেন কামদুনির প্রতিবাদীরা ? কামদুনির মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায় অবশ্য বিজেপি যোগের কথা স্বীকার করে নিয়েছেন । কামদুনি মামলার অগ্রগতি না হওয়া, দোষীদের সাজা ঝুলে থাকা, তৃণমূল সরকারের উদাসীন মনোভাব-সহ একাধিক ইস্যুকে সামনে রেখেই তাঁরা বিজেপির দিকে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মাস্টারমশাই ।

আরও পড়ুন : সুরেলা যোগদান, দিদিকে হৃদমাঝারে রেখে তৃণমূলে অদিতি মুন্সি

তবে বিজেপিতে যোগদানের শর্তও রেখেছেন কামদুনির মাস্টারমশাই । তাঁর শর্ত, কামদুনির অন্যতম প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালকে বিধানসভার টিকিট দিতে হবে । এ-বিষয়ে বিজেপির রাজ্য স্তরের নেতাদের সঙ্গে তাঁর প্রাথমিক কথাবার্তাও হয়েছে ।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল মৌসুমী কয়ালের সঙ্গেও । তিনি অবশ্যে মোদির ব্রিগেডে থাকার বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি । বলছেন, "আমাকে আরও দু'টো দিন সময় দিন । তারপর সব বলব ।" তবে তিনি এও বলেন, এখনও পর্যন্ত যা কথা হয়েছে, তাতে ব্রিগেডের সভা তাঁর থাকার সম্ভবনা 80 শতাংশ । বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে বাকিটা চূড়ান্ত হবে ।

কামদুনি, 4 মার্চ : মনে আছে মৌসুমী কয়াল, টুম্পা কয়ালদের ? কামদুনিতে বাড়তে থাকা সমাজবিরোধীদের দৌরাত্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তাঁরা । ধর্ষকদের বাঘনখের আর রক্তচক্ষুর সামনে ঠায় দাঁড়িয়ে থাকা মৌসুমী-টুম্পাদের এই লড়াইয়ে সামিল হয়েছিলেন কামদুনি প্রাথমিক স্কুলের শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় । একটা সময় ছিল যখন প্রতিদিনই খবরের শিরোনামে থাকতেন কামদুনির এই প্রতিবাদী মুখগুলি ।

রাজ্য রাজনীতিতে যখন পালাবদলের পর্ব চলছে, ঘটা করে তারকা যোগদান চলছে, সেই সময় ফের একবার চর্চায় মৌসুমীরা । কানাঘুষো শোনা যাচ্ছে, কামদুনির প্রতিবাদীরা এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন । রবিবার ব্রিগেডে সভা করতে আসছেন নরেন্দ্র মোদি । জল্পনা ছড়িয়েছে, রবিবাসরীয় সেই ব্রিগেডের মঞ্চ থেকেই গেরুয়া ধ্বজা হাতে তুলে নিতে পারেন কামদুনির মাস্টারমশাই ও মৌসুমীরা ।

2013 সাল । তারিখটা ছিল 7 জুন । নাগাড়ে বৃষ্টি হচ্ছিল সেদিন । কামদুনির আকাশে সেদিন ঘন কালো মেঘ । বিকেল বিকেলই আঁধার নেমেছিল । সেই বৃষ্টিস্নান সন্ধের বীভিষিকার কথা মনে পড়লে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে । ডিরোজ়িও কলেজের দ্বিতীয় বর্ষের মেয়েটা সেদিন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল । আকাশে তখনও কালো মেঘ... বৃষ্টি হয়ে যাচ্ছে । ছাতা মাথায় বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল । কিন্তু বুঝতে পারেনি নিজের বাড়ির এলাকাতেই তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটবে । হঠাৎ পথ আটকে দাঁড়িয়েছিল কয়েকজন । টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছিল পাঁচিলঘেরা একটা জায়গায় । গণধর্ষণ করেছিল । পরে তাঁর ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছিল এলাকা থেকে ।

রবিবারের ব্রিগেডে কি দেখা যাবে মাস্টারমশাইদের ?

আরও পড়ুন : কোথায় দাঁড়াতে পারেন বিজেপির হেভিওয়েটরা ?

কামদুনির অভিযুক্তদের সাজা আজও হয়নি । লড়াইটা আজও চালিয়ে যাচ্ছেন মৌসুমীরা । লড়াইটা যেদিন শুরু করেছিলেন, সেদিনই হয়ত তাঁরা কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, এই লড়াইয়ের পথ সহজ হবে না । শুরুর দিকে প্রতিবাদ করতে গিয়ে শাসকদলের নেতাদের এমনকি মুখ্যমন্ত্রীর রোষানলেও পড়তে হয়েছিল তাঁদের । তবু হাল ছাড়েননি । লড়াই চালিয়ে গিয়েছেন । সেদিন মমতা কামদুনিতে এসে তাঁদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়েছিলেন । ধমক দিয়ে গিয়েছিলেন, মাওবাদী বলতেও ছাড়েননি । সেই সব কথা ভুলে আস্থা রেখেছিলেন প্রশাসনের উপর । মুখ্যমন্ত্রী যে বলে গিয়েছিলেন কামদুনিতে দাঁড়িয়ে, "দোষীরা একমাসের মধ্যে শাস্তি পাবে ।" তারপর প্রায় আট বছর হতে চলল । এখনও সাজা পায়নি দোষীরা ।

সেই কারণেই শেষ পর্যন্ত হয়ত আর পারলেন না তাঁরা মমতার প্রশাসনের উপর আস্থা রাখতে । সেই কারণেই কি বিজেপির দিকে পা বাড়ালেন কামদুনির প্রতিবাদীরা ? কামদুনির মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায় অবশ্য বিজেপি যোগের কথা স্বীকার করে নিয়েছেন । কামদুনি মামলার অগ্রগতি না হওয়া, দোষীদের সাজা ঝুলে থাকা, তৃণমূল সরকারের উদাসীন মনোভাব-সহ একাধিক ইস্যুকে সামনে রেখেই তাঁরা বিজেপির দিকে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মাস্টারমশাই ।

আরও পড়ুন : সুরেলা যোগদান, দিদিকে হৃদমাঝারে রেখে তৃণমূলে অদিতি মুন্সি

তবে বিজেপিতে যোগদানের শর্তও রেখেছেন কামদুনির মাস্টারমশাই । তাঁর শর্ত, কামদুনির অন্যতম প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালকে বিধানসভার টিকিট দিতে হবে । এ-বিষয়ে বিজেপির রাজ্য স্তরের নেতাদের সঙ্গে তাঁর প্রাথমিক কথাবার্তাও হয়েছে ।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল মৌসুমী কয়ালের সঙ্গেও । তিনি অবশ্যে মোদির ব্রিগেডে থাকার বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি । বলছেন, "আমাকে আরও দু'টো দিন সময় দিন । তারপর সব বলব ।" তবে তিনি এও বলেন, এখনও পর্যন্ত যা কথা হয়েছে, তাতে ব্রিগেডের সভা তাঁর থাকার সম্ভবনা 80 শতাংশ । বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে বাকিটা চূড়ান্ত হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.